বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আজ আমি আপনাদের মাঝে অরিজিনাল ফনিক্স ওএস এর ফাইল ম্যানেজার এবংএইচটিসি মোবাইলের অরিজিনাল মিউজিক প্লেয়ার নিয়ে এসেছি যার জন্য ফোন রুট এর কোন প্রয়োজন নেই। কিন্তু ডিভাইস টি অবশ্যই 5.0 ললিপপ+ হতে হবে।

এর আগে এই নিয়ে আমি ট্রিকবিডি তে কোন পোস্ট দেখলাম না তাই পোস্ট টি করলাম।


ওকে সব কিছু ডিটেইলস এ বলে দিলাম এখন কাজের কথাই আসি।
একটু বুঝিয়ে বলি ঠিকঠাক ভাবে
এইচটিসি এর মিউজিক প্লেয়ার শুনে হয়তো ভাবছেন যে কি ফালতু কথা এ তো এপিকে মিরোর এই পাওয়া যায়,,, কিন্তু না এখানে আমি একটু খোলাসা করে বলে দেই যে বাইরে থেকে ডাউনলোড করা এপিকে গুলো আমি নিজে ট্রাই করে দেখেছি কিন্তু বেশিরভাগই স্টপেড মারে আর ভিজুয়ালাইজেশন এও ঝামেলা করে তাই বলছি আমারটা ট্রাই করে দেখেন আগে আমি এইচটিসি অন ফোন থেকে কপি করে নিয়েছি।আশাকরি আপনাদের ভালোই লাগবে।আর এই মিউজিক প্লেয়ার এ ভিজুয়ালাইজার সহ আরো অনেক ফিচার আছে যেগুলো আপনারা দেখে খুশি হবেন আশা করি।
আর উপরে আমার ভিডিও তে লাইভ দেখে নিতে পারেন ফিচার গুলি।
(পোস্ট এর সব নিচে ডাউনলোড)

নিচে কিছু স্ক্রিনশট ফলো করে দেখেন কেমন লাগে

ওকে তো এখন আসি ফাইল ম্যানেজার এর কথায়। ফোনিক্স ওএস এর ফাইল ম্যানেজার আশাকরছি আপনাদের কাছে এইটা নতুন হবে।
(পোস্ট এর সব নিচে ডাউনলোড)
নিচে এপ্সটার কিছু স্ক্রিনশট ফলো করুন

ফাইল ম্যানেজার  link

মিউজিক প্লেয়ার link

এপ্স দুইটি কেমন লাগলো চেক করে কমেন্টে জানাতে ভুলবেন না।

ইন্সটাগ্রাম এ আমি

আমার চ্যানেল

দেখা হবে ইনশাআল্লাহ পরের পোস্ট এ।ধন্যবাদ।

7 thoughts on "[Android 5.0+] Htc Original Music Player ও Phoenix Os এর অসাধারণ File Manager নিয়ে যান [No Root]"

  1. Rimon814 Contributor says:
    vai,
    ami LENOVO K5 PLAY user, android 8.0
    amar phn e fm radio nai, net theke offline+stock radio download korsi bt kaj hoyni…..
    apni ki amake help korte parben ?
    1. JonyKar2 Contributor says:
      Apnar radio ? nei to kmne colve offline. Radio ? jodi sodo apps hoto tobe to sov phone ? ei ta dito apnar phone ? e to physically parts thaka lagve radio ? offline colte
    2. ABUBOKOR Contributor says:
      পসিবল না।কারণ রেডিও এর জন্য আলাদা কম্পোনেট থাকে যা চিপসেটের ভেতর থাকে এবং একটি হার্ডওয়ার।চিপসেট তো আর চেন্চ করতে পারবেন না বা রেডিওর চিপ লাগাতে পারফেন না।সো আশা ছেড়ে দেন।
    3. Danger Rafi Author Post Creator says:
      Hmm but third party apps diye jodi hoy tahole try korte problem ki
    4. Rimon814 Contributor says:
      third party apps gula sob online, offline nai ektao
      r stock fm gula kaj kore na
    5. Danger Rafi Author Post Creator says:
      Oh shit
  2. Danger Rafi Author Post Creator says:
    Ji inshallah.

Leave a Reply