♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে অসাধারণ অ্যাপ লক নিয়ে হাজির হয়েছি।প্রতিদিনে কম বেশি অনেক লক চলে আসে।আর আমি সেগুলা ইউজ করি আর যদি লকটি আমার কাছে ভালো লাগে তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করি।তো আজকেও দারুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম।তো চলুন বেশি কথা না বলে কাজে আসা যাক।

?পোস্ট টা আগে করা হয়েছে কি না ভালো করে দেখুন।।একজন কমেন্ট করার পর এই সার্চ দিয়ে স্ক্রিনসর্ট আপলোড দিলাম।দেখুন আমার পোস্ট ছাড়া আর পোস্ট নেই।

?প্রথমে playstore গিয়ে নিচের দেখানো Perfect AppLock নামে সার্চ দিয়ে ডাউনলোড করুন।

?তারপর অ্যাপটি অপেন করুন।অ্যাপটি অপেন করলে নিচের মত পেজ আসবে সেখানে দেখানো ফাকা ঘরে চারটি 7777 বসাবেন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে GO SETTING’S SCREEN লেখার উপর ক্লিক করুন।

?তারপর পারমিশন চাইতে পারে পারমিশন চাইলে দিয়ে দিন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে দেখানো মত সেটিংসে ক্লিক করুন।ক্লিক করলে একটা অপশন আসবে সেখানে আপনার পছন্দ মত পাসওয়ার্ড ২ বার দিয়ে ok তে ক্লিক করবেন।

?তারপর নিচের মত যে অ্যাপটি লক করতে চাচ্ছেন সেটার পাশে দেখুন।একটা ফিঙ্গার হাতের ছাপ আইকন আছে সেটাতে ক্লিক করুন।এখন গিয়ে দেখুন অ্যাপটি লক হয়ে গেছে দারুন ভাবে।সাথে আরও ২ টা লক এর সিস্টেম আছে আপনারা চাইলে সেগুলাও ইউজ করতে পারেন।

অ্যাপটি আনলক করবেন যেভাবেঃ

?তারপর অ্যাপটি আনলক করবেন যেভাবে।প্রথমে যে অ্যাপটি আনলক করতে চান সেটাতে প্রবেশ করুন।তারপর নিচের মত আসবে সেখানে ক্লিক করে ৩-৪ সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন।

?তারপর একটা ওপশন আসবে সেখানে আপনার যে কোন একটি আঙ্গল ধরে রাখুন।ফিঙ্গার হয়ে গেলে আবার একটি পাসওয়ার্ড চাবে যেটা আপনি দিছিলেন সেটা দিলেই অ্যাপটি অপেন হয়ে যাবে।

বি:দ্রঃঅ্যাপটি আমার এই জন্যই ভালো লেগেছে ফিঙ্গার টা খুলতে পারলেও পাসওয়ার্ড টা দিয়ে খুলতে পারবে না এক সাথে দুই কাজ।আর এই অ্যাপে আরও দুইটি লক আছে ওগুলা আপনারা নিজেরাই ট্রাই করবেন।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

14 thoughts on "নিয়ে নিন দারুন একটি অ্যাপ আপনার ফোনের কোন অ্যাপ অন্য কেউ অপেন করতে পারবে না।"

  1. samim ahshan Author says:
    আগেই জানতাম
    1. MD Mizan Author Post Creator says:
      ???
  2. samim ahshan Author says:
    এই রকম পোস্ট ট্রিকবিডিতে আগে থেকেই করা আছে।
    1. MD Mizan Author Post Creator says:
      উপরে ভালো করে দেখুন ভাই?
  3. Tusharahmed Contributor says:
    Good post.
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ Tusharahmed ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  4. Biswas Author says:
    আমার পোষ্ট কপি করছেন কেনো???
    দয়া করে পোষ্ট করার আগে গুগলে সার্চ করে নিন।
    https://trickbd.com/apps-review/374025
    1. MD Mizan Author Post Creator says:
      দুঃখিত ভাই আমি সার্চ করেও পায়নি??
  5. Alim Khan360 Author says:
    app review a trickbd timeline vore gase….site visite krtei iccha hoyna r…modarator vai ra akta podokhep nen app review poat er upore???
    1. MD Mizan Author Post Creator says:
      ???
    2. MD Mizan Author Post Creator says:
      ?
  6. রিয়াদ Author says:
    একটি হেল্প চাই।
    1. MD Mizan Author Post Creator says:
      বলুন?
    2. রিয়াদ Author says:
      ধরুন আপনার এই পোস্টের ট্যাগ কিভাবে বসালেন। আমি ট্যাগ বসাতে পারদর্শী নয়। তাই।

Leave a Reply