Howdy Cheaf,

 

আপনি জানেন কী অ্যান্ড্রয়েড ফোন থেকে গোপনে অর্থ চুরি করে নিতে পারে কয়েকটি বিপজ্জনক অ্যাপ্লিকেশন, মূলত ঝাকঝমকপূর্ণ wallpaper অ্যাপগুলো। অটোমেটিক্যালি মোবাইলে থাকা অর্থ খরচ করে বিভিন্ন সাবসক্রিপশন কিনতে থাকে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ। পোষ্ট শেষে অ্যাপগুলোর list দেওয়া হয়েছে।

✅Source & proved BY https://www.sophos.com/en-us.aspx

 

সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Sophos-র পক্ষ থেকে ক্ষতিকর কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের তালিকা প্রকাশ করা হয়েছে।  সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ ধরনের প্রতারণামূলক অ্যাপ্লিকেশন দ্রুত মোবাইল থেকে আনইনস্টল করে ফেলার পরামর্শ দিয়েছেন।

গ্যাজেটস নাউ’-এর এক প্রতিবেদনে বলা হয়, Sophos-র পক্ষ থেকে গত মাসে কয়েকটি বিপজ্জনক অ্যান্ড্রয়েডের অ্যাপের বিষয়ে গুগলের কাছে তথ্য পাঠানো হয়।
source https://www.gadgetsnow.com/

 

Sophos-র বিশেষজ্ঞরা দাবি করেন, এসব অ্যাপ কৌশলে দামি সাবসক্রিপশন কিনতে থাকে। এগুলো মূলত ‘ফ্লিসওয়্যার অ্যাপস’ নামে পরিচিত।  এসব অ্যাপ ব্যবহারকারীর কাছ থেকে ব্যবহারকারীর শর্তাবলি (Terms & Condition) লুকিয়ে রাখে।  এরপর ব্যবহারকারীর অজান্তেই শত শত ডলারে সাবসক্রিপশন চালু করে দেয়।

Sophos-র প্রতিবেদনে কয়েকটি হরোস্কোপ অ্যাপের উল্লেখ করা হয়েছে, যার পেছনে প্রতি সপ্তাহে ৭০ মার্কিন ডলার করে খরচ করতে বাধ্য করে এসব বিপজ্জনক অ্যাপ। এসব অ্যাপে এমন কৌশল খাটানো থাকে যাতে ব্যবহারকারী সাবসক্রিপশন বাটন চাপার বদলে ব্যাক বাটন চাপলে সাবসক্রিপশন চালু হয়ে যায়।

 

গুগলের কাছে সফোস যে তালিকা পাঠিয়েছে তার মধ্যে থেকে গুগল বেশ কিছু অ্যাপ প্লেস্টোর থেকে অলরেডি সরিয়ে ফেলেছে।

এখনো ☠ ১৪ টি অ্যাপ গুগল প্লেস্টোরে আছে

?সেই বিপজ্জনক অ্যাপগুলো হচ্ছে—

Δকমপ্রেস ভিডিও,

Δডায়নামিক ওয়ালপেপার,

Δগেমট্রিস ওয়ালপেপার,

Δমজিফন্ট,

Δমন্টেজ-হেল্প ইউ মেক কুল ভিডিওস,

Δমাই রেপ্লিকা,

Δওল্ড মি-সিমুলেট ওল্ড ফেস,

Δফটো কনভার্টার,

Δপ্র্যাঙ্ক কল,

Δরিকভার ডিলিটেড ফটোজ,

Δফটো ব্যাকআপ,

Δসার্চ বাই ইমেজ,

Δভিডিও ম্যাজিশিয়ান,

Δএক্সস্লিপ ও জয়না ওয়ালপেপার।

 

?Androaid/computer এর ওয়েলপেপার দরকার হলে গুগল থেকে Download করে নিবেন, উপরের এই সব অ্যাপ ব্যাবহার করা পরিহার করুন।

আপনাদের সর্তকতার জন্য পোষ্টটি করা, আশাকরি সাবধান হয়ে যাবেন এখন থেকে✌

 

আজকের দিন আপনার ভালো কাটুক এবং scammer-দের নাগালের বাইরে থাকুন

Bye?

2 thoughts on "আপনার অজান্তেই গোপনে অর্থ চুরি করছে যে ১৪ অ্যাপ ☠"

    1. Shakib Expert Author Post Creator says:
      ???

Leave a Reply