আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এখন কোন কিবোর্ড টা দিয়ে লিখছেন, তাহলে বেশিরভাগই বলবেন, রিদ্মিক নাহলে জিবোর্ড। কিন্তু কেমন হয় যদি বাংলাদেশেরই একটা কিবোর্ডে রিদ্মিক এর মতো ফাংশন আর জিবোর্ড এর মতো UI পান?

যারা এখনো বর্ণ কিবোর্ড এর নাম শুনেন নাই, তাদেরকে নতুন একটি বাংলা কিবোর্ড এর সাথে পরিচয় করিয়ে দেওয়ায় জন্যই আজকের এই পোস্ট।

??? বর্ণ কিবোর্ড এর কিছু ফিচারসমূহ: ???

১. ৬ টা লে আউট:
বর্ণ তে রয়েছে ফোনেটিক/অভ্র, প্রভাত, জাতীয় এর মতো জনপ্রিয় লে আউটের পাশাপাশি সবমিলিয়ে ছয়টি লে আউট।

২. মার্জিত ডিকশনারী:
বাংলায় লেখার জন্য মার্জিত ডিকশনারী পাবেন, যার মাধ্যমে আপনার টাইপ করা লেখা অনুযায়ী সাজেশন দিবে।

৩. পৃথক টপবার:
জিবোর্ড এর টপবার এর সাথে অনেকেই পরিচিত আছেন। বর্ণ তেও আছে একটা ফাংশনাল টপবার, যার মাধ্যমে আপনি সিলেক্ট, কাট, কপির মতো গুরুত্বপূর্ণ কাজ গুলো করতে পারবেন খুব সহজেই।

৪. স্পেস সোয়াইপ:
জিবোর্ড ইউজ করে যারা অভ্যস্ত তারা এই ফিচারটি সম্পর্কে আগে থেকেই পরিচিত । স্পেস কি তে সুইপ করলে কার্সর চেঞ্জ করা যায়। বর্ণ তেও রয়েছে এই ফিচারটি ।

৫. কাস্টমাইজেশন এর সুবিধা:
বর্ণ তে এন্ডয়েডের ডিফল্ট ও ম্যাটেরিয়াল থিমের পাশাপাশি বিভিন্ন কালার ও গ্রেডিয়েন্ট এবং ল্যান্ডস্কেপ থিম রয়েছে। এগুলোর বাটন স্টাইল, ফন্ট স্টাইল, ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন।

৬. ইমোজি ১২.১:
বর্ণ তে ইমোজি ১২.১ ব্যবহার করা হয়েছে। এর ফলে আপনি লেটেস্ট সব ইমোজি ব্যবহার করতে পারবেন এই কিবোর্ড এ।

৭. ফাস্ট ভয়েস রেকগনেশন:
আমরা অনেকেই লেখার পরিবর্তে মুখে বলি, সেটা অটোমেটিক টাইপ হয়ে যায়। এই সুবিধা টি আপনারা বর্ণ কিবোর্ড এ পাবেন। বর্ণ তে বাংলা ভয়েজ রিকোগনাইজেশন খুবই ফাস্ট এবং একুরেট।
তবে এই ফিচারটি ইউজ করার জন্য আপনার ফোনে গুগল অ্যাপ টি ইন্সটল থাকতে হবে এবং ডাটা আনরেস্টিক্টেড থাকতে হবে।

৮. জেসচার টাইপিং:
বর্ণ তে আপনি জেসচার এর মাধ্যমে সুইপ করে করে টাইপ করতে পারবেন। তবে এটা শুধু মাত্র AOSP রোম এ কাজ করবে এবং Gapps ইন্সটল থাকতে হবে। বিভিন্ন ভেন্ডর রোম যেমন MIUI, realmeOS, colorOS এ এটা কাজ করবে না।

৯. লাইটওয়েট এবং ক্লিন:
বর্ণ কিবোর্ড এর সাইজ ১০ এম্বির ও কম আর এর UI টা পারসোনালি আমার অনেক ভালো লেগেছে আর মোটেও কনফিউজিং না।

❇️ ❇️ ❇️ কেন ইউজ করবেন বর্ণ কীবোর্ড? ❇️ ❇️ ❇️

১. রিদ্মিক এর পরে বাংলাদেশে ডেভেলপ করা দ্বিতীয় বাংলা কিবোর্ড। বাংলাদেশের তৈরি বাংলা লেখার জন্য এতো সুন্দর একটি কিবোর্ড থাকতে আমরা কেন জিবোর্ড, সুইফট কিবোর্ড বা ইন্ডিয়ান কোন কিবোর্ড ইউজ করবো?

