হ্যালো বন্ধুরা একা বসে আছেন বা কারো জন্য অপেক্ষা করছেন সময় কাটছে বিরক্তিকর এই সময় গুলো কাটানোর জন্য আপনার চাই এমন কিছু যেগুলো আমাদের সময় কাটাতে অনেকটাই সাহায্য করে সময় কাটানোর সবথেকে সহজ মাধ্যম হলো গেম খেলা।
কিন্তু বর্তমানে সবারই হাই কোয়ালিটি গেম এর প্রতি আগ্রহ বেশি যেমন পাবজি মোবাইল ফর্টনাইট ফি ফায়ার।
কিন্তু এগুলো মোটেও সময় কাটানোর মত গেম নয় কারণ আপনি যদি একবার এই গেমগুলো খেলতে বসেন তাহলে আপনি কিন্তু যখন তখন এই গেম গুলো বন্ধ করতে পারবেন না। তাই আপনার দরকার এমন কিছু গেম যেগুলো আপনি যখন তখন বন্ধ করতে পারবেন কিন্তু যতক্ষণ খেলবেন সময় কিভাবে কেটে যাবে আপনি টেরও পাবেন না।
এরকম গেমের তালিকায় সবার আগে আসে Temple run ,Subway surfers কিন্তু আমি জানি এগুলো খেলতে খেলতে আপনি অনেকটা বিরক্ত হয়ে গেছেন তাই আপনার দরকার এমন কিছু গেম যেগুলো আপনাকে রোমাঞ্চিত করে রাখবে।
এ বন্ধুরা আমি ইমরান আজ আমি আপনাদেরকে সেরা 5 টি টাইম কিলার গেমের রিভিউ লিখব তো দেরি কেন চলুন শুরু করি।
১. গুপ্তধনের খোঁজে অর্তন গুহায় ঝাঁপ দেয়ার সাহস কজনার থাকে তাও এমন গোহায় যেখানে কোন মধ্যকারশোন শক্তি নেই।
কি ভয় করছে? এমন ভায়কে জয় করতে চাইলে এই গেমটি আপনার জন্য কথা বলছি জাপান ভিত্তিক ইন্ডি ডেভেলপার মফিজের ভার্টিক্যালি স্ক্রলিং শুটিং গেম টাউন ওয়েল নিয়ে গেমটির গ্রাফিক্স আহামরি কিছু নয় কিন্তু গেমটি খেলা শুরু করলে আপনি গেমটি প্রেমে পড়ে যাবেন।
গেমে আপনাকে রহস্য করা অন্ধকার পাতালের নিচে মূল্যমান জেমস সংগ্রহ করতে হবে লড়াই করতে হবে অদ্ভুত সব দানব আর প্রাণীর সঙ্গে গেমটি ডান বাম এবং সামনে এই তিনটি বাটন দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় যা ডাউনলোড করলে বুঝতে পারবেন।
টাউন হল এর অভিযানগুলো কখনো একই রকম হয় না কারণ গেমের প্রত্যেক স্তর এলোমেলোভাবে সাজানো তাই সামনে কি অপেক্ষা করছে কিছু শত্রু আপনার জন্য কি ফাঁদ পেতে রেখেছে তা অনুমান করা মোটেও সহজ না প্লে স্টোরে গেমটি মূল্য ২৫০ টাকা আপনি যদি মূল্য পরিশোধ করে ডাউনলোড করেন তাহলে আপনাকে সাধুবাদ জানাই আর আপনি যদি একদম ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

