কেমন আছেন সবাই,
আশাকরি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি Pomodoro টাইমার।
এই ছোট্ট পামোডোরো টাইমার অ্যাপটি আপনার কাজের সময় ও বিরতি নেওয়া সময় মনে করিয়ে আপনাকে কাজে সহায্য করবে।
অ্যাপটি কিভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক।
প্রথমে অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন।
এখান অ্যাপটি ওপেন করুন এবং Top to add a task লিখার উপরে ট্যাব করুন।
এইবার আপনি যেই কাজটি করতে চান তার নাম লিখুন এবং SAVE এ ক্লিক করে সেভ করে নিন।
এখন দেখুন আপনার কাজের হেডলাইন তৈরি হয়ে গেছে।
তারপর সেটিংস আইকন এ ক্লিক করুন।
এরপর সেটিংস থেকে Ringing volume, Ticking volume কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী।
এছাড়াও Ringing sound ও Ticking sound আপনার পছন্দ মতো চেন্জ করে নিতে পারেন।
Long break duration থেকে বিরতি নেওয়ার সময় নির্ধারন করে নিতে পারেন।
এবং Pomodoro duration থেকে ও আপনার কাজের সময় ঠিক করে নিতে পারেন।
এখন আপনি সব সেট করে নিয়ে, নিচে দেখুন আমি ১৫ মিনিট নির্ধারন করে নিয়েছি,,এইবার Start Pomodoro তে ট্যাব করুন।
এইবার দেখুন ১৫ মিনিট থেকে একটু একটু করে সময় কমছে এবং প্রতি সেকেন্ড এর সাউন্ড শুনা যাচ্ছে।
আপনার Pomodoro Timer চালু হয়ে গেছে।
তারপরে ১৫ মিনিট অতিবাহিত হয়ে গেলে একটি পপআপ এসে আপনাকে জানিয়ে দিবে।
এই পপআপ এর নিচে থেকে ইচ্ছে করলে বিরতি ও নিতে পারেন।
এই অ্যাপটি প্রো এবং ফ্রি দুই ভাবেই পাচ্ছেন গুগল প্লেতে।
আশা করি এই 4.7 রেডিং প্রাপ্ত পামোডোরো টাইমার অ্যাপটি আপনাদে ভাল লাগবে।
ধন্যবাদ।
6 thoughts on "[Must see] Pomodoro Timer ব্যবহার করুন আপনার যে কোন কাজের ক্ষত্রে।"