২. কিবোর্ড খুব সেন্সিটিভ একটা অ্যাপ, তাই এক্ষেত্রে যেটা সবার প্রথমে মাথায় আসে, সেটা হলো প্রাইভেসি। বর্ণ কিবোর্ড কোন নেট পারমিশন নেয় না। তাই আপনার ডাটা শেয়ার হবার কোন ভয় নেই।

৩. বর্ণ কিবোর্ড এর যিনি ডেভেলপার তিনি প্রত্যেকটা ইউজার এর মন্তব্য খুবই গুরুত্ব সহকারে দেখেন এবং সেগুলো সলভ ও করেন, যার প্রমাণ শেষের দুইটা আপডেট এর চেঞ্জগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। কিবোর্ড এর মাত্র তৃতীয় বেটা ভার্শন রিলিজ হয়েছে, কিন্তু এখনই এটা ডেইলি ইউজের জন্য স্ট্যাবল এবং ফিচারপ্যাকড একটি কিবোর্ড।

৪. বর্ণ কিবোর্ড টা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার অ্যাড করা হচ্ছে। পরবর্তী আপডেট এ দুটি পৃথক এডিশন এক্সটেন্ডেড এবং লাইট, ক্লিপ বোর্ড ফিচার, অ্যারাবিক লেআউট, স্মার্ট কারেকশন (ফনেটক), ইমোজি স্টাইল(টুইটার, আইওএস, নোটো অথবা সিস্টেম ডিফল্ট) পছন্দ করার অপশন, যা টাইপ করা হয়েছে সেগুলো সাজেশন বারে দেখানো সহ আরো বেশ কিছু ফিচার অ্যাড করা হবে।

⛔⛔⛔ কিছু অসুবিধা: ⛔⛔⛔

১. প্রথমত, কিবোর্ড টা আপনি এখনই প্লে স্টোরে পাবেন না। এখন কিবোর্ড টা ইউজ করার জন্য আপনাকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটাপ করে নিতে হবে। তবে ডেভেলপার এর কথা অনুযায়ী, ফিচারগুলো ইম্প্লিমেন্ট এবং বাগগুলো ফিক্স করা হলেই খুব শীঘ্রই প্লে স্টোর এ পেয়ে যাবেন।

২. যেহেতু এটা বেটা ভার্শন, তাই কিবোর্ড টিতে বেশ কিছু বাগ ফেস করবেন। আপনার উচিৎ হবে কিবোর্ড টা ইউজ করে বাগ গুলো বর্ণ এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে রিপোর্ট করবেন।

??? গুরুত্বপূর্ণ লিংক ???

ডাউনলোড লিংক: Codepotro Official Website
ফেইসবুক গ্রুপ: Borno Users Community
টেলিগ্রাম গ্রুপ: Official Telegram Group

34 thoughts on "বর্ণ কিবোর্ড – এন্ড্রয়েড এ বাংলা লেখার নতুন দিগন্ত"

  1. Avatar photo Prince Contributor says:
    একটা সাধারন কিবোর্ড প্রথম অবস্তাতেই ১২ এমবি সাইজ!!!? এটার মধ্যে এমন কি আছে? তাও আবার প্লে স্টোর ছাড়া!!
    1. Avatar photo Walker #28000 Author says:
      Ata onek ta gbord ar moto tai er size beshi hote pare
    2. Avatar photo Prince Contributor says:
      হ্যা সেটা অবশ্যই লক্ষ করছি এটা গুগল কিবোর্ড এর মতো
    3. Avatar photo Prince Contributor says:
      কিন্তু, Contacts Storage পারমিশন চাচ্ছে কেন!??
    4. Avatar photo Random Contributor says:
      ON BEHALF OF BORNO :

      আসসালামু আলাইকুম

      আজ আমরা বর্ণ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ।

      আমাদের অ্যাপ টি প্লে স্টোরে নেই বলে অনেকেই প্রাইভেসি নিয়ে শঙ্কিত । মূলত এ পোস্টটি তাদের জন্যই।

