আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

হেডফোনের মাধ্যমে FlashLight জ্বালাতে, YouTube ওপেন এবং Screenshots তুলতে পারবেন

আজকের এই আর্টিকেলটি শুরু করার আগে বলছি যে আজকের এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন কারণ আজকের এই আর্টিকেলটি আপনার কাছে খুবি গুরুত্বপূর্ণ সে কারণে আজকের এই আর্টিকেলটি মিস করবেনা।

আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কি হেডফোন জেক রয়েছে। যায় মাধ্যমে আমরা শুধু হেডফোন কানেক্ট করে মিউজিক শুনি, গেইম খেলি অথবা ভিডিও দেখি আমরা কিন্তু অন্য কিছু করিনা এই হেডফোন জেকের মাধ্যমে কি করা সম্ভব আজকের এই আর্টিকেলে প্রত্যেকটি মোবাইল ফোনে লুকিয়ে থাকা গোপন কাজটি দেখাবো।

এমন একটি ইউনিক কাজ দেখাবো এমন একটি জবরদস্ত টিপস দেখাবো কাজটি দেখার পর সত্যি আপনি অবাক হয়ে যাবেন।আপনি ভাবতেই পারবেনা যে হেডফোন জেকের মাধ্যমে এই কাজটি কিভাবে করা সম্ভব।

এটি না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারবেনা যে হেডফোন জেকের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি এবং আপনি যখন মোবাইল ফোনে হেডফোনের গোপন কাজটি আপনার বন্ধু বা যে কাউকে দেখাবে সে প্রথমতো অবাক তো হবেই সাথে আপনাকে বলতে বাধ্য হয়ে যে কিভাবে আপনি মোবাইল ফোনে এই কাজটি করেছেন।

যেটি আগে কেউ জানতোনা সে তার মোবাইল ফোনে এটি করার জন্য বারবার জিজ্ঞেস করতে বাধ্য হবে।তো কি সেই প্রত্যেকটি মোবাইল ফোনে হেডফোনের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি দেখিয়ে দেব যে কি সেই হেডফোনে লুকিয়ে থাকা গোপন কাজটি। এখন আমি জাস্ট মোবাইল ফোনের মধ্যে হেডফোনটি ইনপুট করছি। এখন আমি সম্পন্ন ব্যপারটি বুঝিয়ে দেব তাহলে কিন্তু আপনি এটি বুঝতে পারবেন। এখন যদি আমি মোবাইলের হেডফোন বাটন টেপ করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইলের Flash Light টি জ্বলে উঠবে।

তো দেখতেই পারছেন যখন আমি হেডফোন বাটন টেপ করেছি তখনি মোবাইলে Flash light জ্বলে উঠেছে। এভাবে কিন্তু আপনি মোবাইল ফোনের হেডফোনের মাধ্যমে Flash light on,off করতে পারবেন। আপনি যতবার টেপ করবেন ততবারই কিন্তু মোবাইল ফোনের Flash light টি জ্বলে উঠবে।এটি কিন্তু একটি দারুন ব্যপার।

এখন আমি আরেকটি হেডফোনের খতরনাক কাজ দেখাবো। এখন যদি আমি হেডফোন বাটনে ডাবল টেপ করি তাহলে কিন্তু YouTube ওপেন হয়ে যাবে।

দেখতেই পারছেন সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের YouTube অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। দেখতেই পারছেন আমি যখন ডাবল টেপ করলাম তখনি YouTube ওপেন হয়ে গেল।এবার কিন্তু খুব সহজেই হেডফোন জেকের মাধ্যমে যেকোনো অ্যাপস ওপেন করতে পারবেন। যখন এই কাজটি আপনার বন্ধুকে দেখাবেন সে নিশ্চয়ই অবাক হয়ে যাবে এবং জিজ্ঞেস করবে যে এই কাজটি আপনি কিভাবে করছেন।

এখন আমি আরেকটি হেডফোনের খতরনাক কাজ দেখাবো এখন যদি আমি হেডফোন বাটনটি কিছুক্ষণ চেপে রাখি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইলে Screenshot হয়ে যাবে।

দেখতেই পারছেন যখন আমি হেডফোন বাটনটি কিছুক্ষণ চেপে রাখলাম তখনি Screenshots হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই মোবাইল ফোনে হেডফোন বাটনে কাজে লাগিয়ে Screenshots নিতে পারবেন।

এই কাজটি আপনি আপনার মোবাইল ফোনে কিভাবে করবেন এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Button Mapper

ডাউনলোড করে Open করুন।

অ্যাপটি ওপেন করলে এইরকম দেখাবে।

তারপর এদিকে কয়েকবার যাবেন।

তারপর এখানে Open Setting এ ক্লিক করবেন।

তারপর এখানে Button Mapper on এ ক্লিক করবেন।

এখানে ক্লিক করে on করবেন।

এখানে ok তে ক্লিক করবেন।

তারপর এখানে Headset Button এ ক্লিক করবেন।

এখানে Customize on করে দিবেন।

তারপর এখানে Single tap এখানে ক্লিক করবেন।

তারপর এখানে Toggle Flash Light এ ক্লিক করবেন।

তারপর এখানে Double tap এ ক্লিক করবেন।

তারপর এখানে Action এ ক্লিক করবেন।

তারপর এখানে Application এ ক্লিক করবেন।

এখানে ফোনের সকল অ্যাপস দেখাবে এখান থেকে Youtube বা আপনার ইচ্ছে মতো অ্যাপস এ ক্লিক করবেন।

তারপর এখানে Long Pass এ ক্লিক করবেন।

তারপর এখানে থেকে Screenshots এ ক্লিক করবেন।

এখানের কাজ শেষ। এখন এখান থেকে বের হয়ে আসবেন।

তারপর আপনি আপনার মোবাইল ফোনে হেডফোন ইনপুট করে নিবেন।

তারপর হেডফোনের বাটনে একটি টেপ করবেন।

তারপর দেখবেন যে মোবাইলের Flash light টি জ্বলে উঠেছে।

তারপর আবার হেডফোনটি ডাবল টেপ করবেন। দেখবেন যে Youtube অ্যাপসটি ওপেন হয়ে গেছে।

তারপর যদি আপনি হেডফোন বাটনটি চেপে ধরে রাখেন তাহলে দেখবেন যে মোবাইল ফোনে Screenshots হয়ে গেছে।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

10 thoughts on "আপনার স্মার্টফোনের হেডফোনের একটি গোপন কাজ যার মাধ্যমে আপনি FlashLight জ্বালাতে, YouTube ওপেন এবং Screenshots তুলতে পারবেন।"

    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks ?
  1. Tishat Ahmed Author says:
    গুড পোস্ট সাকিব ভাই
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks ?
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks ?
  2. Sompa44 Contributor says:
    আপনি কথা বেশি বলেন
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      কথা কম বললে সবাই বলে পোস্ট ছোট হয়ে গেছে তাই একটু বেশি বলি
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      ?

Leave a Reply