আসসালামু আলাইকুম।
জানি সালামের উত্তর কম্মেন্টে পাবো না, তার পরেউ সালাম দিলাম।
যাইহোক, বেশি কথা না বলে সরাসরি পোস্টে যেতে চাচ্ছি।
তবে এই পোস্ট টি শুরু করতে যাওার আগে ট্রিকবিডি কে ধন্যবাদ না দিলেই নয়।
কারন, ট্রিকবিডি আমাকে আমার জ্ঞান শেয়ার করার এবং এখান থেকে কিছু শেখার সুযোগ করে দিয়েছে।
এবং তার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞ্যাপন করছি।
এবার পোস্টে আসা যায়।
এই পোস্ট টি করছি Android মোবাইলের লাইভ ওয়ালপেপার অ্যাপ নিয়ে।
আমি Smooth ওয়ালপেপার ই পছন্দ করি।
আর আমার দেখা সেরা কয়েকটি লাইভ ওয়ালপেপার এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি।
০১. Material Circle Free (Play Store) 2.26MB
Material Circle Paid (Google Drive) 2 MB
এই লাইভ ওয়ালপেপার টা আমার ভালই লাগে। যখন যেখানেই টাচ করি। নতুন নতুন রঙের যা আপনি নিজে ব্যবহার করেউ দেখতে পারেন। সার্কেল তৈরি হয়।
০২. Particle Constellation Live Wallpaper (Play Store) 524kb
এই ওয়ালপেপার টা আমার সবচেয়ে বেশি পছন্দ। এটা লেন্স টাইপের একটা ওয়ালপেপার।
ব্যবহার না করলে বুঝবেন না।
আমি প্রথমে ছবি দেখে পছন্দ করিনাই। পরে কি যে মনে হলো, ইন্সটল করলাম। ব্যবহার করে ভালোই লাগলো।
০৩. Particle Flow (Play Store) 640kb
গ্যালাক্সির মত ওনেক বিন্দু ওয়ালপেপারের ওপরে খেলা করে বেড়াই। টাচ করলে অনেক সুন্দর কালার হয়ে নানান ভাবে আকর্ষন করবে আপনার আঙ্গুল গুলোকে। মনে হবে সমস্ত আঙ্গুল দিয়ে টাচ করে শুধু ওয়ালপেপারের অপরেই থাকি, আর ওয়ালপেপার ই দেখি।
ব্যবহার করে দেখতে পারেন। কারন সাইজ তো অনেক কম।
০৪. Pendulum Studio (Play Store) 1.04MB
এটা খুব মজার ওয়ালপেপার।
সেট করার পরে স্ক্রিনের উপরে পেন্ডুলেমের মত দেখা যাবে running.
আর এই ছোট অ্যাপ এর মদ্ধেই অনেক ভাবেই পেন্ডুলেম সেট করা যায়। 2D / 3D
আশা করি ব্যবহার করে দেখবেন।
০৫. Pixel Engine (Play Store) 2.51 MB
এটাও খুব মজার লাইভ ওয়ালপেপার।
অনেক বিন্দু খেলা করে বেড়াই ওয়ালপেপারের উপরে।
এগুলো আবার নিজে থেকেই অনেক রকমের ডিজাইনে পরিনত হয়।
আর মজার বিষয় হচ্ছে আপনি স্ক্রিনে টাচ করা মাত্রই কিভাবে যে স্ক্রিনে ঝড় তুলে ডিজাইন তৈরি হবে তা না দেখলে বুঝবেন না।
এক বার হলেউ এই লাইভ ওয়ালপেপার টা ব্যবহার করে দেখুন।
আর এই অ্যাপ টির ভিতর থেকে আপনি অনেক ডিজাইন পাবেন। সেগুলো আপনাকে নতুন নতুন ডিজাইন এর স্বাদ নিতে সাহায্য করবে।
———-যাইহোক———-
আজ আর বেশি লিখছি না
পরে আবার নতুন কোনো পোস্ট করবো ইনশাল্লাহ।
আশা করছি পোস্টের নিচে কম্মেন্ট করে আপনার মতামত ব্যক্ত করতে ভুলবেন না
একটু শিখিয়ে দেন প্লিজ।
আপনার এই কম্মেন্টে মনে হলো আপনি সঠিক সালাম সম্পর্কেই বেশ ভালই অবগত। তবে আপনার পোস্টের নিচে সালামের উত্তর দেখলাম না তো ভাই।
যাইহোক, ভুল টা আমার সালাম দেওয়াতে ছিলো না। ভুল ছিলো আপনার সালাম নেওয়াতে।
Fb.com/tn6472
Tnx ভাই।