আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আমরা এখন প্রায় মানুষই স্মার্ট ফোন ব্যাবহার করে থাকি।এই ফোন ব্যাবহারের সুবিধার মধ্যে একটি সুবিধা হচ্ছে সময় বাঁচানো।আর পরিশ্রমও কম।তাই আজকের এই কাজের মাধ্যমে আপনাদের দেখাবো,কারো কাছে কল করার সময় কষ্ট করে লিখে তার নাম্বার খোজার চাইতে মুখে বলেই খুব দ্রুত নাম্বার বের করে কল করে কিভাবে আপনাদের মুল্যবান সময় বাঁচাবেন।তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।

এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।

তো প্রথমে:

আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে

voice call dialer লিখুন এবং ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।

তারপর নিচের ছবির মত আসলে ছবিতে দেখানো যায়গায় ক্লিক করুন।

তারপর. voice call dialer লেখার নিচে Artostolab লেখা মিলিয়ে

এ্যাপস টি ডাউনলোড করুন। খুব বেশি না।মাত্র 3.06 এমবি এর একটি এ্যাপ্স। কিন্তু খুব কাজের।

তারপর এ্যাপস টি ডাউনলোড করে ইন্সটল করা শেষ হলে এ্যাপস টি Open করুন।

তারপর ছবিতে দেখানো মাইক আইকন টিতে ক্লিক করুন।

এখন নিচের ছবির মত আসলেই




আপনি আপনার কাঙ্খিত ব্যাক্তির নাম বলবেন।[আমি এখানে mama বলেছি।]
তাই যে সকল নাম্বারের সাথে mama আছে,সবগুলাই দেখাচ্ছে।

আমি এখান থেকে zahanir_mama_gupirpara এইটা সিলেক্ট করলাম।

এখন দেখুন, Dialer অপশন চলে এসেছে।

আমি phone Dialer টি সিলেক্ট করে just once এ ক্লিক করলাম।

দেখুন, আপনাকে সিম সিলেক্ট করতে বলছে।
আমি ২য় টি সিলেক্ট করলাম।

এইবার দেখুন, কল চলে যাচ্ছে কাঙ্খিত নাম্বার টিতে।

[বি:দ্র:=এই কাজের জন্য নেট কানেকশন অন রাখতে হবে]

এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

22 thoughts on "এখন থেকে মোবাইলে শুধু নাম বললেই কল চলে যাবে কাঙ্খিত মানুষের কাছে।"

    1. rajudhunatbogra Author Post Creator says:
      thnx
  1. Skp2 Contributor says:
    সবই তো আপনি করলেন,,,শুধু নাম খুজে দেবে,,কল দেওয়ার ক্ষমতা এতে নাই,,,
    1. rajudhunatbogra Author Post Creator says:
      hmm.
  2. Mehedi Hasan Ariyan Subscriber says:
    ভালো পোষ্ট। বাট এতো কষ্ট করে কল দেওয়ার কোনো মানে হয়না।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      তাও কথা মন্দ নয়
    1. rajudhunatbogra Author Post Creator says:
      thnx
  3. IMDAD SHUVRO Author says:
    এগুলো কোনো কাজের নয়,,শুধু নামেই
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ট্রাই করে দেখেন।যা বলেছি সত্যিই
    1. rajudhunatbogra Author Post Creator says:
      thnx
  4. Mx Niloy Contributor says:
    এর থেকে ok google অনেক ভালো । শুধু কমান্ড দিলেই কল যায়
    1. rajudhunatbogra Author Post Creator says:
      hmm
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ♣♣♣♣
  5. MAHBUB HASAN Contributor says:
    যদি আঙুল দিয়ে চেপেই ধরতে হয়, তাহলে কিসের বালের Automatic?
    ‘ধরি মাছ
    না ছুই পানি’
    এইরকম app লাগবে
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই ভাষা খারাপ করবেন না
      ভালো না লাগলে পোষ্ট এরিয়ে যাবেন।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ♦♦♦
  6. SH-IMRAN Contributor says:
    ভাই ফোনের ডিফল্ট কন্টাকে সার্চে গিয়ে গুগল ভয়েস সার্চে গেলেই ত গয়
    1. rajudhunatbogra Author Post Creator says:
      hmm

Leave a Reply