আপনি নিজের বহু কষ্টের জমানো টাকা দিয়ে কিংবা দিনের পর দিন বাবা মায়ের কানে ফুসমন্তর দিয়ে অনেক কষ্টে একটি স্মার্টফোন কিনলেন।
এখন আপনার সেই শখের স্মার্টফোন কেনা হয় অনেক বাছ বিচার করে। তারপরও যদি দেখেন আপনার সেই স্মার্টফোনটি নকল তাহলে!!
তাই আজ একটি অ্যাপ দিয়ে এখনই দেখে নিতে পারেন আপনার ফোনটি আসল নাকি নকল।
অ্যাপটি ডাউনলোড করে নিন,
অ্যাপটির নাম:- AnTuTu Officer
অ্যাপটির সাইজ:- 2.37 MB
অ্যাপটি ব্যবহার করে খুব সহজে আপনি দেখে নিতে পারেন ডিভাইসের অবস্থা। তবে একটি সমস্যাও আছে এই পরীক্ষা পদ্ধতিতে। আর তা হল এই পরীক্ষাটি করতে আপনার দু’টি ডিভাইস ও দুইটিতেই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে প্রথম ডিভাইসে ইন্সটল করে নিন,
ওপেন করার পরে Start এ ক্লিক করুন,
Start এ ক্লিক করলেই দেখতে পাবেন একটি QR কোড স্ক্যান এবং QR কোড নাম্বার বক্স,
এরপরে দ্বিতীয় ডিভাইস থেকে যে কোন ব্রাউজার থেকে y.antutu.com লিংকে প্রবেশ করুন, প্রবেশ করলেই একটি QR কোড এবং QR নাম্বার দেখতে পাবেন,
এবার প্রথম ডিভাইসে ইন্সটল-কৃত অ্যাপটি রান করুন। সবশেষে দ্বিতীয় ডিভাইসে প্রদর্শিত “QR code” টি প্রথম ডিভাইস দিয়ে স্ক্যান করলেই ডিভাইসের অবস্থা দেখাবে।
এই অ্যাপটি দিয়ে ডিভাইসের হার্ডওয়্যার প্যারামিটার পরিবর্তন করা হয়েছে কিনা তা বোঝা যাবে।
যদি আপনার ডিভাইসটি AnTuTu অ্যাপটি ইন্সটল বা QR code স্ক্যান করতে ব্যর্থ হয়, তাহলে ডিভাইসটি আসল না হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
তাহলে আর দেরি কেন এখনই দেখে নিন আপনার ফোনটির অবস্থা।
বি:দ্র: ফোন স্ক্যান করার পরের স্কিনসট দিতে পারলাম না কারণ আমার একটি মাত্র ডিভাইস।
ধন্যবাদ।
Trick bd support team.
Help me.
নোটিশ টি পড়ুন, তার পরে কমেন্ট কইরেন।
https://trickbd.com/trickbd-notice/353686