আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।

 


 

ছবি তুলতে আমরা কে না পছন্দ করি বলুন।ছবি তোলার জন্য ফোনে যে ডিফল্ট ক্যামেরা অ্যাপ থাকে তাতে অনেক ফিচার থেকে আমরা বঞ্চিত হই।আর বেশি ফিচার এবং মন মতো ছবি তোলার জন্যই আমরা আলাদা ক্যামেরা অ্যাপ বেছে নেই।তেমনি গুগল ঘেটে ঘেটে আপনাদের জন্য নিয়ে আসলাম এই বছরের সেরা ৩ টি ক্যামেরা অ্যাপ ।যেগুলো গুগল র‍্যাংকিং,ডাউনলোড,রেটিং এবং ফিচারের দিক দিয়ে টপ ৩ এ আছে।

 


এক নজরে রিভিউ দেখে নেয়া যাক।

লিংক বেশি হয়ে যাওয়ায় টিউন পেন্ডিং এ চলে যায় তাই স্ক্রিনশট দিতে পারলাম না ।

  • প্রতিটা অ্যাপ মাত্র ১ মেগাবাইটের মধ্য।
  • প্রতিটা অ্যাপ এর মূল্য ২ ডলারের উপরে।
  • ২০১৬ সালে সর্বচ্চ ডাউনলোড কৃত।
  • গুগল র‍্যাংকিং এ টপে।
  • অসাধারন সব ফিচার।
  • ম্যানুয়াল কন্ট্রোল ।

 

আমার মনে হয় যারা ছবি তুলতে ভালোবাসেন তারা অ্যাপ গুলো সংগ্রহে রাখতে পারেন।আর অ্যাপ গুলো সম্পূর্ণ লেটেস্ট এবং পেইড ভার্সন তাই ফিচার বা পারফোমেন্স নিয়ে চিন্তা করতে হবে না।

 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

লিংকে গিয়ে Free Download এ ক্লিক করুন তারপর কোড দিয়ে Download File এ ক্লিক করার পর অ্যাপটির নাম দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করুন

 

 


 

 

 

 

 

 

 

 

অ্যাপ গুলো জিপ ফাইল করা আছে।যাদের কাছে আনজিপ অ্যাপ বা ESfile নেই তারা এই লিংক থেকে আনজিপ করার অ্যাপ টি ডাউনলোড করে নিতে পারেন।

 

 

টিউনটি সম্পূর্ণ গুগল ঘেটে লিখা।

 

 


 

তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

 

9 thoughts on "নিয়ে নিন গুগল র‍্যাংকিং এ ২০১৬ সালের সেরা ৩টি পেইড ক্যামেরা অ্যাপ।ফটোগ্রাফির জন্য বেস্ট ক্যামেরা অ্যাপ।"

  1. Reja BD Author says:
    সুন্দর পোষ্ট
  2. Sykot Author Post Creator says:
    ধন্যবাদ সবাইকে।
  3. Shohagh Subscriber says:
    ভালো পোষ্ট ভাইয়া
    1. Sykot Author Post Creator says:
      থ্যাংকু।আরো ভালো ভালো পোষ্ট আসবে সাথেই থাকুন।
  4. RipoN Contributor says:
    অ্যাপ গুলোর নাম বলেন?
  5. King Khan Contributor says:
    Apps gulu diye ki ki kora jabe ta e tw bollen na. BG change kora jabe?
  6. Apurbo Contributor says:
    Selfie camera best konta?

Leave a Reply