আসসালামু আলাইকুম।
আশা করি সকলে আল্লাগহর রহমতে ভালো আছেন।
আজকে শেয়ার করলাম সেই রকম একটা কাজের এপ।কাজের এপ বল ভুল হবে।আসলে এটিকে হ্যাকিং এপ বললে ও ভুল বলার মত কিছু হবে।

এই পোষ্ট আমি নিজ হাতে লিখেছি।জানি না এর আগে কেউ এই এপ নিয়ে পোষ্ট করেছে কিনা।যদি করে থাকে তাহলে আমি সরি।

#ঘটনা ①
আমরা অনেকেই ম্যাচে থেকে পড়ালেখা করি।আর প্রায় সব ম্যাচে wifi থাকে।তবে আমাদের কে পার্সওয়াড বলা হয় না।ম্যাচের বড় ভাইদের কাছ থেকে wifi কানেন্ট করে নিতে হয়।যখন কোন বন্ধু ম্যাচে গিয়ে আপনার থেকে পার্সওয়াড চাইবে তখন তাকে পার্সওয়াড টা না দিতে পারলে সত্যিই অনেক লাগবে।

#ঘটনা ②
আমরা অনেকেই আছি বিবাহিত।ইচ্ছে না থাকা সত্বে ও নতুন wife কে এন্ডয়েড ফোন কিনে দিতে হয়।যার ফলে অনেকেই মোবাইলে মাধ্যমে অনেকে বিয়ের পর ও ইটিশ পিটিশ করে।?

তো আজকে আমি শেয়ার করলাম এমনই একটা এপ যেটা দিয়ে wifi password পেতে পারেন।(যদি কেউ আপনাকে কানেন্ট করে দেয়) এখন আর মোবাইল restore দেবার পরে এবং বন্ধুকে connect করে দেবার সময় আর কারো কাছ থেকে password চাইতে হবে না।আর আপনার gril friend বা wife এর ফোনে এ এপটা ইনিষ্টল করা থাকলে আপনি সব সময় তাকে নজরদারির মধ্যে রাখতে পারবেন।সে যা যা ফেসবুকে বা মেসেজে লিখবে সবকিছু এই এপের ভিতর সেট হয়ে যাবে।wifi connect করার সময় এপটা ইনিষ্টল থাকলে অটোমেটিক পার্সওয়াড এটাতে সেভ হয়ে যাবে।

আর এই এপে password সিস্টেম আছে ফলে কেউ এপের ভিতর পাসওয়ার্ড ছাড়া ডুকতে পারবে না।
?

App Information

Name : Type Machine
Type : Apk
Size :1.3 MB

Download Type Machine

প্রথমে Setting→Accessibility গিয়ে নিচের স্কিনসর্টের মত Type Machine on করে দিন।

এই এপে ভিতর কোন screanshot তোলা যায় না।যার কারনে স্কিনসর্ট দিতে পারলাম না।
এখন থেকে আপনার ফোনে যা যা লেখা হবে messenger, facebook,what’s app,phn ar setting সবকিছু অটো সেভ হয়ে থাকবে এই এপে। save হওয়া লেখা দেখতে এপ অপেন করে নিচের মত 3 dot menu তে ক্লিক করে দেখুন।

(এই screanshot google থেকে নেওয়া)

কোন সমস্যা হলে আমাকে নক করতে পারেন।ফেসবুকে আমি

ধন্যবাদ সবাইকে।

3 thoughts on "ডাউনলোড করে নিন অসাধারন একটা এপস (হয়ত এটাই হতে পারে আপনার কাছে হ্যাকিং টুল)"

  1. Dx Contributor says:
    valo koira post korben vai…last e prove dekhilen e nh?
  2. Argho Contributor says:
    Downloaded link kaj korche na

Leave a Reply