সকলে কেমন আছেন??? আশা করি ভালই আছেন। নিশ্চয় টপিকের টাইটেল দেখেছেন, তাই বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই।
প্রথমে নিচ থেকে App টি নামিয়ে নিন।
আমরা অনেকেই মোবাইলে টিভি দেখতে পছন্দ করি। আমাদের অনেকে আছে যে বাইরে থাকে মানে কাজে থাকে কিন্তু ঠিক তখন ই যদি আপনার প্রিয় খেলা হয় তখন আপনি কি করবেন! তাই আমি এই সমস্যা সমাধানের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারন অ্যাপ যেটি দিয়ে বাংলাদেশী ২৭টি টিভি চ্যালেন দেখতে পারবেন। আপনি চাইলে ক্রিকেট ম্যাচ গুলোও সরাসরি দেখতে পারবেন এই অ্যাপটি বেবহার করে। আপনি চাইলে ঈদের নাটক গুলোও দেখতে পারবেন।
অ্যাপ টির সাইজ মাত্র ২ মেগা বাইট আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাপ টিতে খুব কম এমবি কাটে। অ্যাপটি ব্যবহার করে দেখুন তাহলেই বুঝতে পারবেন।