বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম আশা করি সকলেই অনেক ভাল আছেন!
কেমন হত যদি আপনার প্রিয় মানুষটিকে সবার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারতেন?
আমাদের মধ্যে অনেকে তো সারারাত জেগে থাকি এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখতে থাকি কখন বারোটা বাজবে এবং আমার প্রিয় মানুষটিকে সবার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবো?
চিন্তা করবেন না আমি আপনাদেরকে ভালোবাসি তো এজন্য একটা সমাধান বের করে ফেলেছি বিশ্বাস করুন
যাতে করে আপনার প্রিয় মানুষটিকে আপনি সবার আগে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন।
তো এই সমস্যার সমাধান হলো “Share Where Pro” নামক অ্যাপ্লিকেশনটি। এখন নিশ্চয়ই ভাবছেন একটি কেমনে সাহায্য করবে?
এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আগাম মেসেজ করে রাখতে পারবো যা সময়মত মেসেজ টি প্রাপকের কাছে চলে যাবে।
বুঝেছি আমার মত যারা একটু কম বুঝেন তাদের জন্য উদাহরণ ধরুন আপনার প্রিয় মানুষের আগামিকাল জন্মদিন তাকে শুভেচ্ছা জানাতে আপনি এখনি মেসেজ টি সেন্ট করলে কাঙ্ক্ষিত সময়ে মেসেজটি তার কাছে পৌঁছে যাবে।
তাছাড়া অ্যাপটির একটি চমৎকার গুন আছে কি জানতে ইচ্ছে করছে? আরে বলছিতো।

শুধু মেসেজ নয় মেসেজ এর সাথে আপনি কোথায় থেকে মেসেজ করছেন ওই স্থানের গুগোল মেপের লিংক অটোমেটিক জেনেরেট করবে এবং স্থানের নামসহ চলে যাবে।
আর এটা দেখে তো আপনি যাকে শুভেচ্ছা পাঠাবেন সে তো পুরা অবাক হয়ে যাবে?
আমি একটু বেশি বকবক করি তাই না? কি করব বলুন আমি তো এমনই। বকবক করতে করতে অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটাই বলা হলো না।
তো চলুন আগেভাগে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে যাক? ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে।
এখন নিশ্চয়ই বলবেন একটি কিভাবে ব্যবহার করব সেটা তো দেখান? ওমা অবশ্যই দেখুন নিচে।
তো অ্যাপ্লিকেশনটি যখন ডাউনলোড করে ওপেন করবেন তখন নিচে এর মত ইন্টারফেস পাবেন।

নিচের স্ক্রিণশটে দেখতে পারবেন সিলেক্টেড পিপল নামক একটি অপশন তো ওটির উপর ক্লিক করবেন।

তারপর নিচের স্কিনসটের ১ নাম্বারে প্লাস চিন্হ ক্লিক করলে সেভ করা কন্টাক্ট নাম্বার নতুন নাম্বার সিলেক্ট করতে হবে। ২ নাম্বারে প্রাপক কে যে বার্তা বা মেসেজ পাঠাবেন তা লিখবেন ।
৩ নাম্বারে এই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্ব পূর্ন। আপনি কত মিনিট
পর বার্তা বা মেসেজ যাবে তা নির্দারণ করে করতে হবে। ৪ নাম্বার টি হচ্ছে খুবই ইন্টারেস্টিং।
এটার মাধ্যমে আপনি কথা থেকে এই মেসেজ টা সেন্ট করছেন অটোমেটিক গুগোল মেপের লিংকসহ এড্রেস চলে যাবে। যাক বাবা অবশেষে বুঝাইতে পারলাম তাহলে?

তো বন্ধুরা পোষ্টটি না বোঝার তেমন কিছু নাই তারপরও যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্ট বক্স তো আছেই।
পোস্টটি ভাল লাগলে একটি লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট প্রতিনিয়ত দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ।
Bitcoin Buy $ Sell BD

3 thoughts on "সবার আগে আপনার প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা কিনবা উইশ করতে সাহায্য করবে যে অ্যাপটি!"

  1. M.A.TAHER Author says:
    Download link not working
  2. RajuChalna Contributor says:
    GOOD POST
  3. Abuzar Gifary Contributor says:
    wow cool post thanks for sharing

Leave a Reply