আমরা সবাই কমবেশী ইউটুউব ব্যবহার করি ইউটিউব ব্যবহারের সময় আমরা সবচেয়ে বেশী যে সমস্যাটি ফেইস করি সেটা হল বিজ্ঞাপন একটু পর পর বিজ্ঞাপন এই সমস্যাটা সমাধানের জন্য আজকের এই পোস্ট।
ইউটিুবের নীতিমালা অনুযায়ী ভিডিও দেখতে আপনাকে অবশ্যই বিজ্ঞাপন দেখতে হবে এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন না, ইউটিউব এপ এ ব্যকগ্রাউন্ড প্লে করতে পারবেন না (অডিও প্লেয়ারের মত)। যদি এই সুবিধা গুলো পেতে চান তাহলে আপনাকে ইউটিউব এর প্রিমিয়াম সাবস্ক্রিপশান ইউটিউব রেড সাবস্কাইব করতে হবে যান জন্য আপনাকে প্রতি মাসে একটা ফি ইউটিউবকে প্রদান করতে হবে।
আজকে আমি দেখাব কিভাবে ইউটিউব রেড এর প্রিমিয়াম ফিচারগুলো ফ্রিতে ব্যবহার করতে পারেন।
পিসি দিয়ে ইউটিউব ব্যবহার করলে গুগল ক্রোম এ ইউটিউব এড ব্লকার নামে এই এক্সটেনশান টি এড করতে হবে তাহলেই এড ছাড়াই ইউটিউব ব্রাউজ করতে পারবেন।
এখন আসি এন্ড্রয়েড এ, এন্ড্রয়েডে আপনাকে OGYoutube নামের এই এপটি ইনস্টল করতে হবে
এপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করে ইনস্টল করুন। এই এপটি প্রথম বার ওপেন করার সময় microG for OGYT এই এপ্সটি ইনস্টল করতে চাইবে
নির্দেশনা অনুযায়ী microG for OGYT এপটি ইনস্টল করে নিন অথবা না পারলে এখানে ক্লিক করেও ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন
এপ দুইটি ভালভাবে ইনস্টল হলে OG Youtube এপটি উপেন করুন
দেখুন ব্যকগ্রাউন্ড নামে একটি বাটন আছে এখানে ক্লিক করে অডিও প্লেয়ারের মত ভিডিও শুনতে পারবেন এবং MX Player এর মত SEEK করে টেনে টেনে ভিডিও দেখতে পারবেন যেটা ইউটিউব রেড এও নাই । পাশে ডাউনলোড বাটন ও আছে কিন্তু ডাউনলোড আপাতত কাজ করবেনা পরবর্তিতে ফিক্স করা হতে পারে।
অনেকেই ইউটিউবের একটি গান বার বার শুনতে চাই কিন্তু ইউটিউব বা ইউটিউব রেড এও এই ফিচারটি নাই বলে পারিনা তাদের জন্য অন্য আরেকটি এপ এর সাথে পরিচয় করিয়ে দিব এপটির নাম YMusic
এটি Youtube Music এর বিকল্প। Youtube Music এ ইউটিউবের মত বিজ্ঞাপন শো করে, ব্যকগ্রাউন্ড প্লে বা রিপিট ওয়ান করা যায়না কিন্তু
YMusic এপটিতে এই সুবিধাগুলো পাবেন
তবে এটাতে এডমোবের বিজ্ঞাপন আসবে আপনি চাইলে ওদের রিওয়ার্ড ভিডিও দেখে ৭ দিনের জন্য বিজ্ঞাপন বন্ধ করে রাখতে পারবেন অথবা চিরতরে বিজ্ঞাপন বন্ধ করার জন্য প্লেস্টোর থেকে Support Development নামে তাদের এপটি $1.99 ডলার দিয়ে কিনে বিজ্ঞাপন রিমুভ করে আরামসে ব্যবহার করতে পারেন
আশাকরি সবার ভাল লাগবে
একটা রিকুয়েস্ট ভাই… দয়া করে আপনার ফোনের স্ক্রিনশটের ভিতরের এ্যাপ গুলোর মধ্যে “Mo-bile VOIP” এই এ্যাপ টার কাজ গুলো আর ক্যামনে একাউন্ট খুলে আর রিচার্জ করে এই সম্পর্কে ট্রিক বিডিতে পোস্ট করতেন তাইলে অনেক উপকৃত হইতাম…..