Play Store এ প্রায় ২ million এরও বেশি Apps তার মধ্যে সব ট্রাই করা এতটাও সহজ না..আজকে তার মধ্যে ৬ টা Apps নিয়ে আলোচনা করবো যা মোবাইলের Camera কে কাজে লাগিয়ে চমৎকার কিছু কাজ করে দিতে পারে আমাদের
••••••••••••• 6 Apps Names •••••••••••
1• Color Detector
2• Photomath
3• QR & Barcode Scanner
4• Text Fairy
5• Google Translate
6• CamFind-Visual Search Engine
••••••••••• 6 Apps Descriptions ••••••••
1. Color Detector
••••••••••••••••••••••••••••••
এই Apps দিয়ে আপনি যে কোন কিছুর কালার detect করতে পারবেন
মানে কালার #(hex) code বের করতে পারবেন মোবাইলের Camera কে
কাজে লাগিয়ে
যেমন আপনি কোন হলুদ কাগজ বা অন্য কোন কালারের ছবি তুললেন তখন সাথে সাথে Color Detectorএপ্স টি তার #(hex) code বের করে ফেলবে আর সেই Code টি আপনি সংগ্রহে রাখতে পারেন..যেমন আমি হলুদ একটা কাগজের ছবি তুললাম সেখান থেকে
এর #c0b033 code টি পেয়ে গেলাম..তাছারা আরো কিছু Feature রয়েছে ইউজ করলেই বুজবেন
2. Photomath
•••••••••••••••••••••••••
সমাধান টা কিভাবে হলো বা কোন রুলস ইউজ করে করলো তাও দেখিয়ে দিবে আপনাকে
তার জন্য যেখানে অংক টি রয়েছে বই হোক বা খাতায় সেখানে Photomath app টি ওপেন করে বরাবর দরলেই হবে….তাছাড়া সাথে একটি Calculator ও রয়েছে অংক করার জন্য
3. QR & Barcode Scanner
••••••••••••••••••••••••••••••••••••••
আমরা অনেকেই পরিচিত এই নামের সাথে QR বা Barcode যেটার পিছনে hidden কিছু তথ্য থাকে যা আমরা দেখতে পাই না..তবে System ঠিকই দেখতে পায়
তার জন্য আপনি এই App টি ইউজ করতে পারেন
QR বা Barcode টির উপর এই App টি ওপেন করে দরলেই হবে তার পিছনে লুকানো তথ্য আপনার সামনে এসে পরবে
4. Text Fairy
•••••••••••••••••••••
এই App এর মাধ্যমে যেকোন ছবির লেখাকে Text এ পরিনত করতে পারবেন
দরেন কোন এক জায়গায় একটি pragraph লেখা আছে সেটা আপনার ফোনে লেখা দরকার
তার জন্য তো আর আপনি তখন বসে বসে টাইপিং শুরু করে দিবেন না
তখন এই App টি কাজে দিবে…Pragraph টির ছবি তুলুন এই app দিয়ে
আর সব text কপি করে ফেলুন আপনার ফোনে আবার Edit ও করতে পারবেন
5. Google Translate
•••••••••••••••••••••••••••••••
যদিও এই App সম্পর্কে কিছুই বলার নাই সবার মোবাইলেই আছে তবে যেহুতু পোস্ট টি Camerar কাজ সাজি নিয়ে তাই দিতে হলো
এই App দিয়ে যেকোন লেখার ছবি তুলে সেটাকে যেকোন ভাষায় রুপান্তর করা যাবে
যেমন দরেন কোথাও Chinese সব্দ দেখলেন এখন সেটা লেখার কিবোর্ড তো আপনার কাছে নাই…তখন ঐটার ছবি তুললেেই বাংলা বা অন্য ভাষায় রুপান্তর করে তার অর্থ দেখতে পারবেন
তাছাড়া এমনি তো লেখে Translate করতেই পারবেন
6. CamFind
এটি হলো object identyfier এই apps দিয়ে যে জিনিসের ছবি তুলবেন সে ছবি টি কিসের & তার কালার কি সব জানিয়ে দিবে আর ঐ রিলেটেড আরো ছবি দেখতে পাবেন
যেমন আপনি একটা iphone এর ছবি তুললেন তখন এই apps বলে দিবে ফোনের মডেল কত..কি কালার এর ফোন এটি
এখানে প্রত্যেকটা Apps এর Interface ই খুবই সিম্পল তাই Screenshot এর কোন প্রয়োজন হবে না আশা করি
Download
•••••••••••••••••••••
Color Detector – 13.04 mb
Photomath – 32.41 mb
QR & Barcode Scanner -15.05 mb
Text Fairy – 49.25 mb
Google Translate – 44.07 mb
CamFind – 10.36 mb
[All are main apps from Google Play]
…
আর বাকি সব Offline
আমি ব্যাবহার করেছি এই এপ,,
নাইস পোস্ট
Thank you bro ভুল ধরিয়ে দেওয়ার জন্য
ধন্যবাদ?
তবে post of the year এইটা একটু বেশি হইয়া গেলো ব্রো?