হ্যালো জনগন,

কেমন আছেন? আশাকরি ভালোই আছেন।কেননা ট্রিকবিডির সাথে থাকা মানেই ভালো থাকা।ট্রিকবিডিতে অনেকদিন ধরেই লেখার ইচ্ছা, কিন্তু রেজিস্ট্রেশন সিস্টেম বন্ধ থাকার কারনে লেখা হয়ে ওঠেনি।নিরব দর্শক হিসেবে এতোদিন ভূমিকা পালন করে গেছি।কিন্তু রানা ভাই রেজিস্ট্রেশন সিস্টেম চালু করে আশার বাস্তবায়নে এক ধাপ এগিয়ে দিল।তাই তাকে অনেক ধন্যবাদ জানাই।ট্রিকবিডিতে এটা আমার প্রথম লেখা।আশাকরি ভবিষ্যতে আরো লিখবো যদি Author হওয়ার সুযোগ আর আপনাদের উৎসাহ পাই।কথা না বাড়িয়ে চলুন টিপসটা দেখি:

আপনার একটি ব্লুটুথ স্পিকার আছে, সেটা ফোনের সঙ্গে যুক্ত করে গান শুনে থাকেন। তবে স্পিকারটির ব্যাটারির চার্জ কত শতাংশ আছে তা দেখার সুযোগ নেই।
কেননা স্পিকারটিতে ব্যাটারি সম্পর্কে তথ্য জানতে আলাদা কোনো ডিসপ্লে নেই। এমন ঝামেলা থেকে মুক্তি দেবে ব্যাটঅন নামক অ্যাপ। অ্যাপটির সাহায্যে ব্লুটুথ ডিভাইসের ব্যাটারি সম্পর্কে তথ্য জানা যাবে।

এক নজরে অ্যাপটির ফিচার

১.এটির মাধ্যমে সহজেই ফোনের সঙ্গে ব্লুটুথে যুক্ত থাকা ডিভাইসগুলোর ব্যাটারি সম্পর্কে জানা যাবে।
২.অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর ও ব্যবহার করা সহজ।

৩.অ্যাপটি চালু করলেই যে ব্লুটুথ ডিভাইস ফোনের সঙ্গে যুক্ত হয়েছে সেগুলোর একটি তালিকা দেখা যাবে। সেখান থেকে যে ডিভাইসের ব্যাটারি সম্পর্কে জানাতে হবে তাতে ক্লিক করলেই হবে।
৪.নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে ব্লুটুথ ডিভাইসের ব্যাটারির চার্জ কতটুকু আছে। চাইলে নোটিফিকেশন অপশনটি অফ করেও রাখা যাবে।
৫.অ্যাপ সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই ডাউনলোডের পরে ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
৬.ফোনের সঙ্গে যুক্ত ব্লুটুথ ডিভাইসগুলো রিসেট করা যাবে অ্যাপটির সাহায্যে।
৭. ৩.৮ রেটিং প্রাপ্ত অ্যাপটি প্লেস্টোর থেকে এক লাখের অধিক ডাউনলোড করা হয়েছে।
ডাউনলোড লিংক: BatOn Apps

14 thoughts on "অ্যাপস দিয়ে ব্লুটুথ ডিভাইসের ব্যাটারির তথ্য জানুন"

  1. AñTräx Author says:
    post ta maybe trickbd te er ageo kora hoyche..
    1. AshesOrnob Author Post Creator says:
      vai aj 2.5years dore trickbd te aci.. but dekhini.. dekhle kortam na..
  2. Mahfuj Contributor says:
    হুম নাইচ
    1. AshesOrnob Author Post Creator says:
      Thanks for comment..
  3. Foysal Sojib Contributor says:
    assa amar bluetooth a shudhu kotha bola jai song sona jai na keno
    1. AshesOrnob Author Post Creator says:
      At frist Device Reboot den.. Pore abr connect den.. ashakori hoye jabe..
    2. Foysal Sojib Contributor says:
      hoi na
  4. Foysal Sojib Contributor says:
    aktu help koren problem ta somadhan korar jonno
  5. MRS Author says:
    অসাধারণ লেখা বেশ ভালো লেগেছে ★ নতুন কিছুর অপেক্ষায় রইলাম আবারও ★ ধন্যবাদ ভালো থাকুন থাকুন ট্রিকবিডির সাথে -থাকুন আজানা কে জানার ও জানানোর সাথে।
    1. AshesOrnob Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
    2. MRS Author says:
      আপনাকেউ ধন্যবাদ কষ্ট করে মূল্যবান ও কার্যকর পোষ্ট করার জন্য। ভালো থাকুন – থাকুন ট্রিকবিডির সাথে।
  6. Robin Kumar Ghosh Contributor says:
    [b]নাইচ[/b]
    1. AshesOrnob Author Post Creator says:
      thanks

Leave a Reply