আসসালামু আলাইকুম।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।

আমরা সকলেই প্রায় Android Device ব্যাবহার করি। কিন্তু যদি আমাদের হোম বাটন বা ব্যাক বাটন কাজ না করে বা নষ্ট হয়ে যায় তখন খুব ঝামেলায় পরে যায়।হোম বাটন ঠিক করতে গিয়ে আবার ফোনের মেকারের কাছে একজগত টাকা দিতে হয়।

তাই আমি আপনাদের সামনে Simple Control নামের এই অ্যাপটি নিয়ে এলাম যাতে করে আপনাদের এই বাটনগুলো নষ্ট হয়ে গেলেও অ্যাপ দিয়ে দিব্যি কাজ চালাতে পারেন।

App Name:simple control.

App Size:2.7 MB.

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[ডাউনলোড করার জন্য link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর Download  এ ক্লিক করবেন ]]

***ব্যাবহারের নিয়মাবলী :

প্রথমে অ্যাপটি ইন্সটল করেন।

screenshot_2016-10-13-12-03-00

screenshot_2016-10-13-12-03-28

তারপর উপরের ১ম চিত্রের মতো গোল একটা জিনিস দেখতে পাবেন।

যেটাতে টাচ করলে উপরের ২য় চিত্রের মতো তিনটি বাটন আসবে।একটি ব্যাক বাটন,একটি হোম বাটন আর একটি রিসেন্ট বাটন।

এভাবে আপনি প্রয়োজন অনুসারে বাটন ব্যাবহার করতে পারবেন।

যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।

তাহলে আজকে আর নয়। আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে।

ধন্যবাদ ট্রিকবিডির  সাথে থাকার জন্য।।

8 thoughts on "এবার আপনার ফোনের হোম বাটন,ব্যাক বাটন,রিসেন্ট বাটন নষ্ট হয়ে গেলেও সমস্যা নাই।এবার ছোট একটি অ্যাপ এর মধ্যেই পাচ্ছেন এই ৩ টি বাটন।"

  1. Shaheen Uddoula Author says:
    আমি ভাল ভাল পোস্ট করছি আমে পোস্ট রিভিউ করেন।এবং আমাকে কেও টিউনার বানাও।আমার পোস্ট revew কর।এবং রেজা ভাই আপনার fb টা দেন।
    1. Reja BD Author says:
      আরে ভাই অন্য একটা পোষ্টটেত
      দিলাম,

      কষ্ট না করে মিষ্টি খেতে চাঁন।??
      Fb.com/Reja1.ID

    1. Sazzad Hossain Contributor Post Creator says:
      Welcome bro.Stay with trickbd.
  2. bsyzid789 Contributor says:
    পোস্টটা অনেক আগে দেখেছি।।।এক বন্ধুর ফোন ঐ সমস্যা হইছে।।সব পোস্ট খোজার পর পেলাম।।।

Leave a Reply