আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো বর্তমান সময়ের জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক ভিডিও ও অডিও কলের অ্যাপ IMO কে নিয়ে। সেটি হলো অন্যান্য Social অ্যাপসের মত কিভাবে IMO তে Username সেট করা যায় সে বিষয় নিয়ে। ইউজারনেম বলতে https://call.imo.im/MahbubPathan আমি এটিকে বুঝিয়েছি। আশা করি এতক্ষণ যারা বিষয়টি বুঝতে পারেননি তারা উক্ত লিংকটি দেখে বিষয়টা বুঝে গেছেন। আসলে এই ইউজারনেম পদ্ধতির অনেক সুবিধা রয়েছে। যারা বিষয়টি বুঝে তারাই বলতে পারবেন আসলে এর গুরুত্ব কতটা।

ইমো চালু হওয়ার সময় এই অপশনটি ছিল না। সম্প্রতি ইমো কর্তৃপক্ষ এই অপশনটি চালু করেছে। আপনার ইচ্ছেমত ইউজারনেম পেতে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ইউজারনেম নিতে হবে। কেননা, যত দেরি করবেন ততই আপনার ইচ্ছেমত ইউজারনেম নেওয়ার চান্স কমে যাবে। কারণ আপনি যে ইউজারনেমটি নিতে চাচ্ছেন সেটি যদি এর আগে অন্য একজন নিয়ে নেয় তাহলে তো আপনি আর সেটি পাবেন না।

ইমোতে এই ইউজারনেম অপশনটি আপনি পুরোনো ইমো অ্যাপে পাবেন না। তাই আপনাকে আপডেট ভার্সনের ইমো অ্যাপ ডাউনলোড করতে হবে। তাই দেরি না করে এখনই গুগল প্লে-স্টোর থেকে ইমো অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হলে বা যাদের আপডেট করা আছে তারা কিভাবে ইমোতে ইউজারনেম সেট করবেন তা দেখতে নিচের লেখা এবং স্ক্রিনশটগুলো ভালো করে ফলো করুন।

আপনার ইমো অ্যাপটি অপেন করে উপরের স্ক্রিনশটের মত মেনু বাটনে ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত Settings বাটনে ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত দেখতে পারবেন Username নামে একটি অপশন এসেছে। এইবার এটিতে ক্লিক করুন। এটিতে ক্লিক করার পর ঠিক নিচের স্ক্রিনশটের মত আসবে।

তো আপনি যে ইউজারনেম দিতে চান তা উপরের স্ক্রিনশটের মত টাইপ করুন। যদি এই নাম অলরেডি কেউ নিয়ে থাকেন তাহলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে।

আর যদি না নিয়ে থাকে তাহলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। যদি স্ক্রিনশটের মত আপনার টাইপকৃত ইউজারনেম অ্যাভিলেবল থাকে তাহলে Done বাটনে ক্লিক করুন।

তারপর দেখবেন উপরের স্ক্রিনশটের মত আপনার ইউজারনেমটি সেট হয়ে গেছে এবং আপনার ইমো ইউজার লিংকটি ঠিক – https://call.imo.im/MahbubPathan এইরকম হবে।

তো আরকি উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে এখনি আপনি আপনার ইমো অ্যাকাউন্টের ইউজারনেম সেট করুন। আশা করি আজকের টিউটোরিয়ালের বিষয়টি আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখাতে পেরেছি। তাই আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

19 thoughts on "এইবার জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ IMO তে ইউজারনেম সেট করুন!"

  1. ABUBAKAR CHOWDHURY Contributor says:
    দূর মিয়া ইউজার নেম অপশন আগে থেকেই ছিল
    1. TutorialBD71 Author Post Creator says:
      তুমি ইমোর একদম পুরোনো ভার্সনটা ডাউনলোড করে দেখো।
  2. alaminmeh Contributor says:
    Etao post kora baki chilo! lol
    1. TutorialBD71 Author Post Creator says:
      hmm. poste ullekh kora hoyece post korar karon. asa kori samne theke post pore tarpore comment korbe.
  3. alaminmeh Contributor says:
    Etao post kora baki chilo! lol
  4. Sahariaj Author says:
    Hm .. পোস্ট করার যুক্তি আছে
    1. TutorialBD71 Author Post Creator says:
      hmm
  5. Shadin Contributor says:
    ফালতু পোষ্ট।
  6. Shadin Contributor says:
    ফাল*ু পোষ্ট।
    1. TutorialBD71 Author Post Creator says:
      তাই?
  7. NS Sabur Legend Author says:
    ইউজার নেম সেট করলে সুবিধা কি কি পাওয়া যাবে প্লিজ কমেন্টে বলবেন
    1. TutorialBD71 Author Post Creator says:
      আপনি নিজেই বুঝে নেন না যে কী কী সুবিধা পাওয়া যায়। আর পোস্টেও মনে হয় উল্লেখ করেছি ভালো করে দেখে নিন।
    2. NS Sabur Legend Author says:
      এত টাস টাস করে কথা বলছেন কেন সমস্যা কি
    3. TutorialBD71 Author Post Creator says:
      তোমাকে টাস টাস বলা দরকার, তাই বললাম। তুমি তোমার প্রশ্নটা আবার ভালো করে পড়ে নিও। তাহলেই বুঝতে পারবে টাস টাস বলার কারণ।
  8. Sayfullah Contributor says:
    eita abar sikaye deya lagee?Lol.
  9. musharrof Contributor says:
    ইমুতে কল করার নিয়ম বল্লে ভালে হতে
    1. musharrof Contributor says:
      ইমুতে কল করার নিয়ম বল্লে ভালে হতো
    2. TutorialBD71 Author Post Creator says:
      আপনার কথায় যুক্তি আছে। যারা আপনার মত, তাদের তো এইভাবেই শিখাতে হয় তাই না।

Leave a Reply