হ্যালো জনগন,
আপনার একটি ব্লুটুথ স্পিকার আছে, সেটা ফোনের সঙ্গে যুক্ত করে গান শুনে থাকেন। তবে স্পিকারটির ব্যাটারির চার্জ কত শতাংশ আছে তা দেখার সুযোগ নেই।
কেননা স্পিকারটিতে ব্যাটারি সম্পর্কে তথ্য জানতে আলাদা কোনো ডিসপ্লে নেই। এমন ঝামেলা থেকে মুক্তি দেবে ব্যাটঅন নামক অ্যাপ। অ্যাপটির সাহায্যে ব্লুটুথ ডিভাইসের ব্যাটারি সম্পর্কে তথ্য জানা যাবে।
১.এটির মাধ্যমে সহজেই ফোনের সঙ্গে ব্লুটুথে যুক্ত থাকা ডিভাইসগুলোর ব্যাটারি সম্পর্কে জানা যাবে।
২.অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর ও ব্যবহার করা সহজ।
৪.নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে ব্লুটুথ ডিভাইসের ব্যাটারির চার্জ কতটুকু আছে। চাইলে নোটিফিকেশন অপশনটি অফ করেও রাখা যাবে।
৫.অ্যাপ সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই ডাউনলোডের পরে ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
৬.ফোনের সঙ্গে যুক্ত ব্লুটুথ ডিভাইসগুলো রিসেট করা যাবে অ্যাপটির সাহায্যে।
৭. ৩.৮ রেটিং প্রাপ্ত অ্যাপটি প্লেস্টোর থেকে এক লাখের অধিক ডাউনলোড করা হয়েছে।
ডাউনলোড লিংক: BatOn Apps
14 thoughts on "অ্যাপস দিয়ে ব্লুটুথ ডিভাইসের ব্যাটারির তথ্য জানুন"