প্রথমেই আমার সালাম নিবেন বরাবরের মতো আবারো হাজির হলাম আরেক টা নতুন পোস্ট নিয়ে আপনাদের কাছে।
এই পোস্টের বিষয় হলো কিভাবে আপনি আপনার Android এ Htc oreo stock launcher ব্যবহার করবেন,এমনি তেই এক মোবাইলের স্টক লাঞ্চার অন্য মোবাইলে সাপোর্ট করবে না,পোর্ট করার কারনে আপনি যে কোন মোবাইলে ব্যবহার করতে পারবেন।
সব থেকে ভালো লাগবে আপনার থীম স্টোর যার মধ্যে আপনি Htc এর থীম গুলা ব্যবহার করতে পারবেন Android Jellybean থেকে Android oreo Vershion এর থীম ব্যবহার করতে পারবেন।সাথে থাকছে Wallpaper আইকন প্যাক+Htc এর রিংটোন মেসেজ টন নোটিফিকেশন টন Htc এর যে কোন মডেল এর মোবাইলের সব কিছু পাবেন এই স্টোর এ।
নিচ থেকে লাঞ্চার টা ডাউনলোড করে নিন।
ইন্সটল করুন!!
ইন্সটল হলে হোম এ যান গিয়ে Htc Launcher টা Always দিয়ে দিন।
Launcher settings____
থীম ব্যবহার করার নিয়ম
হোম স্ক্রিন এ চেপে ধরে Themes এ যান।
তারপর নিচের মত আসবে Get start দিন।
আপনাকে Htc Accaount দিয়ে লগ ইন করতে বলবে,
আপনি নতুন একটি একাউন্ট খুলুন।নিচের মত করে আমি নাম্বার দিয়ে খুললাম আপনি ইমেইল দিয়েও খুলতে পারেন।
নাম্বার/ইমেইল এ কনফার্মেশন কোড যাবে এটা বসিয়ে দিন।
তারপর আপনার ইচ্ছা মত থীম/ওয়ালপেপার/রিংটোন/নোটিফিকেশন টন/মেসেজ টন/আইকন প্যাকডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
Review:
নিশ্চয় সবার কাছে ভালো লাগবে এই লাঞ্চার টা,কারন এটা ভালো লাগার মতো ই।কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ!
এন্ড্রয়েড স্মার্টফোনে ফিজিকাল কিবোর্ড দিয়ে বাংলা লিখে কিভাবে ?
Walton nx4 mini te ki launcher ta dekhbo kivabe……dekhte parchi naa….plz….kew janle bolben????