২. এরপর যে গেমটি নিয়ে কথা বলবো এই গেমটি নাম এলিয়েন ড্রাইভ মি ক্রেজি এটি একটি অ্যাকশন ধরনিও গেম একটি শহর এলিয়েন দখল করে ফেলেন গাড়ি-বাড়ি সব কিছুই তাদের দখলে অনেক মানুষও তারা বন্দী করে রেখেছে এবং এলিয়েন গুলো মানুষের ছদ্মবেশ নিয়ে বসবাস করছেন।
এই গেমে আপনি একজন দক্ষ ড্রাইভার একটি গাড়ি ড্রাইভ করে আপনাকে এলিয়েনদের মারতে হবে এবং এলিয়েনদের আস্থানা ধ্বংস করতে হবে আর বন্দী থাকা মানুষদের উদ্ধার করতে হবে।
পতিটা লেভেল এর শুরুতে আপনাকে ড্রাইভ করতে হলেও লেবেলের শেষে গাড়ি থেকে নেমে আপনাকে এলিয়েনদের বসের সাথে বন্দুক যুদ্ধ করতে হবে আবার ১০টি লেভেল পর পর এলিয়েনদের সুপার বস বিশাল একটি ফ্লাইং সসারে করে আসে তার সাথেও আপনাকে যুদ্ধ করতে হবে।
গেম খেলার সময় সংগ্রহ করা কয়েন দিয়ে আপনি বন্দুক গাড়ি লাইফ ইত্যাদি আপডেট করতে পারবেন ছোট সাইজের গেম হলেও গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবে গেম খেলে বিরক্ত হওয়ার কোন চান্স নেই কারন প্রতিটা নতুন লেভেলেই আপনি নতুন কিছু পাবেন পতিতা লেভেলেই আপনাকে রোমাঞ্চিত করে রাখবে তো এলিয়েনদের সাথে যুদ্ধ করতে রেডি তো?

