এখন প্রযুক্তিময় এ সময় স্মার্টফোন ও অ্যাপের।

এ দু’য়ের যুগল সমন্বয়ে এমন অনেক কিছুই করা সম্ভব যা চমৎকার কিছু তৈরি করতে পারে।

আজ তেমনই চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করবো।

এ জন্য প্রথমেই অবশ্য আপনাকে একটু কষ্ট করে নামিয়ে নিতে হবে “McLaren 570S” নামের একটি অ্যাপ।

>>ডাউনলোড<<

এই অ্যাপটি দ্বারা আপনি একটি অ্যামেজিং হলোগ্রাম ইফেক্টের 3D দেখতে পাবেন।

অ্যাপটির কিছু স্কিনসট:-








অ্যাপটি আপনি কষ্ট করে ডাউনলোড করলেও ব্যবহার করতে পারবেন না। কারন তার জন্য আপনার একটি ছবি প্রিন্টিং লাগবে।

উপরের এই ছবিটি ডাউনলোড করে একটি পেপারে প্রিন্ট করে নিন,,অথবা অন্য / দ্বিতীয় কোন ফোনে ছবিটি রেখেও অ্যাপটি ব্যবহার করতে পারেন।

এখন অ্যাপটি ওপেন করে প্রিন্টিং পেপার অথবা দ্বিতীয় ডিভাইস এর ছবিটির উপরে রাখলেই দেখতে পাবেন চমৎকার সুন্দর একটি 3D মডেল।

এখানে বলে রাখা ভালো আপনার প্রিন্ট করা পেপার যত বড় হবে 3D মডেল ও ততই বড় হবে।

এতে চমৎকার গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যা দারুন সুন্দর একটা লুক দিবে।

এছাড়াও এতে রয়েছে চমৎকার কিছু ফিচার,,

এতে আপনি হাওয়া চলাচল এর গতি এবং ব্রেক টেষ্ট করতে পারবেন।

জুম করে গাড়ির প্রতিটি স্থান দেখতে পারবেন।

গাড়ির উপরের অংশ তুলে নিয়ে গাড়ির ভেতরের অংশ দেখতে পাবেন।

তাছাড়াও গাড়ির চাকা গুলোর নরাচরা পর্যবেক্ষণ করতে পারবেন।

ইচ্ছে করলেই চাকা গুলোকে খুলেও ফেলতে পারেন এবং চেন্জ ও করতে পারবেন।

গাড়ির দরজা গুলো খুলতে এবং বন্ধ করতে পারবেন।

তাছাড়া গাড়ির রং পরিবর্তন করেও নিতে পারেন ইচ্ছে মতো।

এছাড়াও যে কোন দিক যেমন, উপরে থেকে নিচে নিচ থেকে উপরে সব সব দিক থেকে ঘুড়িয়ে ঘুড়িয়ে দেখতে পারবেন।

এতে আরও কিছু চমৎকার ফিচার রয়েছে যা আপনি নিজে ব্যবহার না করলে বুঝতে পারবেন না।

অ্যাপটি আমার নিজের ব্যক্তিগত ভাবে খুব ভালো লেগেছে,,আশা করি আপনাদেরও ভালো লাগবে।

আর ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ।

17 thoughts on "[Don’t miss] ম্যাকলারেন 570 এস অ্যামেজিং হলোগ্রাম 3D অ্যাপ্লিকেশন!!!"

    1. SajibDas Author Post Creator says:
      Thanks
  1. IttehadIslamAntor Contributor says:
    Good post .eta diye ki jekuno kisur e 3d kora jabe?
    1. SajibDas Author Post Creator says:
      না ব্রো শুধু মাত্র যেই মডেল শুধৃ সেটাই হবে।
    2. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  2. Md Abir36 Contributor says:
    APP SIZE KOTO?
    1. SajibDas Author Post Creator says:
      85mb
  3. MD MASUD RANA Author says:
    nc to. app siz koto
    1. SajibDas Author Post Creator says:
      85mb.
  4. MD MASUD RANA Author says:
    SajibDas
    Author
    “জানার কোন শেষ নেই, না জানলেও ক্ষতি নেই”
    ক্ষতি আছে কিন্তু ব্র।
    1. SajibDas Author Post Creator says:
      কি ক্ষতি ব্রো?
  5. রিয়াদ Author says:
    অসাধারণ। পুরাই অস্থির।
    OMG ?
    FANTASTIC ?
    1. SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ।
  6. রিয়াদ Author says:
    এজন্য তো 3D প্রিন্টার প্রয়োজন। 3D প্রিন্টার আমরা পাব কই???????
    1. SajibDas Author Post Creator says:
      ভাই সম্পূর্ন পোষ্টটা পড়েন,,,এখানে 3D প্রিন্টার প্রয়োজন নেই।
    2. রিয়াদ Author says:
      দুই মোবাইল ব্যবহার করে দেখা যাবে। আপনি কি একদম শিওর??
    3. SajibDas Author Post Creator says:
      ১০০%

Leave a Reply