আপনি কোথাও বাজেট ট্যাুর দিলেন, সে ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সঠিক বাজেটের মধ্যে সব হিসাব নিকাশ করে ভ্রমন করা।

ভ্রমন খরচ, রুম ভাড়া, খাবার সব কিছুরই খরচ হিসাব রাখা প্রয়োজন কম খরচে ভ্রমনের জন্য।

অনেক ক্ষেত্রে দেখা যায় মাথা চুলকেও হিসাব বের করা যায় না কোথায় কত টাকা খরচ করা হলো।

এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে Monefy অ্যাপটি।

আপনার কাছে জমা আছে কত টাকা, কত টাকা কোথায় খরচ করলেন, যাতায়াতে কত টাকা খরচ হলো, খাবারে কত, সবকিছু এক জায়গাতে ইনপুট দিতে পারবেন।

এবং পরিবর্তেতে তা সহজেই দেখতে পারবেন কোথায় কত টাকা খরচ হচ্ছে।

কোন বাড়তি খরচ মনে হলো তা তখনই ছেঁটে ফেলতে পারবেন।

প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন:-

এরপরে ওপেন করুন,

তারপরে Income এ ট্যাব করে করুন।

এখন আপনার মোট টাকার পরিমাণ লিখুন এবং CHOOSE CATEGORY তে ট্যাব করুন।

এখন দেখুন আপনার মূল টাকার পরিমান দেখাচ্ছে।

এরপরে আপনার ভ্রমনে এর মধ্যে আছে বা অন্য যে কোন ক্ষেত্রে আছে এমন একটি বিষয় এর উপরে ট্যাব করুন।

এখন উপরে তারিখ, বার এড করে নিতে পারেন। এবং নিচে আপনার সেই বিষয়ের খরচ ও আর নিচে সেই বিষয় এর নাম লিখে ADD CAR ট্যাব করুন।

এভাবে সব ধরনের খরচ এর তালিকা এড করে নিতে পারেন।

উপরের সব খরচ দিন, সপ্তাহ, মাস, বছর এবং সব গুলো এক সাথেও সিলেক্ট করে নিতে পারেন।

এর নিচে থেকে যেই তারিখের খরচ সেই তারিখ ইচ্ছে মতো এড করে নিতে পারেন।

সব তথ্য এড করে নিলে দেখতে পাবেন প্রতিটা খরচ এর তারিখ, দিন, সময়, বিষয় এর নাম, বিষয় ইমুজি এবং গ্রাফ এর মাধ্যমে উল্লেখ করা রয়েছে।



যার সাহায্য আপনি আপনার ভ্রমন খরচ এর সঠিক ধারনা বা অন্য যে কোন খরচ এর সঠিক হিসাব খুব সহজেই করে নিতে পারেন।

চৎকার এই অ্যাপটির সাদামাটা ইন্টারফেস আশা করি ব্যবহার কারিদের মুগ্ধ করেবে।

ধন্যবাদ।

6 thoughts on "আপনার জমা করা টাকা কোথায় কিভাবে খরচ করলেন, তা সহজেই দেখতে এবং হিসাব করে বাড়তি খরচ ছেঁটে ফেলে আয় করতে পারবেন।"

  1. rsbablu Contributor says:
    এটা নিয়ে পোষ্ট অলরেডি আছে। সার্চ করে পোষ্ট দেওয়া উচিৎ ছিল।?
    1. SajibDas Author Post Creator says:
      সার্চ দেওয়ারর পরেই পোষ্ট করা,,,প্রয়োজন হলে লিংক দিন।
  2. unknown Contributor says:
    ai ta nia post kor bo vab si lam tak taw tx
    1. SajibDas Author Post Creator says:
      Oh!!
    1. SajibDas Author Post Creator says:
      লিংক দিন

Leave a Reply