হ্যালো বন্ধুরা কি খবর সবার? আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটি কি-বোর্ড শেয়ার করবো, যেটি আমাদের বাংলাদেশের ডেভলপাররা তৈরি করছেন।
আচ্ছা একবার ভাবুন তো গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করতে পারতেন আবার গাড়িও পাইতেন সময়মতো তাহলে তাহলে মন্দ হয় না কিন্তু। হ্যাঁ ঠিক তেমনই একটি কিবোর্ড হলো ‘মুঠো কিবোর্ড’। আপনি চাইলেই মেসেঞ্জারে চ্যাটিং করার সময় কোন কিছু টাইপিং করার সময় ওই কিবোর্ড এর মাধ্যমেই গাড়ি ডাকতে পারবেন।
মুঠপে লিমিডেট নামক একটি কোম্পানি আপনাদেরকে এইরকম একটি কিবোর্ড উন্মোচন করছেন। যে কিবোর্ড কি আপনার স্মার্টফোনের থাকলে আপনি লেখালেখির পাশাপাশি আরো অন্যান্য কাজও করতে পারবেন এই কিবোর্ড দিয়ে।
এতক্ষণ ধরে আমার কাছ থেকে এই অ্যাপ সম্পর্কে বয়ান শুনতে শুনতে নিশ্চয়ই আপনি অস্থির? কি রাগ হচ্ছে আমার অপর, রাগ হইলে কমেন্ট বক্সে জানিয়েন। আসলেই এটির মধ্যে কি এমন আছে চলুন দেখে নেয়া যাক এক ঝলকে।
এই কিবোর্ডটির সবথেকে স্পেশাল স্পেশাল স্পেশাল স্পেশাল লেগেছে যেটি আমার কাছে সেটি হল এটির সাহায্যে খুব সহজেই ভয়েস কমান্ড ব্যবহার করে বাংলা টাইপ করা যাবে। এ জন্য কিবোর্ডের উপরে ডান পাশে থাকা
মাইক্রোফোন আইকনে ক্লিক করে ভয়েস কমান্ড দিতে হবে। তাহলে মুখে যা বলবেন তা স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে।
দূর মিয়া এটাতো গুগল কিবোর্ড এ আছিল এইটা আবার কোন স্পেশাল ফিচার হইল নাকি??? ভাই আপনার কি মাথায় নাই এটি কিন্তু একটি বাংলাদেশি কিবোর্ড অ্যাপ।
এই কিবোর্ড এর মাধ্যমে আপনি বাংলা ইংরেজি উভয় ভাষায় টাইপিং করতে পারবেন, কিবোর্ডটি থেকে উবারের মাধ্যমে রাইড শেয়ারিং সুবিধা পাওয়া যাবে। আর তাছাড়াও আপনি এই কিবোর্ড এর মাধ্যমে আরেকটি চমৎকার ফিচার পাচ্ছেন সেটা হচ্ছে এটির মাধ্যমে আপনি চালডাল ডটকম থেকে গ্রোসারি অর্ডার দেওয়ার সুবিধাও পারছেন।
তো এই চমৎকার দুটি সেবা পাওয়ার জন্য আপনার কীবোর্ডের উপরের বাম পাশের প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবং তারপর ওখান থেকে গাড়ি ও শপিং আইকনে ক্লিক করে সুবিধা দুইটি নিতে পারবেন সিম্পল।
কিবোর্ডটিতে রয়েছে বিল্টইন ক্যালকুলেটর সুবিধা। এ ছাড়া সোয়াইপিং ও অটোকারেকশন ফিচার রয়েছে। অ্যাপটিতে শিগশির মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মোবাইল রিচার্জের সুবিধাও যুক্ত করা হবে শীঘ্রই।
তো চলুন এখন অ্যাপটিকে আমরা ফোনের মধ্যে ইন্সটল করে ফেলি? ডাউনলোড করার জন্য সিম্প্লি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ অপশনে ক্লিক করে টাইপ করবেন ,মুঠো কিবোর্ড, তাহলে পেয়ে যাবেন অথবা এখানে ক্লিক করে এক ক্লিকে ডাউনলোড করে নেবেন।
আরেকটি চমৎকার ফিচার হলো যারা খুব বেশী উদ্ভট ইমোজি দিয়ে বন্ধুদেরকে অবাক করতে চান তাদের জন্য রয়েছে প্রায় আড়াই হাজার ইমোজি। তো বুঝতেই পারছেন দারুন একটি কিবোর্ড অ্যাপ এ টি।
সব দেখতে দেখতে গেলে কিবোর্ডে আমার কাছে সত্যি বলছি চমৎকার লেগেছে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে কথা দিলাম। পোস্টটি ভাল লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর পোস্টটি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন।
পোষ্টটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য লিখবেন কমেন্ট বক্সে আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট ভালোবাসেন তাহলে ও আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে ধন্যবাদ সবাইকে।
আমি খুব শীঘ্রই ইউটিউবে আসছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
পাবজি মোবাইল এর রয়াল পাস আপডেট এবং গুগোল গিফট কার্ড এর জন্য যোগাযোগ করুন ০১৯৯৮৮১২৯৩৫ অথবা ০১৩১৬৯২৫৩২২ এই নম্বরে।
3 thoughts on "“মুঠো কিবোর্ডে” টাইপিং এর পাশাপাশি মিলবে গাড়ি।"