আল্লাহু আকবার
আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আজ যে অ্যাপটি সম্পর্কে আলোচনা করব তার নাম Glance Plus. আপনারা যারা Samsung S7/S8 ফোনটা দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন S7/S8 এর কিছু চমকপ্রদ ফিচার সম্বন্ধে। তার ভিতর একটি ফিচার হল Always on Display. সহজ কথায় ফোন লক থাকা অবস্থায়ও স্ক্রিনে সময়, তারিখ, ইভেন্ট, ব্যাটারি, মেমো, নটিফিকেশন ইত্যাদি প্রদর্শন করবে। আপনারা হয়ত ভাবছেন এতে তো ফোনের চার্জ খরচ হয়ে যায়। কিন্তু তা নয়। এই ফিচারে তেমন চার্জ ক্ষয় হয় না। তার কারণ S7/S8 সেভাবেই তৈরি এবং এর Super Amoled ডিসপ্লের জন্য এটা সম্ভব হয়েছে। LED ডিসপ্লে ব্লাক পিক্সেল প্রদর্শনের জন্য কোনো চার্জ ক্ষয় করে না তাই শুধু সময়, তারিখ প্রদর্শনে খুব সামান্যই চার্জ ক্ষয় হয়। আপনি হয়ত ভাবছেন আমাদের ফোনে এই অ্যাপ চালালে তো অনেক চার্জ ক্ষয় হবে। এটা আমিও জানি। আর তাই এই পোস্ট করা। তো চলুন শুরু করা যাক।
অ্যাপটি ব্যবহারের পূর্বে মনে রাখবেনঃ
১. আপনার ফোনের ডিসপ্লে যেন অবশ্যই LED অর্থাৎ Amoled/Super Amoled হয়। LCD হলে অনেক চার্জক্ষয় হবে।
২. ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ২০০০ মিলি অ্যাম্পিয়ার বা তার বেশি হলে ভাল হয়।
৩. ফোনে প্রক্সিমিটি সেন্সর থাকলে ভাল হয়, না থাকলেও চকবে।
একনজরে ফিচারসমূহঃ
★ S7/S8 এর মত Always on Didplay সুবিধা
★ লক স্ক্রিনে সময়, তারিখ, ব্যাটারি, আবহাওয়া, মিউজিক, মেমো কন্টেন্ট সুবিধা।
★ ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং কাস্টম ইমেজ সুবিধা
★ কন্টেন্টের সাইজ পরিবর্তন, ফন্ট বোল্ড, ইটালিক করার সুবিধা
★ ফন্ট কালার পরিবর্তন সুবিধা।
★ S7/S8 এর মত EDGE Lighting নটিফিকেশন সেটিং সুবিধা।
★ অ্যাপটি Open GL v2 তে তৈরি তাই ব্যাটারি ড্রেইন কম যার ব্যাটারি ড্রেইন আরও কম হয়
★ Always on Display হিসেবে তিনটি সেটিং আছে। যথা- নটিফিকেশন, পিক, Always on.
★ সেন্সর সেটিং সুবিধা।
★ এছাড়াও আছে Accessibility, স্ক্রিন টাইম আউট ইত্যাদি সুবিধা
★অ্যাপটি এন্ড্রোইড ভার্সন 4.3+ এ চলবে।
অ্যাপটির দুটি ভার্সন আছে। ফ্রী আর পেইড। ফ্রী ভার্সনে সকল ফিচার নেই বলে আপনাদের সাথে পেইড ভার্সনটিই শেয়ার করছি। ডাউনলোড করুন নিচের লিংক থেকে
Glance Plus Pro Version 11.86 Mb
ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করুন। তারপর ওপেন করুন। আমি জানি আপনারা নিজেরাই সেটিং করে নিতে পারবেন তবুও আমি যেভাবে দেখাই সেভাবেই করুন। কারণ অ্যাপটিতে অনেক ফিচার আছে। আপনি যত বেশি ফিচার ব্যবহার করবেন তত বেশি Ram ব্যবহার করবে অ্যাপটি ফলে আপনার ব্যাটারির উপর চাপ পড়বে। তাই আমি যেভাবে দেখাই সেভাবে করুন। নিচের স্ক্রিনশট ফলো করুন।
ব্যাকে আসুন। তারপর নিচে দেখুন
ব্যাকে আসুন। তারপর নিচে দেখুন
কাজ শেষ। এবার অ্যাপ থেকে বের আসুন এবং স্ক্রিন লক করুন। দেখুন মজা
৩০ সেকেন্ড ডিসপ্লে অন থাকবে তারপর অফ হয়ে যাবে। এতে আপনার চার্জ বাঁচবে। এবার আপনি সেন্সরের উপর হাত রাখলে পুনরায় ডিসপ্লে অন হবে। স্ক্রিনের উপর দুইবার Tap করলে লকস্ক্রিন আসবে এবং আপনি স্ক্রিন আনলক করতে পারবেন। এতে করে আপনার পাওয়ার বাটনও সুরক্ষিত থাকবে।
আমি যেভাবে সেটিং করে দেখালাম তাতে অ্যাপটি কম Ram ব্যবহার করে।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহ্র ওয়াস্তে মাফ করে দেবেন।
আল্লাহ হাফেজ
:plz
Carry on!