গ্রামীণসিমে নেটওয়ার্ক কম্প্লেইন করার নিয়ম
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা গ্রামীণসিমে নেটওয়ার্ক সমস্যা জন্য অভিযোগ করবেন। যদি আপনার এলাকায় ঠিকমতো নেটওয়ার্ক না পাই কথা বলাসহ ইন্টারনেট চালাতে সমস্যা হয় তবে অভিযোগ জানাতে পারেন। এতে করে তারা তা সমাধানের চেষ্টা করবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে অভিযোগ করবেন।
তো এর জন্য আমাদের My Gp App প্রয়োজন পড়বে,সরাসরি প্লে-স্টোর থেকে ইনস্টল করতে নিচে ক্লিক করুন।
ইনস্টল শেষে মাইজিপি তে নাম্বার দিয়ে লগইন করেনিন এবং Services ক্লিক করুন।
একটু নিচে আসুন
Network Complaints ক্লিক করুন
Submit A New Complaints
এখানে তারা বলছে আপনার জিপি সিমটিতে নেট চালু করে এ কাজটি করার জন্য। প্রথম প্রশ্ন আপনি যেখান থেকে এ কাজটি করছেন সেখানে সমস্যা কি না সেটা সিলেক্ট করুন,তারা আপনাকে রিকমেন্ট করবে ওই লোকেশনে থেকে কাজটি করার জন্য।
পরের প্রশ্ন শুধু কি আপনিই এ সমস্যা ফেস করছেন নাকি অন্যরা সেটা দিয়েদিন।
সমস্যা কতদিন আগে থেকে শুরু তা সিলেক্ট করুন।
কোনসময় সমস্যা হয় সেটাও দিয়ে দিবেন।
ঘরে নাকি বাইরে সমস্যা হয় তা সিলেক্ট করুন।
Describe Oftional রয়েছে আপনারা চাইলে বিস্তারিত কিছু লিখে দিতে পারেন না লিখলেও চলবে।
আপনার জেলা ও থানা সিলেক্ট করুন।
এবার Full Address: যদি শহরে হয়ে থাকে হাউজ ও রোড নাম্বার লিখে দিবেন।
আর যদি গ্রামে হয় তবে গ্রামের নাম ও ইউনিয়ন নাম লিখবেন এবং Submit Complaints
এবার Allow Location Access
পারমিশন Allow করেদিন।
Go To My Network Complaints ক্লিক করুন।
এবার এটা পেন্ডিং থাকবে। এবার জিপি সিমে যারা এটা নিয়ে কাজ করছে যখন তারা কাজ শুরু করবে তখন Working দেখতে পাবেন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★বিভিন্ন প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে পেতে জয়েন করুন BD TRICK SH আমাদের টেলিগ্রাম চ্যানেলে
3 thoughts on "জিপি সিমে নেটওয়ার্ক কম্প্লেইন করার নিয়ম | Gp Network Complaint"