বন্ধুরা সবাই কেমন আছেন, দেরি করে পোস্ট করার জন্য আমি ক্ষমা পার্থি। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ” কিভাবে আপনার কম্পিউটার গেইমকে মুবাইলের  মাধ্যমে স্ট্রিম করবেন” আসলে আমি বলতে চাচ্ছি যে কম্পিউটার গেইমকে মুবাইলে কিভাবে খেলবেন।

 

আমরা অনেকেই অন্যন্য এপ এর মাধ্যমে যেমন গ্লাউড গেইমস দিয়ে পিসি বা পি এস পি গেইম গুলা খেলে থাকি কিন্তু সেগুলা তেমন দ্রুত খেলা জায় না ইন্টারনেট ধিরে এবং অদের সার্ভার পিং অনেক কম এবং ট্রায়াল টাইম ছাড়া খেলা জায় না।  অনেক ঝামেলা।

 

মুবাইল গেমার হওয়া অনেক বড় বেপার, প্লেস্টর এ আমাদের জন্য হাজার হাজার গেইমস রয়েছে এখন যদি আপনি পিসি গেইম গুলিকে আপনার মুবাইলে ট্রাই করেন তাহলে আপনার দক্ষতা আরও উন্নত হবে তাই আমরা AMD LINK মানে একটি সফটওয়ার জার সাহায্য আমরা পিসি গেইম গুলাকে মুবাইলে স্ট্রিমিং করে খেলবো।

 

Requirements

  • iPhone, iPad, এবং Android device
  • IOS 10 এবং Android 5.1 এর উপরে থাকতে হবে।
  • Windows PC  Windows 7 64-bit

অথবা  Windows 10 64-bit হতে হবে

  • AMD Radeon graphics card (minimum 2 GB VRAM)

 

 

STEP-1

ডাউনলোড করুন AMD LINK:

AMD LINK আপনার ডিভাইসটিকে কম্পিটার এর সাথে কানেক্ট করতে সাহায্য করে এবং AMD-powered graphics card সাথে।

এই এপটি আপনাকে অন্যন্য ফিচার গুলা এক্সেস করতে সাহায্য করবে। যেমন : গেইম কন্ট্রোল, পারফরমেন্স, ভয়েস কন্ট্রোল, ইত্যাদি।

 

Install AMD Link: Android (free) | iOS (free)

Amd link

এইটা মনে রাখবেন এটি Apple TV এবং  Android TV তে কাজ করবে না। জদিও আপনার ইচ্ছা হয় আপনার পিসি গেইমকে এন্ড্রয়েড টিভিতে খেলতে তাইলে আপনি USB HDMI ক্যাবল গুলা কানেক্ট করে চালাতে পারবেন।

 

এখন আমরা যে স্ট্রুমিং করে খেলবো তার জন্য আপনার মুবাইল এবং আপনার পিসি সেইম ওয়াইফাই এর আন্ডার এ কানেক্ট থাকতে হবে।

 

STEP -2

 

কিভাবে কানেক্ট করবেন মুবাইলকে?

 

ইন্সটল হয়েগেলে আপনার মুবাইলকে পিসির সাথে কানেক্ট করতে হবে। কানেকশনটি আবার ২ ভাবে দিতে পারেন,

 

প্রথমে আপনার কম্পিউটার এর REDON SETTING এ ঢুকুন। AMD LINK সিলেক্ট করুন,  নতুন পেজ আসবে AMD Link Server সিলেক্ট করুন, তারপর Add device এ ক্লিক করুন।

setting

কম্পিটার স্ক্রিনে একটি QR COAD আসবে সেটি আপনার মুবাইলের AMD LINK APPS দিয়ে স্কেন করুন।  এপ ওপেন করে Add new PC.” তারপর QR COAD SCANNER দিন।

STEP -3 

গেইম খেলবেন কিভাবে? :

 

কানেক্ট করার কাজ হয়ে গেলে ওপেন করলে গেইম কন্ট্রোলার এর বাটন দেখতে পাবেন ক্লিক করুন গেইম গুলি দেখাবে  আপনি যদি মেনুয়াল ভাবে কয়েকটি গেইম সিলেক্ট করতে চান তাহলে নিচের এড বাটনে ক্লিক করুন।

গেইম স্ট্রিমিং

এখন এখানে জেকুনু একটু গেইমে প্রবেশ করুন ঠিক একই ভাবে আপনি দেখতে পাবেন আপনার মুবাওলেও সেইম গেইম চলতেছে।

গেইম স্ট্রিমিং

গেইম স্ট্রিমিং

ভালো থাকুন আগামি টিউন এর জন্য অপেক্ষা করুন মুবাইলের মাধ্যমে স্ট্রিম করার অনেক উপায় রয়েছে তার জন্য আমাদের সাথেই থাকুন!!

ভিসিট করুন বাংলাপেনে

2 thoughts on "কিভাবে আপনার কম্পিউটার গেইমকে মুবাইলের মাধ্যমে স্ট্রিম করবেন"

    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply