আসসালামুয়ালাইকুম✋
.
আশা করি সবাই ভাল আছেন এবং ভাল থাকবেন।
আমিও অনেক ভাল, আপনাদের দোয়ায় SSC তে গোল্ডেন পেলাম আলহামদুলিল্লাহ। ?
.
যাইহোক,
.
আগের পোস্টগুলো নিয়ে সমস্যা হলে ফেসবুকে বলবেন।
.
কাজের কথায় আসি।
.
ট্রিকবিডির ভিজিটর হয়ে থাকলে নিশ্চয় আপনি ইউটিউব চ্যানেল খুলে থাকবেন। পিসি থাকলে ভালই, Camtasia দিয়ে ধুমায়া এডিট করা যায়।
.
কিন্তু আমার মত যাদের পিসি নেই, তারা কেন বঞ্চিত হবে?
নতুন যারা, তারা অনেকে ইউস করে Video Editor, Viva, Kinemaster, Kinemaster pro ইত্যাদি। কিন্তু এগুলোর কোনো না কোনো দুর্বলতা আছে। যেমন: Viva তে Zoom in/out, আর ভিডিও মার্জিং এ অটো crop, তারপর Kinemaster এ প্রয়োজনীয় animation এর অভাব।
.
তাই আজ নিয়ে এলাম এসব ঝামেলামুক্ত পারফেক্ট একটি ভিডিও এডিটর যার নাম- Powerdirector Pro. প্লেস্টোরে এর মূল্য ৫ ডলার। এ ভিডিও এডিটরের স্পেশাল দিক হল এতে যেকোনো জায়গায় পিন করে animation দেয়া যায়। animation গুলা দেখলে অবাক হয়ে যাবেন আশা করি। এছাড়া রয়েছে Text animation.
এই দুই Animation মিলিয়ে color board এর সহায়তায় বানিয়ে ফেলতে পারেন আপনার ইউটিউব intro!
.
★Screenshot দেখুন:
.
.
যেহেতু আমার সময় কম, তাই আমি ১৫ মিনিটেই আমার চ্যানেল এর 10 sec এর intro বানিয়ে ফেলি। আপনাদের ভাল লাগবে আশা করি। দেখে নিন।
.
.
?Epic YouTuber BD Final Intro (10sec)
.
?ডাউনলোড করে নিন এখান থেকে-
★PowerDirector Pro Apk (41Mb)
.
পরবর্তী পোস্ট: 8০ টি স্ক্রিনশট দিয়ে দেখানো হবে কিভাবে শুন্য থেকে YouTube Intro বানাবেন। ভিডিও পেতে চাইলে, সাবস্ক্রাইব করুন!
.
.
ধন্যবাদ।
আমি অনেক পর কমেন্ট করলাম। আপনি আশা করি জানাবেন যে এই এপটা তে কোন ওয়াটারমার্ক আছে কি না। আর পিসির জন্য একটা ভালো মানের ভিডিও এডিটর নিয়ে পোস্ট করেন।
ধন্যবাদ।