      প্রথমেই বর্ণ’তে ব্যবহৃত পার্মিশনগুলো নিয়ে আলোচনা করা যাক।

      ১.রেকর্ড অডিওঃ অনেকেই ভাবছেন আমরা আপনার কথা রেকর্ড করে স্টোর করছি কেননা বর্ণ RECORD_AUDIO পারমিশন ব্যতিত কাজ করে না। এর উত্তর হলোঃ আমরা বর্ণতে নতুন যে ভয়েস টাইপিং ফিচার যুক্ত করেছি সেটা বর্ণ ইন্টারনালী হ্যান্ডেল করে বলে বর্ণ নির্দিষ্ট করে পার্মিশন চাচ্ছে। পূর্বে গুগল ভয়েস টাইপিং ব্যবহৃত বলে বর্ণ পৃথক করে পার্মিশন চায়নি। তবুও যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তবে সেটিংস থেকে RECORD_AUDIO পারমিশনটি ডেনাই করে দিন, এতে ভয়েস টাইপিং ব্যতীত বাকি সব ফিচার কাজ করবে।

      ২. কন্টাক্টসঃ সাজেশন বারে আপনার ডিভাইসে থাকা কন্টাক্টস গুলো দেখানোর জন্য বর্ণ’র এ পারমিশনটি প্রয়োজন। বাই ডিফল্ট বর্ণ এই পার্মিশন ব্যবহার করবে না যতক্ষন না আপনি সাজেশন থেকে কন্টাক্ট সাজেশন এনাবল করবেন।

      ৩. অ্যাকাউন্টসঃ অনেক ডিভাইসে একাধিক ইউজার অ্যাকাউন্ট খোলা যায়, বর্ণ’তে কোন সেটিং পরিবর্তণ করা হলে সেগুলো ইউজার প্রোফাইলে সংরক্ষণ করা হয়। যার ফলে বর্ণ বাই ডিফল্ট এ পারমিশনটি ব্যবহার করে।

      ৪. স্টোরেজঃ সেটিংস সংরক্ষণ এবং টাইপ করা শব্দগুলো থেকে পরবর্তীতে সাজেশন দেয়ার জন্য বর্ণ ডিভাইসে ক্যশ স্টোর করে থাকে যার ফলে রিড/রাইট দুটো পার্মিশনেরই প্রয়োজন হয়।

      ৫. ইন্টারনেটঃ এ পার্মিশনটি দেখে অনেকেই ভেবেছেন বর্ণ দিয়ে যা টাইপ করা হয় সবই আমরা আমাদের সার্ভারে জমা করি বরং এটা ব্যবহার করা হয় বাংলা ভয়েস টাইপিং এর জন্য। যেহেতু api টি অফলাইন নয় তাই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়ে। আপনি চাইলে পার্মিশনটি ডেনাই করে দিতে পারেন এতে বাংলা ভয়েস টাইপিং ব্যতিত অন্য সব ফিচার কাজ করবে।

      বর্ণ প্লে স্টোরে নেই কোনো?
      মূলত দু’টি কারণে বর্ণ প্লে স্টোরে নেই;
      ১. Beta Stage
      ২. ইউজাররা যেনো অফিশিয়াল সোর্স এর সঙ্গে পরিচিত হয়

      প্লে স্টোরে কোন অ্যাপ না থাকা অর্থ এই নয় যে অ্যাপটি ম্যালওয়্যার। তাছাড়া প্লে স্টোর একটি অ্যাপ মার্কেট মাত্র। বর্ণ, ভাইরাসটোটাল ছাড়াও অন্যান্য স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়েছে যার ফলাফল শতভাগ নিরাপদ।
      তাছাড়া বর্ণ’র পিসি ভার্সন রয়েছে। যা অনেক ওয়েবসাইট থেকে শতভাগ নিরাপদ এর অ্যাওয়ার্ড পেয়েছে।

      কিছু অ্যাওয়ার্ড লিংকঃ
      ১. https://borno-a-free-bangla-typing-software.software.informer.com/awards/
      ২. https://borno-a-free-bangla-typing-software.en.softonic.com/
      ৩. https://www.softpedia.com/get/Office-tools/Other-Office-Tools/Borno.shtml

      *ডেভেলপারদের তাদের প্রোডাক্ট তাদের নিজস্ব সার্ভারে দেয়ার পূর্ণ অধিকার রয়েছে। উদাহরণস্বরুপঃ AnTuTu বেঞ্চমার্ক অ্যাপটি; প্লে স্টোরে নেই কিন্তু তাদের ওয়েবসাইটে রয়েছে।

      তবে বর্ণ আরেকটু স্টেবল হলে প্লে স্টোরে দেয়া হবে ইনশা আল্লাহ।

      আশা করছি কিছু ইউজারদের কনফিউশন দূর হয়েছে।

      আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ?

