ইউটিউবে বা ফেইসবুকে হঠাৎ হয়ত দেখে থাকবেন কিছু
বিজ্ঞাপন দেখায় এবং সেখানে সাবান থেকে শুরু করে আরো
কিছু জিনিস কেটে ছোট ছোট করে ফেলে। এইসব জিনিস দেখলে আসলেই কিছুটা Relax ফিল হয়। আপনাদের কমবেশি সকলেরই এই অভ্যাস হয়ত আছে। আমার নিজেরও আছে এই অভ্যাস। বেগের চেইন খোলা বাধা করলে আমার কিছুটা রিলেক্স ফিল হয়। কেউ কেই বৃষ্টির শব্দে শান্তি বোধ করেন। ছোটবেলায় শব্দদূষণ করতে আমার ভাল লাগত। বাচ্চাদের পানি ঘাটাঘাটি করতে ভাল লাগে। পারদ নিয়ে খেলতে ছোট বড় সকলেরই ভাল লাগে। তবে বাস্তবে ফিল করার চেয়ে ভার্চুয়াল জিনিস্পত্র সম্পূর্ণ
ভিন্য। তারপরেও ইন্টারনেটে অনেক ভিডিও এবং অনেক এপ্লিকেশন এই Relax করার কাজ করে থাকে। আজ প্লে স্টোরে এমন এক এপ্লিকেশন পেলাম যা আমাকে রিলেক্স করতে সক্ষম হয়েছে। এতে ৫০-১০০ টির মত টুল আছে যা আপনার পছন্দ অনুযায়ী ট্রাই করতে পারবেন। কিছু কিছু লক আছে যা কিনতে হবে তবে আপনি ফ্রী গুলো ট্রাই করতে পারেন। হাতুড়ি দিয়ে পেরেক মারা থেকে শুরু করে ব্লেকবোর্ডেও লিখতে পারবেন৷ ট্রাই করেই দেখুন না কেমন লাগে। তাছাড়া এনিমেশন এবং 3D সাউন্ড একে কিছুটা বাস্তব রূপ দিয়েছে।

DETAILS

  • Rating: 4.4
  • Size: 36MB
  • Download:10M

DOWNLOAD

AntiStress

SCREENSHOTS











SUPPORT ME

হ্যাকিং আর্নিং ইত্যাদির জন্য জয়েন করুন আমার চ্যানেলে।
SUPPORT ME ON TELEGRAM

One thought on "[AntiStress] এই এপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে আপনার শরীরে এবং মস্তিষ্কে রিলেক্স ফিল করুন। [36MB]"

Leave a Reply