আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।

আমি
ইংরেজি শিখবেন ১০০% তাও আবার অ্যাপ দিয়ে। সবকিছু একসাথে হাতের নাগালে।​​​​​​

শিরোনামে একটা চেইন টিউন করছি। কিন্তু আমি এখনও Author হয়নি (পোস্ট পেন্ডিং এ আছে এইটিসহ) তাই আপাতত চেইন টিউনটি বন্ধ রেখেছি। তবে Author হওয়ার সাথে সাথে চেইন টিউনটি আবার চালিয়ে যাবো ইনশাল্লাহ।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এন্ড্রয়েড Launcher। এই Launcher টি আমি কয়েক বছর ধরে ব্যবহার করছি। এটি এক কথায় এন্ড্রয়েডের জন্য সেরা Launcher ।

এইবার বলবো কেন এবং কারা ব্যবহার করবেনঃ

ইউটিবার ও হেবি এন্ড্রয়েড ইউজারদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি Launcher হতে পারে। কারণে এতে থাকা হোমে Built in কিবোর্ড এ Search করে আপনি সহজেই যেকোন অ্যাপ খুজে বের করতে পারবেন। সেই ক্ষেত্রে অ্যাপটির প্রথম অক্ষর টাইপ করলে হবে। যদি একই অক্ষরের অধিক অ্যাপ আপনার ফোনে থাকে তাহলে সবচেয়ে বেশি ব্যবহিত অ্যাপটি বেশি অগ্রাধিকার পাবে। অর্থাৎ সবার আগে দেখাবে।
উদাহরণস্বরূপ স্ক্রিনশটটি লক্ষ করুন।

শুধু অ্যাপ না এটির মাধ্যমে আপনি আপনার কন্টাক্ট লিস্টে থাকা নাম্বার গুলো কন্টাক্ট লিস্টে না ডুকে হোম থেকে Search করে খুঁজে বের করতে পারবেন।

উদাহরণস্বরূপ স্ক্রিনশটটি লক্ষ করুন।

অন্যান্য ফিচার সমূহঃ

তেরটির অধিক সক্রুল এফেক্ট, বাংলাসহ সব ভাষা সাপোর্টেড এবং কাস্টম আইকন প্যাক ব্যবহারের সুবিধা ইত্যাদি।

Wallpaper টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এই Launcher টির সবচেয়ে আকর্শনীয় দিক হচ্ছে এটির UI বা ইউজার ইন্টারফেস। যেকোন Wallpaper এর সাথে মানানসই এটি।
আমার করা কিছু ডিজাইন

Launcher টির নাম FastKey Launcher

এটি এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। তাই নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন। ব্যবহার করে কেমন লাগলো জানাবেন আর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন সমাধান দেওয়া চেষ্টা করবো।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আমি এসএন জিকু (SN Jiku) আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পোস্টে।

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

এই গরীবের বন্ধু হোন মুখবুকে Be My Friend On Facebook

আর মন চাইলে দর্শন করে সাবস্ক্রাইব করতে পারেন আমার আপনি-নল চ্যানেলটি। YouTube Channel
ধন্যবাদ ?

9 thoughts on "ইউটিউবার ও হেবি এন্ড্রয়েড ইউজারদের জন্য একটি আকর্ষণীয় ও প্রয়োজনীয় Launcher || একবার ব্যবহার করে দেখুন।?"

  1. Avatar photo Mdshakilhasan Author says:
    ট্রেইনার রিকুয়েস্ট দিবো কিভাবে দয়াকরে কেউ জানলে বলেন
  2. Avatar photo Prince Contributor says:
    #Shakil তুমি কি ট্রিকবিডিতে নতুন আসছো?
  3. Avatar photo Haque Battery Contributor says:
    ফোন টা কে জংগল বানায়ে রাখে কে?
  4. Avatar photo মামুন খান Contributor says:
    পোস্টটি ভালো কিন্তুু আপনার এতগুলো এ্যাপস ইনস্টল করা দেখে কিছুটা অবাক হয়েছি।
    1. Avatar photo Ajman Shah Contributor says:
      কি যে বলেন ভাই, আমার 350+ apps installed
  5. Avatar photo MD.RAKIBUL Contributor says:
    মোবাইলের জানটাকে রক্ষা করুন ভাই কিছু এপ আনইন্সটল করেন।
  6. Avatar photo SN Jiku Author Post Creator says:
    আসলে সবই দরকারী মানে আমার দরকার পড়ে। তবে কিছু ফোনের সাথে Built-in. ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Leave a Reply