আসসালামু-আলাইকুম, এই পোস্ট এ আমি দুটি প্রিমিয়াম অ্যাপ এর রিভিউ দিব। এই অ্যাপ দুটির ফ্রি ভার্সন নিয়ে ট্রিকবিডি তে আগেই পোস্ট করা আছে কিন্তু ফ্রিতে তো আছে এডের ঝামেলা, এছাড়া ফ্রিতে তারা সব ফিচার পাওয়া যায় না। তাই আমি সেই দরকারি দুটি অ্যাপ এর প্রো ভার্সন নিয়ে আসলাম। এখন আসুন অ্যাপ এর রিভিউ দেখি।

Codec (pro)

এই অ্যাপের Pro ভার্সনে আপনি পাবেন একটি পুরো ফাইল (.txt) কে এনকডিং‌ করার সুবিধা।

আপনি নিজের মতো করে থিম ব্যবহার করতে পারবেন।

ফ্লোটিং কোডেক এর মাধ্যমে যে কোন লেখাকে এনকোডিং করতে পারবেন যে কোন সময়।

যেমন একটি লাইন‌কে চেপে ধরুন

এবার এনকোড (Encoded It ) এ ক্লিক করুন আর তাপরে দেখুন এনকোড হয়ে গেছে।

Ascii art (pro)

এই অ্যাপ টি অনেকে ব্যবহার করেছেন,

এই অ্যাপ টি দিয়ে‌ কোন লেখাকে বিভিন্ন রুপ দিতে পারবেন।

এডের কোন ঝামেলা নেই, সম্পুর্ন এড মুক্ত

সাথে অনেক স্টাইল তো আছেই।

আসাকরি বুঝে গেছেন, এখন ডাউনলোড করুন
Ascii Art Pro

Codec Pro

আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক দিন, কোন‌ জানার থাকলে কমেন্ট ক‌রুন।

2 thoughts on "নিয়ে নিন Codec এবং Ascii art অ্যাপের Pro ভার্সন একদম ফ্রিতে"

  1. Imran ahmed Esha Contributor says:
    ভাই,,,,, নিজের ছবি দিয়ে কিভাবে ascii করতে পারবো
    1. Soyeb Khan Author Post Creator says:
      ভাই অ্যাপ টিতে আছে দেখুন।

Leave a Reply