আমরা অনেকেই ফোনে নানা ধরনের বাহারি সব লাইভ ওয়েলপেপার ব্যবহার করে থাকি।

কিন্তু আমি বলবো আপনার আগের সকল অভিজ্ঞতা বদলে দিতে সক্ষম আজকের এই চমৎকার পেইড অ্যাপটি।

অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন কি আছে অ্যাপটিতে এমন?

প্রথমত এটি ব্যবহার করে আপনি আপনার ফোনের স্কিনকে এক অন্যরকম রুপ দিতে পারবেন।

আর সাথে ভাল কোয়ালিটির চমৎকার সব লাইভ ওয়েলপেপার তো আছেই ।

আর যেহেতু এইটা পেইড অ্যাপ অবশ্যই এতে
ভালো কিছু ফিচার তো যুক্ত করেছেই।

চলুন আরো বিস্তারিত জানাচ্ছি আপনাদের ।

অ্যাপটির নাম:- Paper Sea Live Wallpaper Pro
অ্যাপটির সাইজ:- 4MB

অ্যাপটি কিছু স্কিনসট:-












অ্যাপটি নাম শুনেই বুঝতে পারছেন এইটা দেখতে কাগজের ওয়েলপেপার এর মতো।

অ্যাপটিতে দিন, রাত এই রকম চারটি ভিন্ন ভিন্ন মুড এ ব্যবহার করা যাবে। আপনি চাইলে ইচ্ছে মতো সময় নির্ধারনও করে নিতে পারেন।

তাছাড়া Real Clock মুডেও ব্যাবহার করার সুবিধা রেখেছে এই অ্যাপটি।

প্রতিটি পাখি, মেঘ, নৌকা যে কোন কিছুতে স্পর্শ করলেই সেই গুলো দ্রুত নড়াচড়া করে। যেন মনে হয় প্রতিটা জিবন্ত।

এছাড়াও সাউন্ড, মেঘ, তারা সব গুলোর আকৃতি এবং তাদের নড়াচড়া করার গতিও ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে।

সূর্য দিন ও রাতে ভিন্ন ভিন্ন দিক থেক উদয় হয় এবং অস্ত যায়।

অ্যাপটিতে থাকা কাগজের ঢেউ এর মধ্যে কিছু সময় পরপর কাগজ এর মাছও লাফালাফি করে।

যেন সম্পূর্ন ওয়েলপেপারটি দেখেই সত্যিকারের মনে হয়।

যদি মনে করেন উপরের সব গুলো সেটিংস ট্রাই করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলেছেন, তাহলে অ্যাপের সেটিং এ থাকা Reset থেকে ঠিক করে নিতে পারেন।

আরও যে সকল সুবিধা আপনি পাবেন তা নিজে ডাউনলোড করে ব্যবহার করলেই বুঝতে পারবেন।

হ্যাঁ পোস্টটি পড়ার পর যদি মনে করে থাকেন অ্যাপটি আপনার দরকার তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

গুগল ড্রাইভ লিংক:- ফ্রি ডাউনলোড
প্লেস্টোর লিংক:- ডাউনলোড 

ধন্যবাদ

19 thoughts on "165 টাকা মূল্যের চমৎকার এই পেপার লাইভ ওয়েলপেপার টি একদম ফ্রিতে ডাউনলোড করে নিন। আর আপনার ফোনকে এক অন্যরকম রুপ দিন!!"

  1. piyas (loved trickbd) Contributor says:
    দারুন পোস্ট
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. SajibDas Author Post Creator says:
      Thanks
  2. sk shoyeb Contributor says:
    Help me facebook expert..plz help 🙁
    1. SajibDas Author Post Creator says:
      ki problem?
    2. sk shoyeb Contributor says:
      Driving license,, passport,,student id etc pic upload korte bole…amar aktao nei…akhon ki korbo..?
    3. SajibDas Author Post Creator says:
      ফেইক ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে ট্রাই করতে পারেন,,,এই বিষয়ে ট্রিকবিডিতে পোষ্ট করা আছে।
    4. sk shoyeb Contributor says:
      ok..let me see….tnx
    5. SajibDas Author Post Creator says:
      🙂
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো।
  3. Tanvir190 Contributor says:
    আহা ! এতটাই চমৎকার যে, দেইখা ভালো লাগার বদলে রাগ আরও বাইরা গেল?
    1. SajibDas Author Post Creator says:
      আচ্ছা আপনার কি ট্রিকবিডিতে কারো কোন পোষ্ট ই ভালো লাগে না?!! সকলের পোষ্টেই বাজে কমেন্ট করেন?
  4. Tanvir190 Contributor says:
    ভালো পোস্ট করলে তবেই তে ভালো লাগবে। কত ভাল ভাল জিনিস নিয়ে পোস্ট করা যায় , কিন্তু আপনারা ..
    ।।।
    1. SajibDas Author Post Creator says:
      হুমম,,,তা আপনাকে দেখলে বুঝা যায়।
    2. Tanvir190 Contributor says:
      দেখুন, আরও দেখুন, ভালো করে দেখুন ।
    3. SajibDas Author Post Creator says:
      দেখেছি, আরও ভালো করে দেখেছি, খুব ভালো করে দেখেছি।

Leave a Reply