হ্যালো বন্ধুরা কি খবর সবার? নিশ্চয়ই ভালো।
আপনার নিজের গাড়ির পিছনে আপনি প্রতিমাসে ঠিক কত টাকা খরচ করছেন তা নির্দিষ্টভাবে জানতে হলে তার হিসাব রাখতে হবে?।
আর হিসাব রাখার কাজটি একটু ঝামেলায় কিন্তু তবুও প্রয়োজনীয়। তো এই ঝামেলার কাজ সহজ করতে সাহায্য করবে ‘ড্রাইভো’ নামের একটি অ্যাপ।
তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি কি আপনার ফোনের মধ্যে থাকা গুগল প্লে স্টোরে যেতে হবে। এবং সার্চ অপশন এ সার্চ করতে হবে ‘ড্রাইভো তাহলে পেয়ে যাবেন।
অথবা এখানে ক্লিক করে এক ক্লিকে ডাউনলোড করে নেয়া যাবে।
অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন তারপর দেখতে পারবেন আপনাকে বলছে গুগল কিংবা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে সরাসরি লগইন করার জন্য। চাইলে আলাদা যে কোন ইমেইল দিয়েও একাউন্ট খুলে নিতে পারবেন।
তো যেটা পছন্দ সেটি দিয়ে একাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো সফলভাবে অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখন আপনাকে লগইন করতে হবে তো লগইন করে নেবেন।
এবার প্রথমেই আপনার গাড়ির ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন।
রিফুয়েলিং নামে একটি অপশন থাকবে এর মাধ্যমে তেলের হিসাব, এক্সপেনস অপশন থেকে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচের হিসাব রাখা যাবে।
এবং আপনি চাইলেই আপনার সকল হিসাব রিপোর্ট ট্যাব থেকে দেখে নিতে পারবেন।




একটি দারুণ ফিচার হচ্ছে এই অ্যাপ টির মধ্যে ডেটা ক্লাউডে ব্যাকআপ
রাখার সুযোগ থাকছে। এর ফলে হবে কি আপনি যদি স্মার্ট ফোন পরিবর্তন করে ওই অ্যাকাউন্টে লগইন করেন। তাহলেও আপনার আগের পুরোনো ডেটা ফিরে পাবেন।
আর ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ টি ১০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়ে গেছে তো আপনিও ট্রাই করতে পারেন।
পোস্টটি ভাল লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট দেখতে পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন।
তো আজকের মতো এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোন চমক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মত আল্লাহ হাফেজ।

ডটকম ডোমেইন একদম কম দামে কেনার জন্য কল করুন ০১৯৫৭৬৪৭৭১৭

সাবস্ক্রাইব করুন আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল।

Leave a Reply