আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন। আমার আজকের এই পোস্টটি অন্য একটি ইনকাম রিলেটেড পোস্টের সাথে সম্পর্কযুক্ত। আর অন্য সেই পোস্টের লিংক এই পোস্টের শেষে দেওয়া আছে আপনারা আগ্রহী হলে পড়ে নিবেন।
অনেকেই হয়ত Opera Browser সম্পর্কে জেনে থাকবেন তবে যারা অবহিত নন তাদের জন্য আজকের পর্ব টি শুরু করছি।
Opera mini কিংবা Opera Browser এর নাম শুনেন নি এমন কাউকে হয়ত পাওয়া যাবেনা।
আজকের এই পোস্ট টি তে আলোচনা করবো Opera Browser এর ফিচারস এর উপর। Opera এর দুইটি ভার্সন রয়েছে।
১. Opera Browser With Free VPN
২. Opera Browser Beta
সরাসরি Play Store এর লিংক দিলাম আপনারা এখান থেকে অথবা Play Store থেকে ইন্সটল করে নিন।
কিভাবে আমরা Opera Browser থেকে Desktop এর ব্রাউজার এর মত সাইডবার ট্যাব ইউজ করবো তার আগে অন্যান্য ব্রাউজার থেকে Opera Browser এর যে সকল ফিচারস আলদা রয়েছে তা উল্লেখ করা যাক।
1. Desktop Side Bar Tab – ( এই ফিচার নিয়ে বাকিটা পোস্টে বিস্তারিত )
2. Reader Mode – (যে সকল ওয়েবসাইটের টেক্সট কপি করা যায় না তা Reader Mode থেকে সহজেই করতে পারবেন)
3. Vpn – ( Restricted Website এর জন্য অন্য কোন ভি পি এন এপ্লিকেশন এর প্রয়োজন নেই)
4. Data savings – ( এই ফিচারে আপনার ফোনের IP পরিবর্তন এর পাশাপাশি ডাটা সাশ্রয়ী হবে)
5. Crypto Wallet – ( ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন) ইত্যাদি।
–
Desktop ব্রাউজারের মত সাইড বার ট্যাব ব্যবহার করার জন্য নিম্নের দিক নির্দেশনা অনুসরণ করুন।
Opera Browser অপেন করার পর এখানে ক্লিক করুন তারপর Settings নির্বাচন করুন।
–
Settings এ আসার পর Appearance অপশনটি নির্বাচন করুন।
–
–
তারপর App Layout থেকে Tablet Mode নির্বাচন করে ব্যাক এ চলে আসুন।
–
–
ব্রাউজার টি Automatic Restart হবে এবং সাইড বার ট্যাব চালু হয়ে যাবে।
–
Opera Browser এর সাথে রিলেটেড পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন।
আমার এই পোস্ট টি হয়ত অসাধারণ তেমন কিছু হয় নি তবুও সামান্য তম ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার মতামত টি জানাবেন। আপনার মতামত টি আমার কাছে খুবই মুল্যবান।