সবাই কেমন আছেন,

আশা করি সকলেই ভালো আছেন,

অ্যাপ স্টোরে প্রবেশ করলেই বুঝা যায় যে কত অ্যাপ রয়েছে অ্যাপ স্টোরে। সেই সব অ্যাপ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠান।

পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের ও অনেক অ্যাপস রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অ্যাপস গুলো সম্পর্কে আমরা প্রায় কমবেশি সবাই জানি।

কিন্তু গুগলের এমন কিছু অ্যাপস রয়েছে সেগুলো সম্পর্কে অনেকেরই জানা নেই। আজ সেই রকমই কিছু অ্যাপ নিয়ে আলোচনা করবো,

তাহলে শুরু করা যাক:-

Google Trips

আপনি কোথাও ঘুরতে গেলেন, তখন আপনার ঘুরতে যাওয়ার সব তথ্য এবার সেভ করে রাখতে পারবেন এই অ্যাপে, তাও অফলাইনে।

এছাড়াও এই অ্যাপ আপনাকে সাজেস্ট করবে আপনার আর কোথায় ঘুরতে যাওয়া উচিৎ। এবং অ্যাপটি রয়েছে ব্যবহারকারীর সুবিধার জন্য ম্যাপ।

এক মিলিয়ন বার ডাউনলোড করা অ্যাপটি 4.1 রেডিং প্রাপ্ত।

Crowdsource

এই অ্যাপ দিয়ে আপনি নিজের ফোন থেকেই রোজগার করতে পারবেন। লোকাল গাইড হয়ে, বা সার্ভের উত্তর দিয়ে আপনি টাকা রোজগার করতে পারবেন।

এই রোজগার করা টাকা আপনি খরচ করতে পারবেন গুগল প্লে-স্টোর, বা প্লে মুভি বা গুগলের অন্য যে কোন সার্ভিসে।

অ্যাপটি গুগল প্লেতে 4.2 রেডিং প্রাপ্ত, এবং এক লক্ষ বারের ও বেশি ডাউনলোড করা হয়েছে।

Wallpapers

স্মার্টফোনের অন্যতম প্রধান আকর্ষণ অবশ্যই ফোনের ওয়ালপেপার। এই ওয়ালপেপারে মাধ্যমেও নিজের ব্যক্তিত্ব প্রকাশ পায়।

আর এই কাজকে সহজ করতে রয়েছে গুগলের চমৎকার একটি অ্যাপ। অ্যাপে রয়েছে অসংখ্য হাই কোয়ালিটি ওয়ালপেপার।

এছাড়াও রোজ ওয়ালপেপার শাফল করা যায় এই অ্যাপের মাধ্যমে। প্রতিটি ওয়ালপেপার ফোনের স্কিন সাইজ অনুযায়ী সেট করা যাবে।

দশ মিলিয়ন এর ও অধিক বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, এবং 4.2 রেডিং পেয়েছে অ্যাপটি।

Google Classroom

এই অ্যাপ সার্ভিস শিক্ষক ও ছাত্রদের মধ্যে যোগসূত্র স্থাপন করার কাজ করে। নিজেদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আপডেট করা যায় এই অ্যাপে।

ফলে যাতায়াতের পথেও করে নেওয়া যাবে যে কোন হোমওয়ার্কের কাজ। এছাড়াও গ্রাফ সহ অনেক কাজই করা যাবে অ্যাপটি মাধ্যমে।

অ্যাপটি 4.2 রেডিং সহ ডাউনলোড করা হয়েছে, দশ মিলিয়ন বার।

Arts and Culture

শিল্পীদের জন্য চমৎকার একটি অ্যাপ এইটি। এই অ্যাপে আপনি নিয়ে নিতে পারবেন ভার্চুয়াল ট্যুর।

এই অ্যাপে দেখে নিতে পারবেন কাছের শিল্পকর্ম। এছাড়াও অ্যাপটি দিয়ে জুম করে যাবে খুব সুন্দর।

অ্যাপটি এখনো পর্যন্ত পাঁচ মিলিয়ন এরও অধিক বার ডাউনলোড করা হয়েছে।

আশা করি অ্যাপ গুলো আপনাদের কাজে আসবে।

ধন্যবাদ সবাইকে।

18 thoughts on "[Must see] বিস্তারিত জেনে নিন গুগলের অজানা চমৎকার পাঁচটি অ্যাপস সম্পর্কে।"

    1. SajibDas Author Post Creator says:
      hmm,Thanks.
    1. SajibDas Author Post Creator says:
      ♥♥
    2. SajibDas Author Post Creator says:
      🙁
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ
  1. sadikur Contributor says:
    good post bro…
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ Bro.
  2. My_idiea Contributor says:
    hmmm valo…
    1. SajibDas Author Post Creator says:
      হুমম,,ধন্যবাদ।
  3. মামুন Author says:
    ভালো লাগছে
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  4. Mahdi Hasan Contributor says:
    Croudsource niye full post koren.
    Waiting for your next post.
    1. SajibDas Author Post Creator says:
      ওকে,,ব্রাদার পরবর্তিতে করার চেষ্টা করবো।
      ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
  5. RiFen Ahmedz Author says:
    4th appta download korlam. tnx bro
    1. SajibDas Author Post Creator says:
      হুম,ব্রাদার আশা করি ব্যবহার করে ভালো লাগবে।
      ধন্যবাদ।

Leave a Reply