? হ্যালো ট্রিকবিডি বাসি, আশাকরি সবাই ভাল আছেন এবং সব কিছু ঠিক ঠাক আছে। টাইটেল দেখেই হয়তো বলার অপেক্ষায় থাকবেন না, যে আজকে কি নিয়ে পোস্ট করবো।?
? ইন্সটাগ্রাম হল অন্যতম একটি বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। যা, বর্তমানে শুধু বড় বড় সেলিব্রিটিদের মধ্যে সিমাবদ্ধ নয়। পৃথিবীর অনেক মানুষ তাদের দৈনন্দি জিবনে এটা ব্যবহার করে থাকে।
? তবে আমাদের দেশেও এটি ব্যবহারকারীও কম নয়। এর মাত্রা দিনে দিনে আরও বেড়েই চলছে।
? এটি ব্যবহার করার সময় আমাদের অনেক ফটো বা ভিডিও ভাল লেগে থাকে। যা আমারা নিজের ফোনে সেভ করে রাখতে চাই।
? কিন্তু এতে সেই রকম কোন ব্যবস্থা নেই।স্কিনসট করা ছাড়া।
তবে, ডাউনলোড করার জন্য রয়েছে ব্যবস্থা।
? আজকে আমি দেখাবো কিভাবে ইন্সটাগ্রাম এর ফটো এবং ভিডিও ডাউনলোড করবেন খুব শহজে। কোন প্রকার ঝামেলা ও লগ ইন ছাড়াই।
? প্রথমে প্লে – স্টোর থেকে অথবা নিচের লিংক থেকে এপ্স টি ডাউনলোড করে নিন।
➜ Apps Name : Fast Save
➜ Size : 3 Mb+
? ডাউনলোড হয়ে গেলে সোজা এপ্স এ ঢুকে নিচের মার্ক করা জায়গাতে ক্লিক করে Fast Save অন করে নিন।
? ? অন করা হলে নটিফিকেশন বারে এই রকম শো করবে। ?
? তারপর এপ্স এর ভিতর কোন কাজ নেই। ?
? এরপর সোজা ইন্সটাগ্রামে এ প্রবেশ করে যেই ফটো বা ভিডিওটা ডাউনলোড করতে চান সেইটার লিংকটা কপি করে নিন।
? ব্যাস আপনার কাজ শেষ।?
? এবার নটিফিকেশন বারে দেখুন, ফটো/ভিডিওটি ডাউনলোড হচ্ছে।
❑ এছাড়া ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে একই ভাবে করতে হবে।
❑ ডাউনলোড হয়ে গেলে আপনার গ্যালারীতে Fast Save নামে একটা ফোল্ডার তৈরী হবে। সেখানে সব ছবি পেয়ে যাবেন।
? আপনারা প্লে – স্টোরে অনেক ইন্সটাগ্রাম ডাউনলোডার পাবেন তবে এটার থেকে ভাল হবে না।
? এটাতে শুধু লিংক কপি করেই খুব শহজে ডাউনলোড করা যায়। তো আজকের পোষ্ট এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন।
? চাইলে আমাকে ইন্সটাগ্রামে ফলো করতে পারেন।? FOLLOW ME
? আমার ইউটুব চ্যানেল ঘুরে আশার আমন্ত্রণ রইলো।?
SUBSCRIBE
? ধন্যবাদ পোষ্টটি পরার জন্য।
? পোষ্টটি কেমন লাগলো, আপনার ফিটব্যাক জানাতে ভুলবেন না।?