আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন,আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম।
আগেই বলে রাখছি পোস্ট এর ফুল credit সাজিদ ভাই
Admin ভাই আর moderator ভাই তার পোস্ট গুলি দেখবেন।তিনি অনেক ভালো পোস্ট করেও trainer হতে পারছেন না।
উনার id link:sajid
তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা যে কোন ছবির উপর নিজের ছবি লাগাবেন।
প্রথমে play store থেকে
sticklt আর
picsart app ডাউন করে নিন।
এবার দেখুন আমিএই ফটোটার উপর মাথা লাগাবো।
এখন StickIt app open korun তারপর album a click করে আপনি যে ফটোর মাথা কাটতে চান সেইটা তে click করলে নিচের মতো আসবে এখানে smart curt সিলেক্ট করুন।
তারপর মাথার চুল থেকে গলা পর্যন্তই সাদা দাগ দিন নিচের মতোতারপর ২য় অপসন টিতে
Click করে মাথায় চুল থেকে গলা পর্যন্ত সবুজ রং রেখে বাকি সব টুকু মুছে দিন নিচের মতো করে
তার পরে ডান দিকের তীর চিন্হ তে ২ বার click করে download এর মতো আইকনে click করে STICKER ICON এ ক্লিক করে ছবির কাটা অংশ SAVE করে নিন নিচের ছবির মতো ঐ রকম হয়ে যাবে SAVE করার পর
এবার PICSART টি ওপেন করুন। তার পর যে ছবির উপর আপনার ছবিটি বসাবেন সেটা সিলেক্ট করুন।
এই ভাবে তার পর add photo ta click করে আপনার কাটা সেই ফটো টি বসান। এই ভাবে। তার পর রাবারের মতো চিন্হটি
দ্বারা হালকা করে মুছে ছবিটা মিলিয়েদিন।
তার পর ছবিটি SAVE এ ক্লিক করে সেভ করে নিন।
দেখুন আমার ছবিটা
আজ এ পর্যন্তই।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। কোনো প্রকার ভুল হলে ক্ষমা করবেন।
আল বিদা।
আর fb তে আমি
শরিলনা শরীর হবে।