আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আপনার স্মার্টফোনের ইনস্টল করা অ্যাপ অদৃশ্য করে ব্যবহার করুন

আজকের এই আর্টিকেলে মোবাইল ফোনের Play Store এর এমন একটি ইউনিক অ্যাপস দেখাবো যে অ্যাপটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন।আপনি দেখবেন যে মোবাইল ফোনে এই অ্যাপটি ওপেন করার পর এই অ্যাপের কাজ দেখাবেন বন্ধুকে বা সবাইকে তখন দেখবেন যে এই অ্যাপটির কাজ দেখে সবাই অবাক হয়ে যাবে।

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই অ্যাপটির কাজ আগে কখনো দেখেনি। দেখলে অবাক হয়ে যাবেন।এই অ্যাপটির কাজ না দেখলে বুঝতে পারবেনা যে এই অ্যাপটির কাজ কত বড় এবং সবাই অ্যাপটির সম্পর্কে জানার জন্য বার বার জিজ্ঞেস করবে। তো কি সেই অ্যাপস জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

এখন আমি এই অ্যাপটির কাজ দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনার এই অ্যাপটির কাজ দেখে কিন্তু সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাবেন।আপনারা দেখতেই পারছেন যে আমার মোবাইল ফোনে কোন অ্যাপ দেখাচ্ছে না। নিচে চারটি মাত্র অ্যাপস দেখাচ্ছে। কিন্তু উপরে কোন অ্যাপ দেখাচ্ছে না।

আমি কিন্তু বলতে পারি উপরে অ্যাপ দেখাচ্ছে আপনারা হয়তো দেখতে পারছেনা। উপরে কিন্তু কোন অ্যাপস নেই আপনারা দেখতে পারছেনা কারণ অ্যাপগুলো লুকিয়ে রয়েছে। আপনারা কখনোই দেখতে পারবেনা। আমি কিন্তু দেখতে পারছি। এগুলো আমি ওপেন করে দেখিয়ে দেব। এখন একটি ডেমো দেখিয়ে দিচ্ছি।


আপনারা দেখতেই পারছেন ঐখানে ক্লিক করার সাথে সাথে Youtube অ্যাপটি ওপেন হয়ে গেল। এটি কিন্তু সবাই দেখে অবাক হয়ে যাবে। আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে করা সম্ভব।

তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Transparent Widget

ডাউনলোড করে ওপেন করুন।

ওপেন করলে এইরকম দেখাবে। এখানে কোন কাজ নেই। বাহিরে চলে আসুন।

আপনার মোবাইলের হোম স্কিনে এসে স্কিনের উপর হোল্ড করুন। তারপর widgets এ ক্লিক করবেন।

তারপর সেখানে থেকে এটি খুঁজে বের করুন।

তারপর হোল্ড করে উপরে এনে স্কিনের উপর ছেড়ে দিন।

তারপর এখানে Style এ ক্লিক করবেন।

তারপর এখানে invisible এ ক্লিক করবেন।

তারপর এখানে Open App এখানে ক্লিক করবেন।

তারপর এখানে সকল অ্যাপ দেখতে পারবেন। এখানে থেকে YouTube এ ক্লিক করবেন।

তারপর Add এ ক্লিক করবেন।

তারপর মেবাইলের স্কিনে এইরকম দেখাবে।

ইচ্ছে মতো আপনি সরাতে পারবেন।

তারপর আপনি যদি এখানে ক্লিক করেন।

YouTube ওপেন হয়ে যাবে।

আপনার যদি আর্টিকেলে বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিও দেখতে পারেন

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

সৌজন্যে: Wiztrick.Com

8 thoughts on "আপনার স্মার্টফোনের ইনস্টল করা অ্যাপ অদৃশ্য করে ব্যবহার করুন। কেউ বুঝতে পারবেনা। মোবাইলের স্ক্রিনের গোপন কাজ।"

    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks ?
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks ?
  1. Mahedi Hasan Contributor says:
    Thumbnail পড়ে ভাল বিনোদন পেলাম ?
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      ?
  2. Dip Dey - Walker #57341 Contributor says:
    Thumbnail Ar Text Gula Ki Den Vai ????? Anyway Nice App
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      ?

Leave a Reply