গেম টি ডাউনলোড করে যুদ্ধ শুরু করে দিন ডাউনলোড করে নিন এখানে ক্লিক করুন।

৩. তিন নাম্বারে যে গেমটি থাকছে তার নাম স্মার্ট ব্যান্ডেডিত এই গেমটিতে আপনি একজন খলনায়ক হ্যাঁ আপনি একজন অপরাধী ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে আ না আপনি আসলে সত্যি সত্যি অপরাধ করেছেন আপনি গাড়িতে করে পালাচ্ছেন আর আপনাকে পুলিশ তাড়া করছে।
কিন্তু আপনি অনেক ভালো ড্রাইভ করতে পারেন পুলিশের কাছে এত সহজে ধরা দিবেন না গেমটিতে থাকছে শুধুমাত্র একটি বাটন যেটি দিয়ে ডান বামের ঘুরাতে পারবেন যেহেতু গেমটির নাম স্মাঁশ আছে তাই শুধু শুধু পালালে হবে না আপনাকে সবকিছু ধ্বংস করে পালাতে হবে।
রাস্তায় চলাচল করা গাড়ি সাইনবোর্ডসহ আশেপাশে যা আছে তাই ধ্বংস করতে হবে যত বেশি ধ্বংস করতে পারবেন ততবেশি পয়েন্ট আর এতে পুলিশ বাধা সৃষ্টি করলে আপনাকে পুলিশের গাড়ি ধ্বংস করতে হবে।
স্থলপথে ধ্বংস করে যদি আপনার মনে শান্তি না পান তাহলে পানি পথেও ভাঙচুর করার সুবিধা আছেগাড়ির লাইফ শেষ হয়ে গেলে পুলিশ আপনাকে গ্রেফতার করতে সক্ষম হবেন।
অর্জন করা পয়েন্টে গাড়ি আপডেট করতে পারবেন এবং বিভিন্ন গ্যাজেট ব্যবহার করতে পারবেন গেমটির গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি হাই লেভেলের এই গেমটি খেলা শুরু করলে আপনার সময় শুধু কাটবেই না বরং দৌড়াবে। তো সময় কাটানোর জন্য রেডি তো? এখানে ক্লিক করে গেম টি ডাউনলোড করে নিন।
৪. আপনি যদি সিম্পল এর মধ্যে গর্জিয়াস গেম পছন্দ করেন তাহলে 4 নাম্বার গেম টি আপনার জন্য গেমটির নাম daddy was Thief গেমটির নাম অনেক হাস্যকর হলেও আমি সিওর আপনি এই গেম খেলা শুরু করলে পুরো নেশায় পড়ে যাবেন।
গেম এর মধ্যে আপনার চরিত্র একজন বাবার হুট করে আপনার চাকরি চলে গেল চাকরি চলে যাওয়া যত সহজ কিন্তু পাওয়া অত সহজ নয় তাই বাধ্য হয়ে আপনি ব্যাংক ডাকাতি করা শুরু করে দিলেন এই গেমটিতে কোন বাটন নেই উপর নিচে ছি্লাইট করে গেমটি খেলতে হয়।
মজার ব্যাপার হলো সব গেমের ই নীচের ফ্লোরে থেকে উপরে উঠে কিন্তু এই গেমে আপনি উপর থেকে নিচে নামবেন এবং লকাফ ভেঙে টাকা চুরি করবেন তবে চোর যেখানে পুলিশ তো সেখানে থাকবেই তাই আপনাকে ধরার জন্য বিভিন্ন ফ্লোরে পুলিশ অপেক্ষা করবে তাদের টপকে আপনাকে চুরি করতে হবে।
পুলিশ ছাড়াও রয়েছে আরো অনেক ধরনের ফাঁদ যেগুলো থেকে আপনাকে বাঁচতে হবে এই গেমটি নির্দিষ্ট কোনো ফ্লোর নেই এক চানছে আপনি যত ফ্লোর নিচে নামতে পারেন তত নতুন কিছু উপলব্ধি করতে পারবেন।
আপনার চুরি করা পয়েন্ট দিয়ে বিভিন্ন গ্যাজেট ব্যবহারও তো ব্যাংক চুরি করতে রেডি তো ?করতে পারবেন গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
৫. সর্বশেষ যে গেমটির কথা বলব সেটি একটি হরর গেম নাম AWAKENING হরর গেম যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে সময় কাটানোর জন্য এটি একটি বেস্ট গেম হবে আপনার জন্য।
এই গানটি প্রতিটা মুহূর্তেই আপনাকে শিহরণ জাগাবে এই গেমটি একটু সাইজ বেশি হওয়াই সর্বনিম্ন ১ জিবি রেম এর মোবাইল হতে হবে।
গেমের প্রথমে দেখানো হয় একটি গাড়িকে যা গভীর অন্ধকারে চলতে চলতে একটি সময় নষ্ট হয়ে যায় তাই অন্ধকারের মধ্যে একাই পথ পাড়ি দিতে হবে।
অন্ধকারে ভরসা হিসেবে থাকবে শুধুমাত্র একটি ক্রস লাইট’ অন্ধকারে চলার পথে নানা ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা আপনাকে শিহরিত করে তুলবে।
কোন ভূতের সামনে পড়লে পালাতে হবে দৌড়ানোর জন্য রয়েছে একটি বিশেষ বাটন এই গেমে বিভিন্ন বস্তু সংগ্রহ করতে হয় যা বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগে আর রয়েছে নানা ধরনের পাজেল যা আপনার বুদ্ধি দ্বারা সম্পূর্ণ করতে হবে।
পতিটা লেভেলে আপনার জন্য অপেক্ষা করছে নতুন কিছু ভয়ংকর পরিস্থিতি রাতে যদি ঘুম না আসে তখন টাইম পাস করার জন্য সবথেকে বেস্ট গেম এটি রাতে খেলতে গেলে অনেক বেশি ভয় পেতে পারেন বিশেষ করে আমার মত যাদের সাহস কম তাই যাদের সাহস কম তারা রাতে খেলা থেকে বিরত থাকুন তবে দিনের বেলা খেলে মজা নিতেই পারেন।
তো ভয় পেতে রেডি তো? গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

