?আসসালামু আলাইকুম?

আশা করি ভালো আছেন।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি apk extractor liteঅ্যাপ টির রিভিউ।apk extractor lite app টি আমার দেখা সেরা অ্যাপগুলোর মধ্যে অন্যতম।যাদের ফোনের র‍্যাম কম তারা নিশ্চিন্তে এই অ্যাপটি ব্যাবহার করতে পারেন।

এর মাধ্যমে আপনি সহজেই যেকোন অ্যাপ backup করতে পারবেন।এমনকি যেকোন লোকেশনে অ্যাপ ব্যাকআপ করে রাখতে পারবেন খুবই সহজেই।এছাড়া বেটা ফিচার হিসেবে এতে আছে wifi ল্যান ব্যাবহার করে শেয়ারইটের মতো গতিতে অ্যাপ শেয়ার করতে পারবেন।

যে বিষয়টি আপনাদেরকে অবাক করে দেওয়ার মতো তা হলো apk extractor lite appটির সাইজ মাত্র ৫০ কিলোবাইট।আপনার র‍্যাম দখল করবে সর্বোচ্চ ৩০০ কিলোবাইট।সুতরাং র‍্যাম কম হলেও আপনার ফোন কখনওই slow হবেনা।

তো চলুন একনজরে অ্যাপটির ফিচার গুলো দেখে নিইঃ

  • এক ক্লিকে অ্যাপ backup করার সুবিধা।
  • একসাথে অনেকগুলো অ্যাপ ব্যাকআপ করতে পারবেন।
  • system অ্যাপ ব্যাকআপ করতে পারবেন।
  • যেকোনো অ্যাপ ব্যাকআপ না করেই শেয়ার করতে পারবেন দুর্দান্ত গতিতে ওয়াই-ফাই হটস্পট এর মাধ্যমে।
  • এটা আমার সবথেকে প্রিয় যে apk extractor এর মাধ্যমে যেকোনো directory তে অ্যাপ backup করতে পারবেন।যা অনেক অ্যাপ ব্যাকআপ অ্যাপএই নেই।
  • অ্যাপ আনইন্সটল করতে পারবেন।
  • বড় কথা এটার সাইজ মাত্র ৫০ কিলোবাইট।সুতরাং ফোন থাকবে সুপার ফাস্ট।

এবার কিছু screenshoot দেখে নিনঃ

?অ্যাপ এর হোমপেজ?


এখান থেকে download, system, sdcard app backup করতে পারবেন।

এক ক্লিকেই ব্যাকআপ শুরু হবে।

কিভাবে অন্য ফোনে অ্যাপ শেয়ার করবেনঃ

প্রথমে অপশনে যান।
এরপরে start nearby share চালু করুন।
ছবিতে দেখানো যায়গায় দেওয়া আইপি adress copy করুন.
যে ফোনে অ্যাপ শেয়ার করবেন তার সাথে wifi hotspot দিয়ে কানেক্ট করুন।
আইপি adress যে ফোনে শেয়ার করবেন সে ফোনের default অথবা chrom এ প্রবেশ করান।
এবার পেয়ে গেলেন download page। আশা করি আর কিছু বলা লাগবে না।

অ্যাপটি সম্পর্কে আমার মতামতঃ

আমার দেখা অ্যাপ ব্যাকআপ করার অ্যাপগুলোর মধ্যে এটা সবার সেরা।মাত্র ৫০ কিলোবাইট হওয়ায় কম র‍্যামের ফোনে আপনি সহজে ব্যাবহার করতে পারবেন।এর ডেভলপারদের ধন্যবাদ এমন একটা অ্যাপ উপহার দেওয়ার জন্য

একনজরে অ্যাপটি

App name Apk extractor lite
Type app extractor
Size 50 kb
Download link Google play store

Alternative link Google drive


note1:আমি কোনদিনই কমেন্ট এ slang word ব্যাবহার করিনি তারপরো আমার কমেন্ট moderation এ থাকে কেন?.এই সমস্যা অনেকেরই হচ্ছে।এটাও কি স্প্যাম?
support team slove this bug as soon as possible.
note2পোস্টটি আমি এসইও ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি।

আমার জন্য সবাই দোয়া করবেন।কোনো সমস্যা হলে কমেন্ট করুন।আর হ্যা আমি মোবাইল ফাস্ট করার জন্য একটা পোস্ট করতে চেয়েছিলাম এই সপ্তাহে কিন্তু ব্যাস্ততার কারনে করতে পারলাম না।এজন্য ক্ষমা প্রার্থী আমি।তবে দ্রুতই করার ইচ্ছা আছে।
।এই পোস্ট এর আগে করা হয়নি তাই করলাম কোনো সমস্যা হলে কমেন্ট করুন।সকলকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।




11 thoughts on "নিয়ে নিন অসাধারণ Apk extractor lite অ্যাপটি।মাত্র 50 kb তে।আর সহজেই অ্যাপ ব্যাকআপ ও শেয়ার করুন।"

  1. MD Mizan Author says:
    মাঝে মাঝে ইংরেজি স্টাইল লেখা গুলো যুক্ত করা ঠিক হয় নি ঠিকমত বুঝায় যাচ্ছে না কি লেখছেন।
    1. Md.Abid Perves Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে। আমি কি পরিবর্ত্ন করে দেব?
    2. MD Mizan Author says:
      সেটাই ভালো হবে বুঝতে একটু কষ্টকর হয়।নরমালি দিয়ে দিন।
    3. Md.Abid Perves Author Post Creator says:
      Ok
  2. Mr. Perfect Author says:
    খারাপ না
    1. Md.Abid Perves Author Post Creator says:
      ধন্যবাদ।
  3. Mr. JIZ Author says:
    বছর খানেক আগে থেকেই ব্যবহার করি।
    Thanks For Sharing.
    1. Md.Abid Perves Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Md.Abid Perves Author Post Creator says:
      Thanks

Leave a Reply