বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন।
আর আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি।
বরাবরের মতো আজও দারুন একটি গুগলের অ্যাপ নিয়ে হাজির হয়ে গেছি।
অ্যাপটির নাম হল Google Go আপনারা হয়তো অ্যাপটির নাম জেনে থাকবেন।
আমারা সবাই যানি গুগল যখন কিছু লঞ্চ করে তখন তাতে কিছু না কিছু চমক অবশ্যই থাকে।
গুগলের অনেক Apps ইতিমধ্যে প্লে স্টোরে আছে কিন্তু এদের মধ্যে অন্যতম একটি হলো Google Go অ্যাপটি আমার সত্যি খুব পছন্দ হয়েছে।
আসলে এই অ্যাপটি বানানো হয়েছে সেই এনড্রয়েড মোবাইল ব্যবহার কারিদের জন্য।
যাদের ইন্টারনেট স্পীড খুব কম এবং যাদের ফোন মেমরিও খুব অল্প।
তাহলে বেশি কথা না বলে চলুন দেখে আসি কি কি ফিচার থাকছে এই গুগলের নতুন অ্যাপ টিতে।
বন্ধুরা এই app টির সাইজ মাত্র 3 এমবি।
আপনারা হয়তো ভাবছেন মাত্র 3 এমবির অ্যাপ এ কি এমন আছে তাই যে অবাক হব ?
আমি বলব যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনার ধারণাটাও পুরাই ভুল।
এই অ্যাপটি 3MB দেখলে হবে না কাজ অনেক বেশি।

এই অ্যাপ এর মাধ্যমে আপনি সব ধরনের কাজ করতে পারবেন খুব সহজেই ধরুন আপনি কিছু সার্চ করতে চাচ্ছেন তাও পারবেন।
ধরুন আপনি ভয়েস সার্চ করতে চাইছেন তাও করতে পারবেন।
এ ছাড়াও আপনি এই অ্যাপটি তে আরও অসধারন সব ফিচার পাবেন এবং খুব সহজে ইমেজ সার্চ করতে পারবেন এবং সেই ফটো আপনি ডাউনলোড আর বন্ধুদের সঙ্গে শেয়ার ও করতে পাবেন।

এই অ্যাপটির special একটি কাজ হল এই অ্যাপটির মাধ্যমে আপনি একাধিক অ্যাপসের মজা নিতে পারবেন।
আপনার ফোনে ধরে নিন একটা ফেসবুক অ্যাপ আছে এবং ফেসবুক অ্যাপ টির সাইজ অনেক বেশি।
আপনি চাইছেন এই ফেসবুক অ্যাপ এর সাইজ অনেক বেশি তো আপনি
ফেসবুক অ্যাপকে রিমুভ করে এই Google Go অ্যাপ টির মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
সুধু ফেসবুক না Whatsapp, Twitter, Youtube, এই ধরনের একাধিক অ্যাপ আছে যেগুল আপনি এই ছোট অ্যাপটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। অনেক বক বক করে ফেললাম এখন চলুন দেখা যাক এই চমৎকার অ্যান্ড্রয়েড অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন।
বন্ধুরা অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরে পাবেন না।
কারণ বাংলাদেশের জন্য এই অ্যাপ্লিকেশনটি এখনো available নয়।
তাই আপনাকে একটি ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য simply এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন।
বন্ধুরা এখন তাহলে কিছু স্ক্রিনশট দেয়া যাক।






স্কিনশট গুলা দেখে নিশ্চয় বুজে গেছেন দারুন একটি অ্যাপ্লিকেশন এই google go।
বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।
এরকম আরও ভাল ভাল ট্রিকস এবং টিপস পেতে ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ।
সমস্ত latest গান এবং মুভি ডাউনলোড করার জন্য ভিজিট করুন wWw.MastyBD.Mobi এই ওয়েবসাইটে।

45 thoughts on "গুগলের নতুন অ্যাপ Google Go এই অ্যাপটির অসাধারণ সব কাজ দেখলে আপনিও অবাক হবেন।"

  1. YASIR-YCS Author says:
    চালিয়ে জান ভাই।
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro…
  2. Naim sdq Author says:
    দারুন পোষ্ট ভাই।
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro…
    2. Barua Dibbho Contributor says:
      Naim Vai amar ager comment e reply din plz
    3. Naim sdq Author says:
      Konta vai. Ami Notification e Apnar Comment dekesilam. but Reply Dite pari ni ei Post ta Delete kora Hoyese.

      apni Fb te aste paren. may be apnar Que ta Admobe Niye chilo!

    4. Barua Dibbho Contributor says:
      Ji vaiya…. Apni bolechilen website e admob er ad bosathe….Sotthi ki possible???
    5. Naim sdq Author says:
      inbox
  3. Ashikur Contributor says:
    osthir post✌✌
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks you
  4. Rasel_ahmed_shopon Contributor says:
    koto version porjonto cholbe?
    1. Imran Khan Contributor Post Creator says:
      All bro
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro…
  5. Ashikur Contributor says:
    vai bollen app er size 3 mb kintu link e to 3 mbr kono app pailam na..direct link den..
    1. Imran Khan Contributor Post Creator says:
      direct link E Dese bro…
    2. Ashikur Contributor says:
      vai app size to 4.52 mb dekhay.apnito 3 mb likhsen..ami download dilam.open korle parse error dekhay.amar android version 2.3.6 gingerbread.taile ki cholbe na.apni valo ekta link den..
  6. Shaheen Uddoula Author says:
    “মন্দিরা অ্যাপটি আপনার গুগল প্লে স্টোরে পাবেন না” – মন্দিরা or বন্ধুরা?
    1. Imran Khan Contributor Post Creator says:
      Sorry bro বন্ধুরা Hobe…
  7. MD MASUD RANA Author says:
    ব্র আপনে অনেক পরে পোস্ট করলেন
    1. Imran Khan Contributor Post Creator says:
      Hmm bro…
  8. AbrarShams Contributor says:
    Very useful and handy app. Thank you very much for the recommendation.
  9. SagorSrkian Author says:
    পোস্টটি নি:সন্দেহে অসাধারন। পোস্ট পড়ে নয় স্কিনশুট দেখেই বললাম 🙂 Shah Rukh Khan FACT ♥
    1. Labib Author says:
      এত রাত ??
    2. Imran Khan Contributor Post Creator says:
      thanks Vai
  10. Labib Author says:
    Nice Post ???
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro
    1. Imran Khan Contributor Post Creator says:
      ধন্যবাদ।
    1. Imran Khan Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. Imran Khan Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  11. Barua Dibbho Contributor says:
    Wow Post……
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks bro
    2. Barua Dibbho Contributor says:
      Welcome bro
  12. Gazi Subscriber says:
    hepl me,,
    আমার ফোনে auto-rotate চালু করলেও ভাল কাজ করে না ভাল app থাকলে বলবেন plz
  13. looker1122 Contributor says:
    হেল্প মি,,
    আামার ফোনের media storage নামের সিস্টেম আ্যাপটি বেখেয়ালী ডিলিট হয়ে যায়…এখন গেলারী unfortunately stopped হয়ে যাচ্ছে,,কাউকে ফটো দিতে হলে file maneger এ যেয়ে খুজে তারপর দিতে হচ্ছে,,স্ক্রীনসট নেওয়া যাচ্ছে না…ইত্যাদি ইত্যাদি,
    সমাধাণ খুব ই জরুরি দরকার….#anyone_help
  14. looker1122 Contributor says:
    ফোন রুটেড

Leave a Reply