অপেরা ব্রাউজার ইন্সটলের পর বিজ্ঞাপন মুক্ত ওয়েব দুনিয়া ঘোরানোর প্রতিশ্রুতি দিয়েই ব্রাউজারটি অপেন হয়। কিন্তু আপনি রীতিমত ভড়কে যাবেন যখন দেখবেন শুরুটাই করেছে অসাধারন সব দুষ্টু শিরোনাম দেওয়া নিউজ দিয়ে। পাশের কেউ দেখে ফেললে ইজ্জত শেষ!

সবাই ভালো আছেন সেই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের লেখালেখি, কিভাবে এই দুষ্টু ব্রাউজারের দুষ্টুমি থেকে নিজের ইজ্জত বাচাবেন। লেখার শেষ দিকে দুষ্টু শেয়ারইট এর দুষ্টুমিও বন্ধ করে দেবো।

প্রথমে আপনি আপনার অপেরা ব্রাউজারটি অপেন করে সেটিংস এ যান। উপরের দিকেই স্টার্ট পেজ কন্টেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন। অপশনটির ভেতরে প্রবেশ করলে নিউজ নামে একটি অপশন সুইচ অন অবস্থায় দেখতে পাবেন, এটা অফ করে দিন।

এবার স্টার্ট পেজ কন্টেন্ট অপশন থেকে বেরিয়ে একটু নিচে নামতেই নটিফিকেশনস নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে প্রবেশ করে অপেরা নটিফিকেশনস অপশনটি সুইচ অফ করে দিন। এটি মুলত আপনার নটিফিকেশন বারে দুর্যোগপুর্ন নিউজ আসা ঠেকাবে ফলে সহজেই ইজ্জত বেচে যাবে।

আরো নিশ্চিন্ত থাকতে এই অপশন থেকে বেরিয়ে নিচে থাকা এডভান্স অপশনে প্রবেশ করুন। সেখানে থাকা পার্সোনালাইজড এডস অপশনটি ইনেবলড অবস্থায় রয়েছে, এটাকে ডিজেবলড করে দিন।

আপনি এখন আরামছে আপনার অপেরা ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন, আর নেই ইজ্জতের ভয়।

এখন আপনি দুষ্টু শেয়ারইট এর দুষ্টুমি বন্ধ করার জন্য প্রস্তুতি নিন। মুলত এই এপটি এতই দুষ্টু যে আমি ইতস্তত হয়ে যায় যে এটা ফাইল শেয়ার করার এপ নাকি দুষ্টু ভিডিও বিজ্ঞাপন শেয়ার করার এপ!

সত্যি বলতে এই এপ থেকে এসব দুষ্টুমি বন্ধ করার তেমন কোন উপায় খুজে পাওয়া যায়নি। শুধুমাত্র সেটিংস থেকে মেসেজ নটিফিকেশনস নামে একটি অপশন থেকে রিসিভ রিকমান্ডেশন এলার্টস অপশনটি সুইচ অফ করা যায়। এর মাধ্যমে কেবল এপের মধ্যে নটিফিকেশন আকারে আসা বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব।

তবে একদমই হতাশ হবার কোন কারন নেই। কারন আপনি এর জ্বালাতন বন্ধ করতে কেবল মাত্র ঐ এপের জন্য ডাটা রেসট্রিক্ট করে রাখতে পারেন।

আর সবচেয়ে সহজ এবং অবৈধ উপায় হচ্ছে নিচের লিংক থেকে আপডেটেড শেয়ারইটের ক্রাক ভার্সনটি ব্যবহার করতে পারেন। সব ফিচারই পাবেন তবে ওদের দুষ্টুমিটা পাবেন না। ওদের অবৈধ বিজ্ঞাপন ঠেকাতে এইটুকু অবৈধ কাজ করা যেতেই পারে।

শেয়ারইট ডাউনলোডঃ SHAREit – Transfer & Share 4.5.38_ww

তাই যারা এতোদিন একটু কষ্ট করে নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহন করতে পারেননি কিন্তু বিরক্তিতে ভুগছিলেন তাদের জন্য এটা আরামদায়ক হতে পারে।

ইজ্জত বাচিয়ে ফাইল শেয়ার ও দুষ্টুমি মুক্ত ইন্টারনেট দুনিয়া ব্রাউজ করুন সেই কামনায় আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো রাখুন।

22 thoughts on "অপেরা ও শেয়ারইট এর দুষ্টু বিজ্ঞাপন থেকে নিজের ইজ্জত বাচান"

  1. mohammad samin Contributor says:
    টাইটেল সুন্দর হয়েছে good post
  2. mohammad samin Contributor says:
    টাইটেল সুন্দর হয়েছে good post
  3. mohammad samin Contributor says:
    টাইটেল সুন্দর হয়েছে good post
  4. mohammad samin Contributor says:
    টাইটেল সুন্দর হয়েছে good post
  5. mohammad samin Contributor says:
    টাইটেল সুন্দর হয়েছে good post
  6. mohammad samin Contributor says:
    টাইটেল সুন্দর হয়েছে good post
    1. SHAREEF Author Post Creator says:
      শট ছাড়াই বোঝার কথা, তাই আর অপ্রয়োজনে ব্যবহার করিনি।
  7. YASIR-YCS Author says:
    মোট ১৩ বার দুষ্টু শব্দটা ব্যবহার হয়েছে
    1. SHAREEF Author Post Creator says:
      ওখানেই তো আসল দুষ্টুমি!
  8. Ashiq444 Contributor says:
    Vlo bt….. Aga theka jana
  9. MD Esmail Author says:
    Nc but aghe theke ei trick jani
  10. NS Sabur Legend Author says:
    কিভাবে এড রিমুভ করতে হয় সেটা শেখাবেন না
    1. SHAREEF Author Post Creator says:
      সবই তো বললাম, এরপরও যদি আপনি কোন এপ থেকে পরিপুর্নভাবে এড রিমুভ করতে চান তবে প্যাচ করে চালাতে পারেন। লাকি প্যাচার আপনাকে সহায়তা দেবে।
  11. Shadin Contributor says:
    ঐদিন বন্ধুর সঙ্গে অপেরা মিনি ব্যবহার করার সময় মাথাই খারাপ। কি থাম্বনাইল আর খবর।
    এখন তো আমার ইজ্জত গেল। পরে এটা বন্ধ করার বুদ্ধি আসল মাথায়।
    1. SHAREEF Author Post Creator says:
      ভাগ্যিস বন্ধু দেখেছিলো! এই ওছিলায় আগামীর জন্য ইজ্জত বাচিয়ে নিয়েছেন।
  12. Sozib Alahi Contributor says:
    যাক @shadin ভাই বন্ধু দেখেছে জিএফ তো দেখে নাই নাহলে তো কুরুক্ষেত্র বাধিয়ে দিত?????
    1. SHAREEF Author Post Creator says:
      আর যদি বড়রা কেউ দেখতো.. তাহলে!
  13. Metal head Contributor says:
    অচাম(দুষ্টু) পোচ্ট ভ্রো???
  14. alauddinalmishbah Contributor says:
    দুস্টু কথাটা ১৩ বার আসছে
    1. SHAREEF Author Post Creator says:
      ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ে গননার জন্য।

Leave a Reply