আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো ।


অনেকদিন পর টিউন করতে বসলাম যাইহোক কাজের কথাই আসি।আমরা অনেকেই আমাদের ফোনে একই অ্যাপ দুইটা করে ইউজ করতে চাই কিন্তু পারি না।কারন অ্যাপ ক্লোন করতে চাইলে আপনাকে ফোন রুট করতে হবে।আবার ক্লোন করতে গেলে সব অ্যাপ ক্লোন হয়না।ফেসবুক অ্যাপ ,ম্যসেঞ্জার সহ কিছু অ্যাপ আপনি জীবনেও ক্লোন করতে পারবেন না।তবে আজ আমি তার সমাধান নিয়ে আসলাম।মাত্র ২ মেগাবাইটের এই অ্যাপ দিয়ে আপনি মাত্র এক ক্লিকেই ঝামেলা ছাড়ায় অ্যাপ গুলো ক্লোন করতে পারবেন আর তার জন্য আপনাকে রুট ইউজার হতে হবে না।


চলুন দেখে নেয়া যাক কি কি অ্যাপ ক্লোন করা যাবে।

  • ফেসবুক অফিসিয়াল অ্যাপ।
  • ফেসবুক ম্যাসেঞ্জার।
  • টুইটার অ্যাপ।
  • ক্লাস অফ ক্লান।
  • ফেসবুক লাইট।
  • ইন্সটাগ্রাম।
  • Whatsapp.

সহ নিজের ইচ্ছামতো যেকোন অ্যাপ।আমি নিজে ইউজ করি এই  অ্যাপ ১ মাস ধরে তাই ভাবলাম সেয়ার করি।যদি আপনার কাছে দরকারি মনে হয় তবে ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপ।এক কথাই হেব্বি ভালো লাগছে অ্যাপটা।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


click

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

ফেসবুকে আমি

11 thoughts on "একটি অ্যাপ ২/৩/৪ বা ১০ টা বানিয়ে ব্যাবহার করুন আপনার ফোনে।রুটের দরকার নাই।"

  1. Raj gh Author says:
    রানা ভাই plz Make Me টিউনার। আমার টিউনগুলো একবার দেখুন ভাই
  2. ভাই App টার নাম কি একটু বলবেন।
  3. limon Contributor says:
    UC mini clone kore ekta screen shot dao vai…. tarpor download korbo
  4. goutam Contributor says:
    please বলেন App টার নাম কি ? download করা যাচ্ছে না৷
  5. Blogger Ahad Contributor says:
    অ্যাপ টার নাম
    Parrella space.
  6. JusT FarDiN Contributor says:
    vaiya ra kew ki amake ektu help korben??
    ami root er bepar e jante chai
  7. nayemhossen Contributor says:
    এই app এ একবারই ক্লোন হয়। আর তাছাড়া app টি চালু করলে নিজেই প্রচ্রুর mb খায়। আমি নিজে প্রথমে এই app টি Bluestacks এ ব্যবহার করতাম, এখন ফোন এ ব্যবহার করি।
  8. Prince Rsm Contributor says:
    [b]গাঢ় লেখা[/b]
  9. Prince Rsm Contributor says:
    [b]গাঢ়লেখা[/b]
  10. Jack Author says:
    Link kaj kre nah,New Link cmnt a din
  11. R.J. Saiful Islam Contributor says:
    Apnar fb id ta dan.
    Post ar ta kaj kora na. MY FB ID fb.com/helperboysaiful

Leave a Reply