আপনি নিজের বহু কষ্টের জমানো টাকা দিয়ে কিংবা দিনের পর দিন বাবা মায়ের কানে ফুসমন্তর দিয়ে অনেক কষ্টে একটি স্মার্টফোন কিনলেন।

এখন আপনার সেই শখের স্মার্টফোন কেনা হয় অনেক বাছ বিচার করে। তারপরও যদি দেখেন আপনার সেই স্মার্টফোনটি নকল তাহলে!!

তাই আজ একটি অ্যাপ দিয়ে এখনই দেখে নিতে পারেন আপনার ফোনটি আসল নাকি নকল।

অ্যাপটি ডাউনলোড করে নিন,

ডাউনলোড

অ্যাপটির নাম:- AnTuTu Officer
অ্যাপটির সাইজ:- 2.37 MB

অ্যাপটি ব্যবহার করে খুব সহজে আপনি দেখে নিতে পারেন ডিভাইসের অবস্থা। তবে একটি সমস্যাও আছে এই পরীক্ষা পদ্ধতিতে। আর তা হল এই পরীক্ষাটি করতে আপনার দু’টি ডিভাইস ও দুইটিতেই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।

প্রথমে অ্যাপটি ডাউনলোড করে প্রথম ডিভাইসে ইন্সটল করে নিন,

এরপর অ্যাপটি ওপেন করুন,

ওপেন করার পরে Start এ ক্লিক করুন,

Start এ ক্লিক করলেই দেখতে পাবেন একটি QR কোড স্ক্যান এবং QR কোড নাম্বার বক্স,

এরপরে দ্বিতীয় ডিভাইস থেকে যে কোন ব্রাউজার থেকে y.antutu.com লিংকে প্রবেশ করুন, প্রবেশ করলেই একটি QR কোড এবং QR নাম্বার দেখতে পাবেন,

এবার প্রথম ডিভাইসে ইন্সটল-কৃত অ্যাপটি রান করুন। সবশেষে দ্বিতীয় ডিভাইসে প্রদর্শিত “QR code” টি প্রথম ডিভাইস দিয়ে স্ক্যান করলেই ডিভাইসের অবস্থা দেখাবে।

এই অ্যাপটি দিয়ে ডিভাইসের হার্ডওয়্যার প্যারামিটার পরিবর্তন করা হয়েছে কিনা তা বোঝা যাবে।

যদি আপনার ডিভাইসটি AnTuTu অ্যাপটি ইন্সটল বা QR code স্ক্যান করতে ব্যর্থ হয়, তাহলে ডিভাইসটি আসল না হওয়ার সম্ভাবনা খুবই বেশি।

তাহলে আর দেরি কেন এখনই দেখে নিন আপনার ফোনটির অবস্থা।

বি:দ্র: ফোন স্ক্যান করার পরের স্কিনসট দিতে পারলাম না কারণ আমার একটি মাত্র ডিভাইস।

ধন্যবাদ

27 thoughts on "আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি ক্লোন কিনা তা দেখে নিন খুব সহজেই!!"

    1. SajibDas Author Post Creator says:
      🙂
  1. King Of lion Author says:
    wowbox থেকে good
    1. SajibDas Author Post Creator says:
      সেম পোষ্ট?!
    2. King Of lion Author says:
      মানে?
    3. SajibDas Author Post Creator says:
      মানে এই ভাবে লিখা ওখানে?
  2. King Of lion Author says:
    Na আপনি wowbox থেকে ট্টপিক টা জেনেছেন প্রথমে wowboxe এ প্রকাশ করা হয়েছে। আর আমি করতে চেয়ে ছিলাম।
    1. SajibDas Author Post Creator says:
      Oh!!
  3. Uzzal Mahamud Pro Author says:
    Moderator vai amar port gulo dekhen ektu ami Trainer Request pathiyechi
    1. SajibDas Author Post Creator says:
      মানসম্মত পোষ্ট হলে অবশ্যই পাব্লিশ করে দিবে।
    2. SajibDas Author Post Creator says:
      অপেক্ষা করুন।
  4. Dwayne The Rony Johnson Contributor says:
    Amar post ta akhono pending a bhai new post new member trick bd ar ami please post ta approve kore dan .
    Trick bd support team.
    Help me.
    1. SajibDas Author Post Creator says:
      তিনটি পোষ্ট করে ট্রেইনার রিকুয়েষ্ট দিন।
    1. SajibDas Author Post Creator says:
      কাবো।
  5. Labib Author says:
    Wowbox এ সেইম পোষ্ট!
    1. SajibDas Author Post Creator says:
      প্রথমে সম্পূর্ন পোষ্টি পড়ুন।
    2. Labib Author says:
      পড়েছিত! (একই টপিক ত!) কপি করেছেন তা বলিনি। এটা ঐটা থেকে ভালো।
    3. SajibDas Author Post Creator says:
      হুমম
  6. Nazmul Huda Contributor says:
    Copy + Old Post . Reported
    1. SajibDas Author Post Creator says:
      লিংক দিন।
    2. Nazmul Huda Contributor says:
      আপনার পোস্টের টাইটেল লিখে গুগল সার্চ করুন
    3. SajibDas Author Post Creator says:
      আপনি দিয়ে তারপরে লিংক শেয়ার করুন।
  7. Nazmul Huda Contributor says:
    আমার যেটা কতর্ব আমি সেটাই করেছি । আপনার প্রয়োজন হলে চেক করতে পারেন । আমার প্রয়োজন নেই
    1. SajibDas Author Post Creator says:
      তাহলে কপি পোষ্ট কেন বললেন??
      নোটিশ টি পড়ুন, তার পরে কমেন্ট কইরেন।
      https://trickbd.com/trickbd-notice/353686
  8. YASIR-YCS Author says:
    এগোলো ওওওবক্স এ দেয় নাকি??

Leave a Reply