    5. Avatar photo Nayeem Author Post Creator says:
      Contact permission দেওয়া mandatory না।
    6. Avatar photo Prince Contributor says:
      কন্টাক্ট বাধ্যতামূলক না, বুঝলাম । কিন্তু পারমিশন চাচ্ছে কেনো????? কি ধরকার?
    7. Avatar photo Prince Contributor says:
      Sync on and off এটা বিপদ জনক , এটার পারমিশন কেনো চাইবে!!??
    8. Avatar photo Nayeem Author Post Creator says:
      Setting, Text Correction এ গিয়ে দেখেন Suggest Contact name নামে একটা সেটিংস আছে। এখন আপনি যদি চান যে, আপনার টাইপের সময় আপনার ফোনের কন্টাক্ট এর নাম গুলো সাজেস্ট করবে তাহলে Contact Permission দিতে হবে। আর যদি না চান তাহলে দিতে হবে না। সেটা আপনার/ইউজার এর উপর।

      দ্বিতীয়ত, বর্ণ তে যে সিঙ্ক পারমিশন চাওয়া হয়েছে সেটা আদৌ বিপদজনক না। এটা চাওয়া হয়েছে Personalize suggestion এর জন্য। অর্থাৎ, আপনার টাইপ করা লেখা অনুযায়ী সাজেশন দিবে সাজেশন বারে। আর এটা সেভ হয়ে থাকবে আপনার মেইল একাউন্ট এ। আর এই ফিচারটা সব কিবোর্ড এই পাওয়া যায় এবং খুবই নরমাল।

      So brother, before acting like an expert, I suggest you to do some research. ?

  2. Avatar photo Jibon Krishna Das Contributor says:
    Playstore ব্যাতীত অন্য কোনো Apps store থেকে App download করা ভালো না । সবাই সাবধান ।
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      অল্প বিদ্যা ভয়ংকরী! :3
  3. Avatar photo Random Contributor says:
    খুব সুন্দর রিভিউ দিয়েছেন onii chan ?
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      ধন্যবাদ onii chan… ?
  4. Avatar photo VIP Contributor says:
    Good. play store add hole download kormu
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা পুরোপুরি সেফ।
      আপনি এখনো ডাউনলোড করে ইউজ করতে পারবেন।
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      Yeap.
  5. EagleEye98 Contributor says:
    সবচেয়ে ভালো কিবোর্ড এপ, অনেক ভালো সুবিধা আছে এতে।
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      হ্যাঁ, এবং প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার অ্যাড করা হচ্ছে।
  6. Avatar photo A҉??????? Contributor says:
    ভালোই onii ছান?
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      ধন্যবাদ ❤️
  7. Avatar photo Sarwar_Shawon ✅ Contributor says:
    এখন পর্যন্ত ভালোই লাগছে, বিশেষ করে এর ভার্সন আপডেট ইমুজি গুলা এবং বাংলা শব্দ সাজেশন গুলা।।

    কিন্তু তারপরও যেহেতু প্লেস্টোর থেকে ডাউনলোড করা না, সেহেতু আমার মতো লাকি পেচার দিয়ে voice+storage সাথে অপ্রয়োজনীয় সকল পার্মিশন বন্ধ করে ব্যবহার করার জন্য সকলকে রিকমান্ড করছি।। ?

    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      কিছুদিন এর মধ্যেই প্লে স্টোর এ পাওয়া যাবে আশা করছি।
  8. Avatar photo Raj Contributor says:
    App টি Install দিয়েছি। অনেক সুন্দর একটি কিবোর্ড। আর যারা তথ্য চুরির ভয় পাচ্ছেন তাদের চিন্তার কিছু নেই। App টি Internet Permission Option নেই। অর্থাৎ আপটি Internet Use করতে পারে না। তাই কোনভাবেই আপনার তথ্য চুরি হওয়ার কোন সম্ভাবনা নেই।
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      এই সিম্পল জিনিসটাই এখানের এতো এতো সিকিউরিটি/প্রাইভেসি এক্সপার্ট ভাইদের বোঝাতে পারছি না। নেট পারমিশন ই যদি না থাকে তাহলে আপনার ডাটা লিক করবে কিভাবে!
  9. Avatar photo Jahid Hasan Contributor says:
    অনেক সুন্দর ।
    জি-বোর্ড বাদ দিয়ে গতকাল থেকে এটাই ব্যবহার করছি এবং এটা দিয়েই কমেন্ট করলাম।

    এগিয়ে যাক দেশীয় অ্যাপ।?

