আজ আমি আপনাদের সাথে দারুণ কিছু কন্ঠ পরিবর্তন করার এন্ড্রয়েড অ্যাপ শেয়ার করব।

আমরা অনেকেই বন্ধুদের সাথে মজা করতে চাই এবং মজা করেও থাকি।আকাইম্যা.কম আজকে আপনার মজাটা আরও বারিয়ে দিতে নিয়ে এসেছে কন্ঠ পরিবর্তন করার এন্ড্রয়েড অ্যাপ। এই অ্যাপটি আপনাকে সাহায্য করবে একটু বেশি মজা করার। অনেকে চান আপনার বন্ধুকে মেয়ে কন্ঠে ফোন করে একটু দুষ্টমি করবেন আর এই সাহায্য করবে আপনাকে এই ভয়েজ চেঞ্জার অ্যাপ। এই অ্যাপটি একটি মজার অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার বন্ধুকে কন্ঠ পরিবর্তন করে ফোন করে চমকে দিতে পারবেন। তাহলে আপনার হয়তো বুঝতে আর বাকি
নেই এটা কি ধরণের অ্যাপ। আপনাদের প্রয়োজন হলে সংগ্রহ করতে পারেন।

নিচ থেকে App টি Download করে নিন।

Download

সবাই ভাল থাকবেন।

4 thoughts on "কন্ঠ পরিবর্তন করে ফোন করুন যে কোন নাম্বারে আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে মাত্র 1.7Mb এর একটি Softwere দিয়ে By Shakhawat"

  1. Nahid2 Contributor says:
    Tnx For The Post

Leave a Reply