হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আর আমিও ভালোই আছি।
প্রতিদিন নানা কাজে ব্যস্ততার ভিড়ে আমার মত প্রয়োজনীয় কাজ করতে ভুলে যান অনেকেই?
পরীক্ষা, মিটিং কিংবা ক্লায়েন্টের প্রজেক্ট জমা দেয়ার মতো বিষয়গুলোতে
সময় ও তারিখ ভুলে যাওয়ার ঘটনা হরহামেশায় ঘটে। ফলে পড়তে হয়
বিপাকে। এতে বেশি সমস্যায় পড়েন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।
আমি যদি বলি এমন সমস্যার সলিশন হতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোনটি তাহলে কি বলবেন?
থাক কি বলবেন তা আর শুনতে চাচ্ছি না। চলুন এমন কয়েকটা অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সে অ্যাপগুলো আপনার কাজের চাপের মধ্যেও সবকিছু মনে করাবে।
১. গুগল ক্যালেন্ডার।
এই অ্যাপটি গুগলের নিজস্ব একটি ক্যালেন্ডার অ্যাপ। সময়ের সাথে প্রতিনিয়তই অ্যাপ্লিকেশনটিতে নতুন নতুন আপডেট আনা হচ্ছে।
তাই আপনার স্মরণীয় মুহূর্ত গুলো এখানে সংরক্ষণ রাখতে পারেন, যা
আপনার গুগল অ্যাকাউন্টে জমা থাকবে।
বন্ধুরা অ্যাপটিতে রয়েছে নোটিফিকেশন সিস্টেম। ধরুন আগামী
মাসের ১০ তারিখ আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে এবং আপনি
চাচ্ছেন ৫ তারিখে যেন আপনাকে কাজের কথা মনে করিয়ে দেওয়া হয়।
তাহলে এক্ষেত্রে গুগল ক্যালেন্ডার আপনার জন্য একটি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন হতে পারে।

যদি একটা কথা বলতে ভুলে গেছি এই অ্যাপটি নতুন করে ডাউনলোড করার প্রয়োজন হবে খুব কম ডিভাইসে কারণ বেশিরভাগ ডিভাইস এই অ্যাপটি ইনস্টল করা থাকে। যদি আপনার ফোনে ইন্সটল করার থাকে তাহলে আপডেট করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ভাই সব সময় এন্ড্রয়েড ফোনের জন্যই উপকারী ও পোস্ট বা অ্যাপ লিংক দেন তাহলে আমরা আইফোন ইউজার হয়ে কি দোষ করলাম?
চিন্তা করবেন না দুইটি ডিভাইসের জন্য আলাদা আলাদা ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি দাঁড়ান।
প্রথমেই এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে। আর আইওএস ব্যবহারকারীরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
তো এখন আমরা দ্বিতীয় নাম্বারে যে অ্যাপটি শেয়ার করব তার সম্বন্ধে বকবক শুরু করে দিই কি বলেন?
২. টাইম টিউন
প্রতিদিন কাজের রুটিন তৈরি করে থুয়ে দিতে আমার মত পছন্দ করেন যারা তাদের জন্য চমৎকার একটি অ্যাপ হতে পারে “টাইম টিউন” নামক এই অ্যাপটি।
বিশেষ করে আমার মত স্টুডেন্ট যারা তাদের অত্যন্ত উপকারী একটি অ্যাপ্লিকেশন এটি।
এখন আপনি বলতে পারেন কি এত কাজের অ্যাপ এটি কিন্তু বিশ্বাস করুন ভাই অত্যন্ত একটি কাজের অ্যাপ্লিকেশন এটি।
আপনার ঘুম থেকে শুরু করে কাজের সময়, অবসর সময়, ঘুরতে যাওয়ার সময়, আড্ডার সময় সবকিছুরই হিসাব রাখবে চমৎকার অ্যাপ।
এতে করে যা হবে তা হল আপনার প্রতিদিনের কর্মকাণ্ডের উপর একটি চমৎকার গ্রাফ পাবেন।
অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ১০ লাখেরও বেশি ডাউনলোড অলরেডি হয়ে গেছে এবং ৪.৬ রেটি প্রাপ্ত। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে।
তো আশা করি আপনি আপনার সত্যিই কাজে আসবে। তো চলুন আমরা সর্বশেষ যে অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করব সেই অ্যাপটির কথা বলি।
৩. এভার নোট
নোট নেয়ার জন্য বহুল ব্যবহৃত অ্যাপের নাম ‘এভার নোট’। অনেকগুলো চমৎকার ফিচার রয়েছে এতে। উল্লেখযোগ্য ফিচারগুলো হলো, বিভিন্ন নোটের ধরন, নোটবুক সাপোর্ট, সাংগঠনিক বৈশিষ্ট্য, সহযোগিতামূলক বৈশিষ্ট্য, নোট ভাগাভাগি এবং ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট ফিচার।
এই নোটটি আপনি মোবাইল ও পিসি উভয়ের জন্যই ব্যবহার করতে পারেন।
মোবাইলে লেখা কোনো নোট পিসিতে পেয়ে যাবেন।
আবার পিসিতে লেখা
নোটগুলোও আপনি মোবাইলে পেয়ে যাবেন। এভাবে আপনি বাসায় বসে
মোবাইলে কিছু নোট করলেন সেটা অফিসের পিসিতে পেয়ে যাচ্ছেন।
একজন ইউজারের কাছে কোনো নোট শেয়ার করতে চাইলে শেয়ার অপশনে
গিয়ে তার ইউজার নেমটি লিখে দিলেই হবে।
তো বন্ধুরা বুঝতেই পারছেন এটিও আপনার জন্য দারুন একটি কাজের অ্যাপ্লিকেশন হতে পারে।
আর গুগল প্লে স্টোর থেকে অলরেডি ১০ কোটিরও বেশি ডাউনলোড হয়ে গেছে
তো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে।
তো বন্ধুরা আমি যানি স্ক্রিনশট সহ পোস্ট করলে ভালো হতো কিন্তু সময় স্বল্পতার কারণে স্ক্রিনশট দিতে পারলাম না।
তো পোস্টটি ভাল লাগলে একটি লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং পোস্ট প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
তো আজকের মত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোন পোষ্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ।
Bitcoin Buy $ Sell BD

2 thoughts on "আপনার মূল্যবান কাজে সাহায্য করবে যে তিনটি অ্যাপ!"

  1. ABUBOKOR Contributor says:
    ফালতুতুতুতু পোস্ট
  2. MD_Tuofiq Contributor says:
    ওয়াআ খাক থু…….

Leave a Reply