হাই ফ্রেন্ডস,,
কেমন আছেন সকলে? আশা করি ভালই আছেন। ভাল থাকবেনইবা না কেন! ট্রিকবিডি র সাথে থাকলে ভাল আপনাকে থাকতেই হবে।
আর আমি ও ভাল আছি।
আজকাল পড়ালেখার কারণে ব্যাস্ত থাকায় তেমন পোষ্ট করতে পারি না, অার ফেসবুকে অনেকের মেসেজের রিপ্লাইও দিতে পারি না,,তাই অনেকে রাগ করেছেন,,,কিন্তু আমার কিছু করার নেই,,,,আপনারা রাত ৯ টা বা টার একটু পরে মেসেজ দিবেন তাহলে রিপ্লাই দেয়ার চেষ্টা করব।
তো অনেক বগড় বগড় করে ফেল্লাম এবার মুল টপিকে ফিরে আছি।
আজ আমার পোষ্টের মুল টপিক হলো ইংরেজির চর্চা নিয়ে।
#সব কিছুই চর্চা করা দরকার,, চর্চা ব্যাতিত কোনো কিছুতেই ভাল করতে পারবেন না।
#আপনি যতই ভাল খেলোয়াড় হন না কেন আপনি যদি নিয়মিত খেলা চর্চা না করেন আপনি কখনই ভালো করতে পারবেন না।
#আর এজন্যই আমি আজ আপনাদের জন্য এমনই একটি এপস নিয়ে হাজির হলাম যেটি ব্যবহার করে আপনি ইংরেজির চর্চা করতে পারবেন।
#এ এপসটি দ্বারা আপনি আর্টিকেল থেকে শুরু করে ইংরেজির সব বিষয়ের উপর চর্চা করতে পারবেন।
#এপস এ থাকা মডেলগুলো আপনাকে আরও স্কিলফুল করে তুলবে,,,,
#এটি দ্বারা যেহেতু পরিক্ষা দেয়ার ব্যবস্থা আছে সুতরাং এটা আপনার পরিক্ষার পরুস্তুটি নিতে বিষেশভাবে সহায়িতা করবে,, আপনাকে আরও বেশি আত্তবিস্বাসী করে তুলবে,,,
আর ভাল কথা এপসটি বিষেশকরে ইন্টার পরিক্ষার্থিদের বেশি সহায়তা করবে
তো চলুন এপসটির কিছু স্ক্রিনসুট দেখে নেয়া যাক :
এখান থেকে আপনি নির্দিষ্ঠ মডেলের উপর এক্সজাম দিতে পারবেন।
নির্দিষ্ঠ পঠের উপর এক্জাম দিতে পারবেন।
,
,
তো অনেক তো স্ক্রিনসুট দেখলেন এবার নিজে এপসটি ট্রাই করে দেখেন,,,
App Name : English Grammar Test
App size : only 3 mb
তো আমি আর কি বলব ট্রাই করে বলবেন কেমন।
আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে মেসেজ করবেন রিপ্লাই দেয়ার ট্রাই করব।রাত ৯ টা পরে দিলে ভাল হয়
MY FACEBOOK
3 thoughts on "[educational]ইংরেজি চর্চার জন্য দারুন একটি এপস,,,by Hridoy.."