  10. Avatar photo Jahid Hasan Contributor says:
    জি-বোর্ড যেখানে সবমিলিয়ে প্রায় ১৫০ মেগাবাইট এর মতো স্পেস খায় সেখানে এটা সবমিলিয়ে মাত্র ২১ মেগাবাইট স্পেস খাচ্ছে।

    শুভকামনা রইল ।

    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ, ব্যবহার করার জন্য।
  11. abirh104 Contributor says:
    আমি তো জানি জিবোর্ড গুগলের, সুইফট কিবোর্ড মাইক্রোসফটের। আপনি বলেন এগুলো ইন্ডিয়ার। আমি তো জানি বাংলা লেখার জন্য তো ইন্ডিয়ার কোন সফটওয়্যার, অ্যাপ কিছুই নেই। ওরা কম্পিউটারে বাংলা লেখে আমাদের বাংলাদেশের বিজয়, অভ্র সফটওয়্যার দিয়ে। মোবাইলে জিবোর্ড, সুইফট এর পাশাপাশি বাংলাদেশের রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে।
    1. Avatar photo Nayeem Author Post Creator says:
      প্লে স্টোর এ Indic Keyboard লিখে সার্চ দেন। যে রেজাল্ট গুলো আসবে ম্যাক্সিমাম ই ইন্ডিয়ান ডেভেলপার এর। আর এই কিবোর্ড গুলো দিয়েও বাংলা লেখা যায়।
      আর গুগোল এর যে ইন্ডিক কিবোর্ড টা আছে, সেটাও মেইনলি ইন্ডিয়ান রিজিওন এর জন্য ডেভেলপ করা।
  12. ফিচার গুলো দারুণ । দেশী জিনিস এর মজা আলাদা। আর যারা প্রাইভেসি নিয়ে ভাবেন তারা দয়া করে ফেসবুক ইউজ করেন । আশা করি ইশারা বুঝে গিয়েছেন । ধন্যবাদ ভাই মজার জিনিস শেয়ার করলেন ।
  13. Avatar photo S O J I B Contributor says:
    Sob e to thik acha ..but play store a akhono available na kno ..
    1. Google Search: sifatboy SIFATBOY Author says:
      কারণ এটা এখনও বেটা স্টেজে রয়েছে…
      আরেকটু স্ট্যাবল হলেই প্লে স্টোরে এসে যাবে ইনশাআল্লাহ ?
  14. Google Search: sifatboy SIFATBOY Author says:
    উল্লেখ্য যে, বর্ণের পিসি ভার্সনও রয়েছে, যা অভ্র এবং বিজয়ের সমস্ত সুবিধা প্রদান করে, এবং সেইসাথে আরও কিছু অতিরিক্ত সুবিধা এতে যুক্ত করা আছে।
    পিসি ভার্সনের মাধ্যমে বাংলাদেশে ব্যবহৃত যেকোনো এনকোডিংয়ে শুদ্ধভাবে লেখা যাবে এবং লেখা কনভার্টও করা যাবে যেকোনো এনকোডিংয়ে!
    তাছাড়া, একই ফন্টের মধ্যে ইউনিকোড+আনসি+ইংরেজি লেখা যাবে! এতে করে ফন্ট পরিবর্তনের ঝামেলাও আর থাকছেনা❤️
    পিসি ভার্সন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার একাউন্টে একটি পোস্ট আছে সেটি পড়তে পারেন এবং বিজয়ের মত লেআউট+ কনভার্ট করার জন্য কনভার্টার ফাইল ডাউনলোড করে ডাবল ক্লিক করে বর্ণতে ইমপোর্ট করে ব্যবহার করতে পারেন, ধন্যবাদ।
    বর্ণের সাথে লেখা হোক বাংলা ভাষায়!

Leave a Reply