আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথম trickbd ta পোস্ট korsi তাই ভুল হওয়াটাই স্বাভাবিক।

আপনারা নিশ্চয় টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে post করছি। আজকের পোস্টে হালকা হিসাব-নিকাশ বা আলোচনা করব।

আজকে আপনাদের সাথে একটি অসাধারণ অ্যাপ nia আলোচনা করব।যার মাধ্যমে ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীরা উপকৃত হতে পারে।তো চলুন আলোচনা করা যাক।

অ্যাপএর নাম হচ্ছে discount calculator।

অ্যাপ ti আপনি download link থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

আমাদের ছাত্রছাত্রীদের অথবা ব্যবসায়ীদের বিভিন্ন জিনিসপত্র যেমন বইপত্র বা বিভিন্ন কাঁচামাল
আর এসব কিনতে গেলে কিছু কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট দেয়া হয় যেমন: 25% বা 50% ছাড়।আর ছাড় বা discounted হিসাব এই অ্যাপের মাধ্যমে করতে পারবো।
জিনিসপত্র কিনার সময় হিসাবের প্রয়োজন হয়। তা আমরা এই অ্যাপের মাধ্যমে করতে পারবো।
এমনকি অ্যাপটির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন লাভ ক্ষতির অংক করতে পারবে।

১:অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।

২:এখন কোন জিনিসের দাম স্ক্রীনশটএর মত বসান
তারপর ওকে clilk করুন।
৩:এখন আপনি কাঙ্ক্ষিত মূল্যের discount দেখতে পারবেন।
৪:এমনকি ইচ্ছামত ডিসকাউন্টও প্লাস বাটন এর মাধ্যমে তৈরি করতে পারবেন।

আজকে এই পর্যন্তই। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ট্রিকবিডিতে নতুন।

এবং স্বাধীন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ট্রিকবিডিতে account খুলে দেয়ার জন্য।

Leave a Reply