গেমটির লাইট ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
তো এই ছিল পাঁচটি টাইম কিলার গেমর রিভিউ যা আপনার বিরক্তিকর সময় কাটাতে সাহায্য করবে।
তবে পোস্টের শেষ করার আগে একটি কথা বলতে চাই গেম শুধুই ইন্টারটেনমেন্ট এবং অবসর সময় কাটানোর জিনিস কিন্তু গেম এর প্রতি আসক্ত হয়ে আপনার জীবনের মূল্যবান সময় টা নষ্ট করবেন না।
কারণ আমাদের জীবন থেকে যে সময়টি চলে যাই সেটা আর ফিরে আসে না তাই মূল্যবান সময় গুলো মূল্যবান কাজে ব্যয় করুন।
পোস্টটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ভালো লাগা ও না লাগা বিষয়গুলো কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি যদি এমোনি আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পেতে পছন্দ করেন সেটাও জানাইতে পারেন।
তো আজকের মত এ পর্যন্তই বেঁচে থাকলে দেখা হবে নতুন কোন পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।

অনেক চেষ্টার পর ডেন্ট এপ হ্যাক করতে পারলাম কিন্তু আপনাদের হেল্প দরকার আসলে হ্যাক করা নাম্বার অর্থাৎ ধরুন বেলজিয়াম স্পেন বা অস্ট্রেলিয়া।
এই নাম্বারগুলো দিয়ে যখন আমি একাউন্ট ক্রিয়েট করছি করার পরই নিজের রেফার নিজেই করে পয়েন্ট যোগ করছি কিন্তু এখন ওই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশী নাম্বারে রিচার্জ নিতে গেলে। অ্যাকাউন্ট লিমিট দেখাচ্ছে তো এই সমস্যা যদি কোনো সমাধান আপনার জানা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এই সমস্যার জন্যই এই হ্যাকিং পোস্টটি করতে পারছি না।

20 thoughts on "৫টি ইতিহাসের সেরা টাইম কিলার গেম খেলুন আপনার স্মার্টফোনে | সাথে সম্পূর্ণ রিভিউ। যারা হ্যাকিং এক্সপার্ট তারা পোস্ট টি দেখুন।"

  1. Soash Sadat Expert Author says:
    screenshots দিলে better হতো।
  2. Sadrulhasan Contributor says:
    Vi dent hacking nea akta post Koran plz…
  3. md mamun rahman sikder Contributor says:
    ss+size দিলে better হতো।
    1. S R Shahin Rana Contributor says:
      Ei video block kora hoyeche Copyright er jonno
  4. নীরব Contributor says:
    Akhono try korini.. Tobe lekha ta khub valolegece
  5. RIO CHAKMA Author says:
    Daddy was thief কত mb?? Offline?
  6. Sabbir Hossain Author says:
    Thanks. এগুলো কি অফলাইন।
  7. Abedin Contributor says:
    Vai pc games watchdogs ar andriod version ase ki ?
  8. Trickbd lover Contributor says:
    vai game gula ki ofline naki online?
  9. SujonShikder Contributor says:
    ভালই লাগলো ভাই বাট সস দিলে আরো জোস হইত?
  10. SujonShikder Contributor says:
    ভালই লাগলো ভাই বাট সস দিলে আরো জোস হইত?
  11. SujonShikder Contributor says:
    ভালই লাগলো ভাই বাট সস দিলে আরো জোস হইত?
  12. IMDAD SHUVRO Author says:
    Eitake full review bole…1ta ss nai..
  13. Abdus Salam Author says:
    ভাই যে যাই বলুক, আমি বলি সময় পেলে আর ফোনের র‍্যাম ২ জিবির বেশী হয়ে থাকলে একবার PUBG খেলে দেখুন।

    তাহলেই বুঝবেন কারে টাইমকিলার বলে।

  14. রিয়াদ Author says:
    কোন্টার সাইজ কত এম্বি উল্লেখ করলে ভালো হত। বাই দি ওয়ে কমেন্টবক্সে বলতে পারেন।
  15. Dx Contributor says:
    kono screenshot nai keno???

Leave a Reply