আগের পোস্ট এ আমি দেখিয়েছিলাম, কিভাবে Python এর কোনো জ্ঞান ছাড়াই ChatGPT এর মাধ্যমে খুব সহজেই আপনার প্রয়োজনমত টুলস বানিয়ে নিতে পারবেন।

পোস্টটি পড়ে আসুন এই লিংক থেকে Click Here

আজকে শেয়ার করবো, কিভাবে ঐ Script গুলোকে Exe ফাইলে কনবার্ট করে যেকোনো PC তে রান করতে পারবেন।

PC তে Python Install না থাকলেও Exe রান করা যাবে।


Python Script কে Exe তে Convert করার পদ্ধতি

  • প্রথমেই Windows Security থেকে Defender অফ করে নিতে হবে। তার জন্যে ”Search” এ গিয়ে Windows security তে যাবেন এবং Real time protection, Cloud delivered protection, automatic sample submission, Tamper Protection অফ করে দিবেন।

  •  Windows Defender সাধারণত Normal Exe ফাইল কে রান হতে দেয়না, সেকারণেই এটা অফ করতে হবে।

 

  • Defender Off করার পর প্রথমে আপনাকে Python এর ”pyinstaller” library install করে নিতে হবে। সেজন্যে CMD রান করুন, Administrator Permission দিয়ে।

 

 

  • এবার cmd তে কমান্ড দিন ”pip install pyinstaller” .কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনস্টল হওয়া পর্যন্ত।

 

  • ইনস্টল হওয়া শেষে Window ক্লোজ করে দিন। এবং আপনার সেইভ করা পাইথন স্ক্রিপ্ট এর ফোল্ডারটি অপেন করুন।
  • Folder path এ ক্লিক করে ”cmd” লিখে এন্টার প্রেস করুন।

 

 

 

  • এবার Script টি কে Exe তে Convert করার জন্যে কমান্ড লিখূন ‘‘pyinstaller –onefile (script name)”। যেমন আমার স্ক্রিপ্টের নাম ”converter.pyw” তাহলে আমার কমান্ড হবে ”pyinstaller –onefile converter.pyw”

  • Output ফাইলটি dist নামক ফোল্ডারের ভেতরেই পাবেন, আর এভাবেই আপনি যেকোনো Script কে Exe তে রুপান্তর করতে পারবেন এবং অন্যদের PC তে রান করাতে পারবেন Python Install করা ছাড়াই।

My Telegram

Telegram Channel

 

4 thoughts on "আপনার তৈরি Python Script কে Exe ফাইলে Convert করুন"

    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Welcome
    1. Avatar photo Abu Muhammad Hatem Toha Author Post Creator says:
      Yes. I saw that.As the previous post was from a long ago and this post has been published as a supportive for my previous post which was related to creating a script using ChatGPT.

Leave a Reply