হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ ক্যামেরা অ্যাপের খবর! এই অ্যাপটা স্পেশালি Realme C21 ব্যবহারকারীদের জন্য তবে অন্য যেকোনো অ্যান্ড্রয়েড ফোনেও ট্রাই করে দেখতে পারেন হয়তো কাজ হয়েও যেতে পারে! এই অ্যাপটা ব্যবহার করে আপনারা রাতের অন্ধকারেও এমন ছবি তুলতে পারবেন যা দেখে মনে হবে দিনের আলোতে তোলা।
চলুন একটা ডেমো দেখে আসি।
এই অ্যাপস ব্যবহার করে তোলা ছবি।

.
খালি ক্যামেরায় তোলা।
,

এই অ্যাপটা কেন এত স্পেশাল?
* এটা Google Pixel ফোনের সেই বিখ্যাত নাইট ভিশন টেকনোলজি ব্যবহার করে।
* স্পেশালি Realme C21 এর জন্য, তবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও ট্রাই করতে পারেন, ভালো ফল পেতেও পারেন!
* কোনো জটিল সেটিংসের ঝামেলা নেই, জাস্ট ডাউনলোড করে ব্যবহার শুরু করুন!
ছোট্ট একটা বিষয় মনে রাখবেন:
* রাতের একটা ছবি তুলতে একটু ধৈর্য ধরতে হবে প্রায় ২-২.৫ মিনিট সময় লাগে।
* দিনের আলোতে ছবি তুললে অ্যাপের বিশেষত্বটা ঠিকমতো বোঝা যায় না।
কিভাবে ব্যবহার করবেন:
১. নিচ থেকে অ্যাপটা ডাউনলোড করে ইন্সটল করুন।
২. অ্যাপটা খুলুন, নাইট মোড সিলেক্ট করে ছবি তোলা শুরু করে দিন!
একটু খেয়াল রাখবেন:
* রাতের বেলায় বা অল্প আলোতে ছবি তুললে সবথেকে ভালো ফল পাবেন।
* দিনের আলোতে ছবি তুললে অ্যাপের বিশেষত্বটা ঠিকমতো বোঝা যায় না।
ডাউনলোড লিঙ্ক:
ডাউনলোড অ্যাপ

কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানতে চাইলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন:
Facebook
download speed অনেক স্লো।
১০২ এমবির ক্যামেরা Samsung ফোনে ডাউনলোড দিয়ে সময় নষ্ট করে আমার লাভ নাই ভাই।
This account can no longer use Whatsapp..
হুয়াটসাপ একাউন্টের এই সমস্যা থেকে মুক্তির উপায় বলে দিলে উপকার হতো ভাইয়ারা? 🙏
আমি আপনাদের ট্রিক বিডির রেগুলার ও ফাস্ট নাম্বার পাঠক।
Lmc camera dieo to kora jay
এটাও Lmc তবে অন্য সকল ক্যামেরার থেকে বিভিন্ন।🙂
এর থেকে Camstellar Gcam বেশি ভালো নাইট ফটোগ্রাফি করে!!