আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

হেডফোনের এই গোপন কাজটি 99% লোক জানে না।

আজকের এই আর্টিকেলটি শুরু করার আগেই বলেছি যে আর্টিকেলটি সম্পন্ন পড়বেন। কারণ আজকের এই আর্টিকেলটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলছে তার জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু Headphone জেক রয়েছে যায় মাধ্যমে আমরা শুধু মাত্র Headphone বা হেয়ারফোন কানেক্ট করে Music শুনি অথবা ভিডিও গান দেখি বা গেইম খেলি অন্য কোন কাজ করি।

এছাড়া আমরা আর কিছু করিনা অথবা জানিনা যে এই Headphone জেকের মাধ্যমে আর কি কাজ করা যায় বা কি কাজ করা সম্ভব। আজকের এই আর্টিকেলে প্রত্যেকটি মোবাইল ফোনের Headphone জেকের লুকিয়ে থাকা এমন একটি গোপন কাজ দেখাবো এমন একটি unique কাজ দেখাবো যে কাজটি দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন।

আপনি ভাবতেই পারবেনা যে মোবাইল ফোনের Headphone জেকের মাধ্যমে এই কাজটি কিভাবে করা সম্ভব।আপনি যখন Headphones জেকের মাধ্যে লুকিয়ে থাকা কাজটি আপনার বন্ধু বা সবাইকে দেখাবেন তখন আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে। তারা মনে করবে যে কিভাবে আপনি মোবাইল ফোনে Headphone জেকের মাধ্যমে এই কাজটি করেছেন তো কি সেই প্রত্যেকটি মোবাইল ফোনে লুকিয়ে থাকা গোপন কাজটি জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দিবো যে প্রত্যেকটি মোবাইলে Phone এ Headphone জেকের মাধ্যমে লুকিয়ে থাকা গোপন কাজটি। এখন আমি এর একটি ডেমো দেখিয়ে দেব তাহলে বুঝতে পারবেন। যদি আমি মোবাইল ফোনের মধ্যে Headphone এর মধ্যে ইনপুট করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে YouTube অ্যাপটি open হয়ে যাবে।

দেখেন আমি যখন Headphone টি মোবাইলে ইনপুট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু Youtube appটি open হয়ে গেল। আপনি যখন Headphone জেকটি মোবাইল ফোনের মধ্যে ইনপুট করবেন তখন দেখবেন যে মোবাইল ফোনের Youtube appটি open হয়ে যাবে। এখন আপনি খুব সহজে এখানে থেকে YouTube এর ভিডিও দেখতে পারবেন। এবং আপনি যখন এই কাজটি করে আপনার বন্ধুকে দেখাবেন বা সবাইকে দেখাবেন।

তখন কিন্তু আপনার বন্ধুরা এটি দেখে অবাক হয়ে যাবে। তারা মনে করবে যে কিভাবে আপনি এটি মোবাইলে করেছেন। যা অনন্য মোবাইল ফোনে হয়না। তো এখন আমি আরেকটি কাজ দেখিয়ে দেব এখন যদি আমি মোবাইল ফোন থেকে Headphoneটি Remove করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুকটি open হয়ে যাবে। দেখুন আমি যখন Headphone টি Remove করলাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ফেসবুক অ্যাপটি open হয়ে গিয়েছে।

তো আপনি চাইলে মোবাইল ফোনের Headphone জেকের মাধ্যমে করতে পারবেন এবং এগুলো যে দেখবে সেই কিন্তু ১০০% অবাক হয়ে যাবে তারা মনে করবে যে কিভাবে আপনি মোবাইল ফোনে এটি করেছেন। এবং সে তার মোবাইল ফোনে এটি করার জন্য বার বার জিজ্ঞেস করবে।তো এটি আপনি মোবাইল ফোনে কিভাবে করবেন। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নিন MacroDroid

ডাউনলোড করে Open করেন।

তারপর এখানে ক্লিক করবেন।

তারপর এখানে ক্লিক করবেন।

এই রকম দেখাবে।

এখন Add Macro এখানে ক্লিক করবেন।

এখন Trigger এর পাশে + চিহ্নে ক্লিক করবেন।

এখানে Connectivity তে ক্লিক করবেন।

এখন Headphones এ ক্লিক করবেন।

এখানে ok তে ক্লিক করবেন।

তারপর এখানেও ok তে ক্লিক করবেন।

এখান Actions এর পাশে + চিহ্নে ক্লিক করবেন।

এখন Application এ ক্লিক করবেন।

এখন Launch Application এ ক্লিক করবেন।

এখানে Ok তে ক্লিক করবেন।

এখানে এই রকম দেখাবে।

নিচে গিয়ে Youtube select করেবেন।

এখানে দুটি টিক চিহ্ন দিয়ে ok তে ক্লিক করবেন।

এখন এখানে একটি ইচ্ছে মতো নাম দিবেন। নাম দিয়ে back আসবেন।

তারপর Save এ ক্লিক করবেন।

এখন আবার Add Macro তে ক্লিক করবেন।

তারপর Trigger এর পাশে + চিহ্নে ক্লিক করবেন।

এখনে Connectivity তে ক্লিক করবেন।

এখানে Headphones এ ক্লিক করবেন।

এখানে Headphones Remove select করে ok তে ক্লিক করবেন।

তারপর এখানে Actions এর পাশে + চিহ্নে ক্লিক করবেন।

এখানে Application এ ক্লিক করবেন।

এখানে Launch Application এ ক্লিক করবেন।

এখানে ok তে ক্লিক করবেন।

তারপর এখানে Facebook select করবেন।

৷ তারপর এখানে দুইটাই টিক দিয়ে ok তে ক্লিক করবেন।

এখানে ইচ্ছে মতো নাম দিয়ে Back আসবেন।

তারপর এখানে Save এ ক্লিক করবেন।

এখন আমি মোবাইল ফোনে Headphones ইনপুট ও আউটপুট করে দেখিয়ে দেব।

এখানে দেখেন আমি যখন মোবাইল ফোনে Headphones ইনপুট করলাম সঙ্গে সঙ্গে YouTube open হয়ে গেছে।

আবার যখন Headphones মোবাইল থেকে আউটপুট করেছি তখনি Facebook Open হয়ে গেছে।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন YouTube

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

8 thoughts on "আপনার মোবাইল ফোনে Headphone ইনপুট করলে YouTube Open হবে এবং Headphone আউটপুট করলে Facebook Open হবে।হেডফোনের এই গোপন কাজটি 99% লোক জানে না।"

  1. STI Lover Author says:
    Valo.but, apni copy ss use keno koren.
    Apnake oi din o bolce, channel k credit dite.
    Karon, video maker onek kosto kore video make kore.
    Mukhe bollei hoye jaina.
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      ভিডিও এর লিংক তো দিছি পোস্টের শেষে
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks ?
  2. MD Nazmul Islam Contributor says:
    Same app niye age e tutorial ase amar I’d te ..
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      হুম আছে ঠিক আছে কিন্তু ২ বছর আগের। আবার নতুন Update হলো সমস্যা নাই তো
  3. A M Contributor says:
    হাইস্যকর কথা গুলো,
    প্রত্যেকটা ফোনেই দুনিয়ার সবার নাম্বার আছে কিন্তু এটা সবাই জানে না, আপনি যার সাথে কথা বলতে চান ডায়াল প্যাড এ গিয়ে তার নাম্বার টা তুলে কল দিতে হবে !! বিষয় টা এরকম :/ 😛
    1. MD Shakib Hasan Author Post Creator says:

Leave a Reply