আছকে আমি একটি অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যমে যে কোনো ইংলিশ লেখার উপর ফোনের Camera ধরে বাংলা অনুবাদ করতে পারবেন। অনেক সময় ইংলিশ পড়তে গেলে ইংলিশ এর বাংলা অনুবাদ নিয়ে সমস্যা হয় কিন্তু এই অ্যাপ দিয়ে খুব সহজেই ইংলিশ লেখা বাংলা অনুবাদ করতে পারবেন তাও আবার লেখতে হবে না শুধু মাএ ফোনের Camera ধরলেই অনুবাদ হয়ে যাবে কিন্তু এর জন্য আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে এই অ্যাপ এর অন্য একটি Trick দেখে নিন।

Apps Information:

  • অ্যাপ এর নামঃ Hi Dictionary
  • অ্যাপ এর সাইজঃ 12 MB
  • ডাউনলোড লিংকঃ Click here to download

বিস্তারিতঃ

এখন অ্যাপটি ওপেন করে এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এটা চালু করে দিন।

তার আবার এখানে ক্লিক করেন।

তার পর এই টা চালু করে দিন।

তারপর অ্যাপ থেকে বের হন নোটিফিকেশনবার নিছে নামান।

তার পর এখানে ক্লিক করেন [ কিছু Allow চাইবে তা দিয়ে দিবেন]

তার পর এখালে ক্লিক করব Bangla সিলেক্ট করে দিন।

এখন যে কোনো ইংলিশ লেখার উপর ধরে এখানে ক্লিক করেন।

তার পর দেখেন বাংলা অনুবাদ হয়ে গিয়েছে

তো আছকের মত এখানেই শেষ করছি আবারো অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ….!

আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন

5 thoughts on "[Hot] যে কোনো ইংলিশ লেখার উপর ফোনের Camera ধরে বাংলা অনুবাদ করেন।"

  1. AJ sabbir Author says:
    Text scammer dieo hoi
  2. Delowar Hosen Contributor says:
    ধন্যবাদ সুন্দর পোষ্ট দেওয়ান জন্য

Leave a Reply