হোয়াটসঅ্যাপ গাইজ,
স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন পোস্ট। কেমন আছেন সকলে ভালো আছেন তো?

আজকের পোস্টটিতে আমরা দেখব কিভাবে ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ড প্লে করব এবং কোন ঝামেলাহীন ডাউনলোড করব।

আমরা সকলেই জানি ইউটিউব এর অফিশিয়াল অ্যাপটি অনেক অনেক জনপ্রিয়, কিন্তু সমস্যা হচ্ছে ব্যবহারের জন্য অনেক নির্দেশনা আছে এক্সাম্পল-ভিডিও ডাউনলোড করা গেলেও তা কয়েক মাসের জন্য এবং চাইলেও কাউকে শেয়ার করতে পারবেন না। এই সমস্যাটি শুধুমাত্র ইউটিউব অফিশিয়াল অ্যাপ এ দেখা যায়।

আবার অনেক সময় এটাও দেখা যায় যে অনেক ভিডিওতে অফলাইন ডাউনলোডের এর কোন সুযোগ থাকে না। এইসব সমস্যার কারণে ইউটিউব থেকে ডাউনলোড করতে সমস্যায় পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

এইসব সব সমস্যা থেকে মুক্তি মিলবে যদি আপনার ফোনে ইন্সটল করা থাকে ‘ওজি ইউটিউব’ অ্যাপ।

আর তার সঙ্গে গিফট হিসাবে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালু রেখে গান শােনার পাশাপাশি অন্য কাজও করতে পারবেন।

তো চলুন এরমধ্যে থেকে ঘুরে আসা যাক আইমিন ফিচারসমূহ দেখে নেয়া যাক।




এই অ্যাপটির ইউজার ইন্টারফেস ইউটিউব অফিশিয়াল অ্যাপ এর মতই তাই আপনার কাছে মনে হবে না যে আপনি অন্য কোন থার্ড পার্টি ইউটিউব অ্যাপ ইউজ করছেন।

অ্যাপটির মাধ্যমে এক ক্লিকেই ইউটিউব থেকে যে কোনো ভিডিও হাই ডেফিনিশন থেকে একদম লো কোয়ালিটি পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যাবে।

এছাড়াও যেকোন গান MP3 ফরম্যাটে ডাউনলোডের ও সুযোগ মিলবে অ্যাপটি থেকে।

আচ্ছা ধরুন আপনি একটি গান ইউটিউবে শুনতে চাই এবং সেটি আপনি ব্যাকগ্রাউন্ড চালু রেখে অন্যান্য কাজ করবেন, চিন্তা নয় এই অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে এই কাজটি খুব সহজেই করে ফেলতে পারবেন।

অ্যাপটি গুগল প্লে স্টোরে খুঁজে পাবেন না তাই এই লিংকে ক্লিক করেই আপনাকে বাধ্যতামূলক ডাউনলোড করতে হচ্ছে। আরেকটি বিষয় জানলে অবাক হবেন যে অ্যাপটি অলরেডি দুই কোটিরও বেশি ডাউনলোড হয়ে গেছে।

তো এই ছিল মোটামুটি অ্যাপটি নিয়ে কিছু কথা, আর তেমন কিছু বলার নাই ডাউনলোড করে নিজে চেক করে নিবেন।
ভালো লাগলে লাইক করবেন শেয়ার বাটনে ক্লিক করে আপনার প্রিয় মানুষের কাছে ছড়িয়ে দিবেন, আর সর্বশেষ পোস্টটি সম্পর্কে একটি মন্তব্য লিখবেন।

২৫৬ জিবি মেমোরি কার্ড কিনুন মাত্র ৭৯০ টাকা দিয়ে | location: Dhaka, Dhaka North, Banani Road No. 12 – 19 হোম ডেলিভারি অথবা ঢাকার বাইরে যে কোন জেলা থেকে অর্ডার করতে কল করুন : +8801903394198

Facebook: Facebook\ Imrankhan770
আজকের মত পালিয়ে যেতে হচ্ছে খুঁজে বের করার দায়িত্ব টা আপনারই? তাই সবাই ভালো থাকুন ভালো রাখুন আপনার প্রিয় মানুষটিকে। আজকের মত এখানেই না হয় করি? আল্লাহ হাফেজ।

8 thoughts on "ইউটিউব এর ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালু রাখবে যে অ্যাপ | ডাউনলোড সমস্যার সমাধান।"

  1. Mr. Spy Contributor says:
    Cheater amar tk mere diche
    1. Imran Contributor Post Creator says:
      কি বলছেন ভাই বুঝলাম না কিছু।
    2. ERROR Contributor says:
      Ho vai amar o taka mere dice
    3. Mr. Spy Contributor says:
      #ERROR hmm vai imran is a cheater, ট্রিকবিডিকে হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা, ট্রিকবিডি কর্তৃপক্ষের এ নিয়ে উপযুক্ত পদক্ষেপ কামনা করছি
  2. 444mdzahid Contributor says:
    এর থেকে ভালো হবে YouTubeVanched.apk
  3. Al Mamun Islam Rasel Author says:
    বর্তমানে তো ইউটিউব ভিডিও কোন থার্ডপার্টি এপে ওপেন ই হচ্ছেনা, যেমন , ভিডমেট স্নাপটিউব.
  4. SR Riyad Contributor says:
    Memori ta chai! But ami chack kore nibo.

Leave a Reply